νυν পৃথিবীর আর্থিক জীবনের অংশভাগী হয়, তাহারা সৰ্ব্বাপেক্ষ সুসভ্য ও সমুন্নত জাতির সামাজিক গঠন ক্রমশ গ্রহণ করিয়া থাকে —তাহ না করিলে তাহাদের অন্তৰ্হিত হুইবার বিলক্ষণ আশঙ্কা থাকিয় যায়। সৰ্ব্বশেষে ও সৰ্ব্বোপরি, য়ুরোপীয় সভ্যতার ফলে এই সকল অনুষ্ঠান সম্ভবপর হইয়াছিল- যথা :-বাধ্যতামূলক বিদ্যালয় স্থাপন করিয়া মনের ও চরিত্রের উৎকর্ষসাধন, স্থলভ মূল্যে গ্রন্থাদি ও সংবাদ পত্র প্রচার, আলোচনা ও তর্কবিতর্কের অধিকার দান, রাষ্ট্রিক প্রতিনিধিনিৰ্ব্বাচনে সাৰ্ব্বজনিক মত গ্রহণ, মতামতের স্বাধীনতা, য়ুরোপীয় छब्रेडैी coोऽं, १७११ গণতন্ত্রের পোষণকারী কতকগুলি মূলতত্ত্বের জ্ঞান ঃ-উন্নতি সাম্য, স্বাধীনতা, ব্যক্তিস্বাতন্ত্র্য এবং ব্যক্তিস্বাতন্ত্র্যের উণ্টপেক্ষ সমবেত স্বার্থের প্রগাঢ় একতা যাহা মানুষকে পূৰ্ব্বেকার স্থায় শুধু কৌলক ও একান্ত সীমাবদ্ধ মিলন ক্ষেত্রে সম্মিলিত করে না— সেই মিলন ক্ষেত্র যাহার নিয়মাবলী জীবনের সমস্ত কার্যাকে স্পর্শ করে )—পরন্তু একটা সুনির্দিষ্ট উদ্বেগু সাধনের জন্ত, উদার ভাবে গঠিত কোন একটি মিলন-ক্ষেত্রে মনুষ্যগণকে একত্র সম্মিলিত হইতে প্রবৃত্ত করে। শ্ৰীজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর । জ্যোতিরিন্দ্রনাথের জীবনস্মৃতি তখন জ্যোতিবাবু মধ্যে মধ্যে পাবনা কুষ্টিয়া অঞ্চলের জমিদারি পরিদর্শনের জন্ত যাইতেন। সেখানে শিলাইদহের কুঠতে গিয়া বাস করিতেন । বিষয় কৰ্ম্মের অবসর সময়ে শিকার করিয়া আত্মবিনোদন করিতেন। প্রায়ই পার্থী শিকার করিতেন। তবে, জমিদারীর শিকারীকে বলিয়া রাখিয়াছিলেন, নিকটবৰ্ত্তী কোন স্থানে বাঘ দেখা গেলে তাকে যেন খবর দেওয়া হয়। একদিন শিকারী আসিয়া খবর দিল কোন নিকটবর্তী জঙ্গলে বাঘ আসিয়াছে । তখন রবীন্দ্রনাথ র্তার সঙ্গে ছিলেন। জ্যোতিবাৰু শিকারীকে লঙ্গে লইয়া, একটা দু-নলী বন্দুক হন্তে পদব্রজে সেই জঙ্গলের অভিমুখে যাত্র করিলেন। রবিবাবুও দাদার পিছনে পিছনে চলিলেন । তার হাতে কোন অস্ত্র ছিলনা। জঙ্গলে পৌছিলে, শিকারী বলিল, ঐ বঁাশঝাড়ের উপর উঠিয়া তাকূ করিলে সুবিধা হইবে। জ্যোতিবাবু জুতা খুলিয়া নিঃশব্দে একটা কঞ্চির উপর বন্দুক-হস্তে উঠয় বঁশের গায়ে ঠেশ দিয়া গুলি করিবার জন্ত প্রস্তুত হইয়া রছিলেন। তার short sight —চস্ম নাকে। শিকারী ফিস্ ফিস করিয়া যত বলে “ঐ”—উনি ততই বলেন— “কৈ ?” অনেকক্ষণ পরে দেখিতে পাইলেন, নীচে ঘাসের ভিতর একটা জানোয়ারের পিঠের রোয়া চিকুচিক্ করিতেছে। তিনি সেই দিকে লক্ষ্য করিয়া উপযুপিরি দুই ‘গুলি ছড়িলেন—গুলি বাঘের পৃষ্ঠদও ভেদ করিল। বাঘট একটা ৰিকট গর্জন
পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।