পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

très : আসমত আবার একবার মাথা তুলিয়া নবকিশোরের দিকে চাহিয়া বিনীত ভাবে বলিল—নাচ গান মেয়েদেরই কাজ ; আমাদের সমাজ-ব্যবস্থার দোষে গৃহস্থ মেয়ের ঐ আনন্দ দিতে পারে না ; যারা সমাজেরই আনন্দের জন্তে ঐ ব্যবসা ধরে তাদের সমাজ নিন্দ করে, নিজেও লজ্জা আর দুঃখ পায় । নবকিশোর আনন্দে উৎসাহিত হইয়৷ বলিল—ঠিক বলেছ তুমি । সেই সমাজের ভুল ব্যবস্থা বদল করবার জন্তেও আমাদের ঐ রকম আনন্দ থেকে বঞ্চিত থাকতে হবে। ধরে নাও এটা আমাদের সামাজিক ব্যবস্থার প্রতিবাদ ; তা হলেও ত এ ব্যাপারে যোগ দেওয়া উচিত নয়। অসমত চুপ করিয়া রহিল। নবান্দি বলিল—আচ্ছা বাবা, তোমরা সন্ধ্যার সময় গিয়ে চলে এস। একবার গেলেও আমার দিলটা খুলি হবে। নবকিশোর হাসিয়া বলিল—আচ্ছ। তাই যাব । নবান্দি পুত্রকে বলিল—দে দে, বাপজীকে একখান খত দে । আসমত একখানি গোলাপী রঙের কাগজে সোনালি ছাপা নিমন্ত্রণপত্র দিল । নবকিশোর পড়িতে লাগিল— শ্ৰীশ্ৰীহকনামজী ভরস করিম রহিম আল্লা খালেক গফফার দেীন জাহানের বিচে মালেক সবার। পহেলা তাহান নাম করিয়া ছজুদ, ষ্ট্রগ্রমেতে মৰি-পরে ভেজিব দরুদ । মহম্মদ মুস্তাফা যিনি হবিব আল্লার, ॐांशंङ्ग ७”itब्र c७छि गङ्गप्त झांछांब्र । éfब्रऊँौ পৌষ, ১৩২১ ছিএনেতে চার ইয়ারে কুর্নি হাজার, ' চাহারমে আমি বান্ধ বড় গুনাহগার। পরেতে আরজ এই সবার জোনাৰে— দুইটি কেবলার মেরা শুভ সাদি হবে। ২৫শে অস্ত্রাণ, সন হাল, এৎওীরে নওস দেীন আসিবেন সাদি করি ফিরে । সেই অছিলায় খোড়া তাআম গরিবান তৈয়ার করিব আমি ভাবিয়া রব্বান । এ খাতেরে আরজ ও উম্মেদ আমার তারিখ মজকুর, ওয়খৎ শাম, এৎণ্ডার মায় খেশ বেরাদর হামশবায় লইয়া গরিবখানায় সবে পৌঁছিবেন আসিয়া । মেহের নজরে তাআমি তানওল করে সরফরাজ করাইবেন এই অধীনেরে । কদমের ধূল যেন পাই সবাকার, খিদমতে হইব রুজু থাহেশ আমার । মজলিশ রওশন মেরা করিবেন আসিয়া হসরৎ মিটিয় যাবে দিদার দেখিয়া । হীন শ্রীশেখ নবীনি মণ্ডল অধীনের নাম, মৌজা শীতলপুরে জানিবেন মেরা বাসধাম। পত্রের দ্বারায় সকলেরে করিলাম এতাদা, আসিতে গরীব বলে না হবে রঞ্জিদা । এই তক্‌ হইল ইতি সকলে জানিবে । আমি অধীনের কেহ খত না ধরিবে । আপনকার জানিবেন এই শুভ কাম, দাওতের পত্র ইতি, বান্দারও সেলাম । পত্র পড়িয়া নবকিশোর খুব হাসিতে হাসিতে বলিল-নবান্দি কাকা, এ করেছ কি ? এ না হয়েছে বাংলা, আর না হয়েছে উর্দু, বাঙালীতে বাঙালীদেরই নেমন্তয় করছ, তখন এমন ভাষার বিলী খিচুড়ি বানিয়েছ কেন ? মবানি অপ্রস্তুত হইয়া বলিল—আমাদের এই রকম রেওয়াজ বাবা। কী লবল মা থাকলে ভাঙ্কি নিন্দে হয় । *