পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ケ8え করেন নাই ! অতএব এরূপ মনে হয় যে ভারতবর্ষে আর্য্যভট্ট একমাত্র ভূভ্রমণ আবিষ্কৰ্ত্ত ও পরিপোষক। গ্ৰীমদেশে ভুভ্ৰমণবাদ অতি প্রাচীনকালে একবার আবিষ্কৃত হইয়াছিল, কিন্তু কেহুই তাহ স্বীকার না করতে উহ বিলুপ্ত হইয়া যায়। সুপ্রসিদ্ধ দার্শনিক পিথাগোরাস (৩) (খৃষ্টপূৰ্ব্ব পঞ্চম শতাব্দী ) সৰ্ব্বপ্রথম স্বীকার করেন যে, পৃথিবী অচলা নহে সচলা। কিন্তু তিনি জানিতেন না যে উহা স্বর্ঘ্যের চারিদিকে ঘুরিতেছে। তাছার পর এরিষ্টারক্স (খৃষ্টপূৰ্ব্ব তৃতীয় শতাব্দ ) আবিষ্কার করেন যে পৃথিবী এক বৎসরে স্বৰ্য্যের চারিদিকে ঘুরিতেছে এবং স্বীয় অক্ষের উপরেও ঘুরিতেছে বলিয়া দিবারাত্রি হইয়া থাকে। র্তাহার এই সিদ্ধান্ত সকলেই অগ্রাহ করেন এবং এরিষ্টারকসের জন্মের প্রায় আঠার সাত বৎসর পরে সুবিখ্যাত জ্যোতিষী কোপার্ণিকাস পৃথিবী এবং অন্তষ্ঠি গ্ৰহগণের সুৰ্য্যের চতুর্দিকে ভ্রমণের কাহিনী পুনরায় প্রচার করেন। আর্যভট্টের সময় গ্ৰীসদেশে ভূভ্রমণবাদ একেবারে লুপ্ত হইয়া গিয়াছিল, সেই জন্ত ভারতী পৌষ, ১৩১১ আর্য্যভট্টকে আমরা ভূভ্রমণবাদের একজন মৌলিক আবিষ্কারক বলিয়া অনায়াসে স্বীকার করিতে পারি। আর্য্যভট্ট বলিতেছেন, "চম্বা পৃথ্বস্থির ভাতি” অর্থাৎ পৃথিবী স্থির বোধ হইলেও বস্তুতঃ উহা সচল । তিনি আরও বলিতেছেন, "এক চতুযুগে ( ৪৩২•••• ণেরবর্ষে ) পৃথিবীর পূর্বদিকে গতিসদ্ভূত ভগণ ১৫৮২২৩৭e • • বার অর্থাৎ পৃথিবী ১৫৮৭২৩৭৫•• বার ঘুরিয়া আসিলে ( অথবা আত দিনে ) এক 5?यू१ द 8७२०००० प्गी१वर्ष ९ब्र। हेश হইতে বেশ বুঝা যাইতেছে যে, আর্য্যভট্ট জানিতেন যে পৃথিবী একবার স্বীয় অক্ষের উপর ঘুরিলে এক দিনমান হয় এবং এক চকুযুগে পৃথিবী অতবার স্বীয় অক্ষের উপর ঘোরে। উপরোক্ত গণনায় পৃথিবী যে স্বৰ্য্যের চতুর্দিকে পরিভ্রমণ করিতেছে তাহা অনুমিত হয় না। উপরন্তু লল্প, ব্রহ্মগুপ্ত প্রভৃতি পরবর্তী জ্যোতিষীরা আর্যভট্টের মত খণ্ডনকালে স্বীয় অক্ষের উপর পৃথিবীর আবর্তনেরই উল্লেখ করিয়াছেন, স্বর্ঘ্যের চারিদিকে পৃথিবীর ভ্রমণের উল্লেখ করেন { rotation ) (৩) “ঢাকা রিভিউও সম্মিলনে" একজন লেখক লিখিয়াছেন ( ১৩১৮, কাৰ্ত্তিক ও অগ্রহায়ণ, পৃঃ ২৬• ) —“গ্ৰীসদেশবাসী পিথাগোরস প্রভূতি কতিপয় পণ্ডিতু আৰ্য্যভট্টের মত ভারত হইতে নিয়া স্বদেশে প্রচার করেন।” বলা বাহুল্য পিথাগোরস আর্যভট্টের প্রায় হাজার বৎসর পুৰ্ব্বে আবিভূর্ত হইয়াছিলেন। ঐযুক্ত যোগেশচন্দ্র রায় মহাশয় লিখিয়াছেন, “আৰ্য্যসিদ্ধান্তকারগণের মধ্যে আধ্যভট্টই প্রথমে দিবারাত্র ভেদের কারণ স্বরূপ পৃথিবীর আবৰ্ত্তন স্বীকার করিয়াছিলেন । ইউরোপে শকের পঞ্চদশ শতাব্দীতে কোপণিকস ভূভ্রমণবাদ যথোচিত প্রকাশ করেন। র্তাহার সহস্র বৎসর পূৰ্ব্বে আর্যভট্ট সেই মত জাৰিদ্ধার করিয়াছিলেন।" বল বাহুল্য কোপার্নিকাসের বহু শতাব্দী পুৰ্ব্বে পিথাগোরাস পৃথিবীর আবর্তন আবিষ্কার করিয়াছিলেন এবং এরিষ্টারকস পৃথিবীর দৈনিক আবর্তন ও স্বৰ্য্যের চতুর্দিকে ভ্রমণের কথা জানিতেন। কোপার্নিকাসের সহিঙ আৰ্য্যভট্টের তুলনা চলে না। কোপামিকস শুধু পৃথিবী কেন, সমস্ত গ্ৰহগণের সুৰ্য্যের চতুর্দিকে ভ্রমণ বৃত্তান্ত আবিষ্কার করিয়া আধুনিক জ্যোতিষের জন্ম দিয়া গিয়াছেন। আর্যভট্টের তুলনা পিথাগোরাসের সছিত চলে।