৩৮শ বর্ধ, নবম সংখ্যা कृ९ि दिए५य कांप्र्यान्न अछ दानश् छ श्हेब्र থাকে। রোমীয় বর্ণমালায় হিসাব রাখা বা অঙ্ক সি অপেক্ষা ভারতীয় বর্ণমালায় অঙ্ককসা সহজ বলিয়া উহা সৰ্ব্বত্রই গৃহীত হষ্টয়াছে । নিম্নে ভারতীয় সংখ্যানির্দেশক বর্ণমালা হইতে কিরূপে সামান্ত পরিবৰ্ত্তিত হইয়া প্রাচীন আরবীয় ও মধ্যযুগের ইউরোপীয় সংখ্যানির্দেশক বর্ণমালা গঠিত হইয়াছে তাহা প্রদর্শিত হইল (৫) ጌሤኃ8,os,7,C (ህ° 2,え%w.k.232,' ',ayፓ,ይ‚ፍ,6ና^,8,9,W@ 11.345 6'7 871° 1 7, 3 4 ‰ 4 /v 6 9 Võ 1 z 3 9-Ҹ 6 А 8 9 1o বীজগণিত (Algebra) আর্য্যভট্ট প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক বীজগণিত প্রণেতা । তিনি অনেকগুলি বীজগণিত সম্বন্ধীয় নুতন আবিষ্কার লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। প্রাচীন ইউরোপে ডাইওফেনটস বীজগণিতের প্রাচীন রচয়িতা বলিয়া প্রসিদ্ধ। তাহার আবির্ভাবকাল ঠিক জানা নাই—সম্ভবতঃ চতুর্থ খৃষ্টাব্দে তিনি বর্তমান ছিলেন। তিনি अॉर्षीछप्ले br8& এলেকৃজেন্দ্রিয়াবাসী ছিলেন এবং সম্ভবতঃ গ্ৰীক ছিলেন না। তাছার গ্রন্থ অনেকদিন বিলুপ্ত প্রায় হইয়া গিয়াছিল এবং প্রায় ৯৮০ খৃষ্টাব্দে ডাইওফেন্টাসের বীজগণিত আরবীভাষায় ভাষান্তরিত হয়। ডাইওফেন্টাসের গ্রন্থ আর্যভট্টের সময় বা তাহার অনেক পর পর্য্যন্ত ভারতবর্ষে অজ্ঞাত ছিল এবং আর্য্যভট্টকে আমরা বীজগণিতের একজন মৌলিক আবিষ্কৰ্ত্ত বলিয়া স্বীকার করিতে পারি । কোলব্রুক প্রমুখ পাশ্চাত্য পণ্ডিতগণ আরবীয় ইতিহাস আলোচনা করিয়া দেখাইয়াছেন যে, বোগাদের আল মামুন, হারুণ আল রসিদ, আল মামুদ, এবং আল মতাদেদ এই চারিজন বাদসংহের আমলে প্রায় ১৫০ বৎসর ধরিয়া ( ৭৫৪ হইতে ৯০৪ খৃষ্টাব্দ ) প্রাচীন নানাবিধ সংস্কৃত গ্রন্থ আরবী ভাষায় অনুদিত হয়। এই সময়ে আৰ্য্যভট্ট, ব্রহ্মগুপ্ত প্রভৃতি ভারতীয় জ্যোতিষীগণের গ্রন্থও আরবী-ভাষায় অনুদিত এবং পঠিত হয়। ৭৭৩ খৃষ্টাবো বাদসহ আল মানসুরে ব সময় ভারতীয় জ্যোতিষীগণ বাদসাহের দরবারে আহূত হইয়াছিলেন । এইরূপে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত প্রভৃতি ভারতীয় জ্যোতিষীগণের বীজগণিত সম্বন্ধে জ্ঞানও আরবীয়গণের নিকট পহুছে। সেই জন্ত আরবীয় বীজগণিত ভারতীয় বীজগণিতের নিকট অনেক পরিমাণে ঋণী। ৯০০ খৃষ্টাব্দে বেন মুসা আরবীয়গণের মধ্যে প্রথম বীজগণিত রচনা করেন। এই আরবীয় বীজগণিতবেত্তাগণের নিকট হইতে শিক্ষালাভ করিয়া পিসার লিওনার্ডে ১২০২ খৃষ্টাব্দে (*) se sifort Balls History of Mathematics aro ske উদ্ভূত।
পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।