পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, নবম সংখ্যা নাই। ইহাতে জানা বাইতেছে যে পিথাগোরাসের মত আর্য্যভট্ট অক্ষের উপর পৃথিবীর আবর্তনের কথা জানিতেন, স্বর্ঘ্যের চতুর্দিকে পৃথিবী ভ্রমণের কথা জ্ঞাত ছিলেন না । আর এক স্থলে আৰ্য্যভট্ট এই পৃথিবীর পরিভ্রমণের কথা বেশ সুন্দর উদাহরণের दांज्ञा दूबोझेिब्रांtछ्न। डिनि दगिब्रां८छ्न, "cषभन গতিশীল নৌকার আরোহী তীরস্থিত অচল বৃক্ষণদিকে উণ্টাদিকে যাইতে দেখে, সেইরূপ ( পৃথিবীর গতির জন্ত ) স্থির নক্ষত্রদিগকে সমবেগে পশ্চিমদিকে যাইতে দেখা যায়।” (৪) নক্ষত্রবর্গের পশ্চিমদিকে *fs offs (apparent motion), ware: পৃথিবীই পূৰ্ব্বদিকে গমন করিতেছে এবং সেই পরিভ্রমণের দরুণ নক্ষত্রবর্গকে পশ্চিমদিকে যাইতে দেখা যায়। আরও কয়েকটি শ্লোকে আর্যভট্ট পৃথিবীর পরিভ্রমণের উল্লেখ করিয়াছেন, বাহুল্য ভয়ে পরিত্যক্ত হইল। পরবর্তী কালে লঙ্ক, শ্ৰীপতি, ব্রহ্মগুপ্ত, বরাহ প্রভৃতি জ্যোতিষীগণ তাহার মত উদ্ভূত করিয়া তাহ খণ্ডন করিবার চেষ্টা করিয়াছেন। লল্ল আৰ্য্যভট্টের শিষ্য ছিলেন, কিন্তু শিষ্য গুরুর সিদ্ধান্ত মানেন নাই। তিনি পৃথিবীর পরিভ্রমণের বিরুদ্ধে অনেকগুলি আপত্তি উত্থাপিত করিয়া ছিলেন। পাঠকবর্গের কৌতুহল চরিতার্থ করিবার জন্ত নিম্নে কতকগুলির নমুনা প্রদত্ত হইল ঃ– (ক) যদি পৃথিবীই ঘোরে তবে পক্ষীরা ساتـیـیـعـہ ----- আর্য্যভট্ট উড়িয়া গিয়া আবার নিজেদের বাসায় ফিরিয়া , যাইবে কি প্রকারে ? (খ) পৃথিবী ঘুরিলে বাণ উৰ্দ্ধে নিক্ষিপ্ত হইলে উহা স্বস্থানে ফিরিয়া আসিত ন', কারণ বাণের পতনকালের মধ্যে পৃথিবী অনেকটা পুৰ্ব্বদিকে সরিয়া যাইবে । (গ) পৃথিবী ঘুরিলে আমরা মেঘকে কখনও পূৰ্ব্বদিকে যাইতে দেখিতাম না। (ঘ) যদি স্বীকার করি পৃথিবী আস্তে আস্তে চলিতেছে, তাহা হইলে আর্য্যভট্টের মতে উহা একদিনে একবার কিরূপে ঘুরিয়া আসে ? শ্ৰীপতি, ব্রহ্মগুপ্ত, বরাহ প্রভৃতি সকলেই এইরূপ আপত্তি উত্থাপিত করিয়া পৃথিবীর আবর্তনবাদ খণ্ডন করিতে চেষ্টা পাইয়াছিলেন। ইউরোপে পঞ্চদশ খৃষ্টাব্দে যখন কোপনিকাগ ভূভ্রমণবাদ পুনঃপ্রচারিত করেন তখনও এইরূপ যুক্তির দ্বারা তাহার মতও প্রথমে অগ্রাহ হইয়াছিল। সুপ্রসিদ্ধ জ্যোতিষী টাইকোব্রাহি লল্লের দ্যায় বুঝিতে পারেন নাই কেন উৰ্দ্ধে নিক্ষিপ্ত গোলাকে পশ্চিমদিকে পড়িতে দেখা যায় না। পাঠক দেখিতে পাইতেছেন এক কথায় এই সকল প্রশ্নের মীমাংসা হইতে পারে। আশ্চৰ্য্য এই, পৃথিবীর সহিত বায়ুমণ্ডলও ঘুরিতেছে— এই একটা বিষয় কাহারও মাথায় প্রবেশ করে নাই ; করিলে এই সকল আপত্তি আদেী উত্থাপিত হষ্টতে পারিত না। এই ভূভ্রমণবাদ ভিন্ন আর্যভট্ট আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জ্যোতির্ষিক বিষয়ে মত Ե8 Ց (s) অনুলোমগতি নেীৰ্থঃ পশুত্যচলং বিলোমগং বৰং । অচলানি ভনি তত্ত্বৎ সমপশ্চিমগানি লঙ্কায়াম ॥