পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७४ं ,ि मंश्च ग११ji। নবকিশোর তাহাদিগকে লক্ষ্য না করিয়াই বলিল—তারপর নবাঙ্গি কাকা, তোমাদের সব ভালো ত ? কি মনে করে আসা হয়েছে ? --অtল্লীর দোয়াতে সব খয়ের বাবা । আসছে এৎ৪ারে আসমতের আর আমার নিকাহ বেটা রহমতের সাদি হবে । তাই হুজুরে এত্তেলা করতে এসেছিলাম। নবকিশোর জিজ্ঞাসা করিল—কাকা বাবুর সঙ্গে দেখা হয়েছে ? —মুলাকাৎ হয়েছে, হুজুরের হুকুমনাম পেয়েছি । ছোটবাবু কলকাত্তা থেকে এসেছেন দেখলাম, তিনি আমার গরিবথানায় পায়ের ধুলো দেবেন কবুল করেছেন ; তুমিও যদি মেহেরবানি করে একবার পায়ের ধূলো দাও ত বড় খুলি হব বাবা । রাত্রে নাচগান হবে, মুর্শিদাবাদ থেকে ভালো বাইজি আসবে। নবকিশোর বলিল—মাপ কোরে নবান্দি কাকা । আমি ঠিক যেতাম, কিন্তু বাইখেমটার নাচগান যেখানে হবে সেখানে ত আমি যাব না, বিপিনকেও যেতে দেবে না। নবান্দি বিস্মিত হইয়া বলিল-কেন, তাতে কি কিছু দোষ আছে ? নবকিশোর বলিয়া উঠিল—দোষ আবার নেই! ঢের দোষ । ওরা দুশ্চরিত্র স্ত্রীলোক, তাদের সঙ্গে কোনো ভদ্রলোকের সম্পর্ক मेtथ डेऽिङ नग्न । । আসমত বিনীত দৃষ্টিতে নবকিশোরের দিকে চাহিয়া বলিল—আমি একটা কথা বলব ? সবকিশোর বলিল-ৰল । শ্লোঙের ফুল by(t*) আসমত মাথা নীচু করিয়া ধীর স্বরে বলিল—আপনার বাড়ীতে একটা আলমারী টেবিল করবার দরকার হলে আপনি এমন মিস্ত্রী ডাকেন যে বেশ কাজ করতে পারে, তার চরিত্র কেমন সে খোজ করা দরকার মনে করেন না । সে রকম খোজ করে কাজ নিতে গেলে চলে না—যে র্তাতি আমাদের কাপড় বুনেছে, যে মুচি আমাদের জুতো বানিয়েছে, তাদের চরিত্র কেমন তাই কি আমরা দেখি, না তার কেমন জিনিস বানিয়েছে তাই দেখি । যে বাইজি, সে কেমন নাচতে পারে গাইতে পারে তাই দেখা উচিত—সতী সাধবী যদি গাইতে নাচতে না জানে তবে এই হিসেবে তার ত কোনো মূল্য নেই। রবিবাবুর একটা প্রবন্ধে পড়েছিলাম, ভিনি ঠাট্ট করে জিজ্ঞাসা করেছেন, মাতাল ইঞ্জিনিয়ারে হাবড়ার পুল বানিয়েছিল বলে কি আমরা হাবড়ার পুল দিয়ে হাটব না ? নবকিশোবের মুখ সন্তোষে উজ্জল হইয়া উঠিল । সে সপ্রশংস দৃষ্টিতে আলমতের মুখের দিকে ক্ষণেক তাকাইয়া থাকিয় বলিল—তুমি ঠিক বলেছ, এ কথাটা আমি এমন করে ভেবে দেখিনি। কিন্তু আর একটা দিক দিয়ে তুমি বিচার করে দেখ। ঐ সব লোক ত স্বষ্টিছাড়া নয়, ওরা তোমার আমার পরিবারেরই মুখ হেঁট করে তবে ন। এই ব্যবসায়ে লিপ্ত হয়েছে । তাদের নাচ গানের পিছনে কত পরিবারের লজ্জা আর চোখের জলের ইতিহাস জমে রয়েছে। সেই তাদের নিয়ে আমোদ করা আমি নিষ্ঠুর বর্বরতা মনে করি।