পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮শ বর্ধ, নবম সংখ্যা ( রূপক । ) এts, জননী জন্মভূমিক স্বর্গাদপি গরীয়লী ভাবে মেতে কোটি কণ্ঠে কর উচ্চারণ। ( মনোহর সই-একতালা । ) শত্রু মিত্র মিলে ঘরের বিবাদ ভুলে গলাগলি হ’য়ে গাইরে (আজি) দেশের কাজে মোরা হয়ে মাতোয়ার স্বার্থের কথা ভুলে যাইরে । (দেশের প্রেমে মত্ত হ’য়ে) (মায়ের চরণ সেবায়) (করি) হয়ে একমন মায়েরই কীৰ্ত্তন (মোর) পচিশ কোট প্রাণী ভাইরে। বিংশতি জাতিতে বিংশতি ভাষাতে মেদিনী কাপারে গাইরে ; (জয় ভারত জননী বলে) (সমস্বরে সবে) ( রূপক । ) সব উদ্যম দেখিয়ে সবে চমকিত হয়ে ক’বে বুঝি ভারত হবে আবার জগত ভূষণ। ( ঝুলন । ) (ওরে) চারিদিকে সবাই জেগে, তোরাই রলি —শুধু তোরাই ঘুমে রলি শুধু তোরাই ঘুমে রলি নবীন আলোয় ভাসছে ধরা দেখরে নয়ন মেলি। (চেয়ে দেখ দেখরে ও ভাই) ছিছি কাষের বেলা ভোরের বেলা ঘুমে বিভোর হলি! (জেগে অtয় আয়রে ভাই ) (ওরে এমন দিন আর পাবিলারে) হায়রে ঘুমের ঘোরে বুঝলিনারে কি ছিলি কি হলি। (একবার ভেবে দেখরে ও ভাই) ছিছি এতকাল ঘুমিয়ে আছিল তবুন জাগিলি। (७कि इजाज़ उॉ३) হয়রে জেগেও বুঝি জাগলিনারে কেন এমন হলি । (একবার উঠ উঠ সবে) এস মহানিদ্রা ভেঙ্গে করি কোলাকুলি । জ্যোতিরিক্সনাথের জীবনস্মৃতি ♥ዓ/2 . - (জয় ভারত বলরে ভাই) এল দলাদলির বাঁধন খুলি বাধি গলাগলি। (ভারত মাতার নিশান তুলি) (আর দেরি করিসূনারে) (একবার আয় আয়রে সবে) রূপক । সলে এক প্রাণ হয়ে, ভগবানের নামটি লয়ে, দেশের মঙ্গল সাধনে, কর প্রাণ পণ ।” এইরূপে জ্যোতিবাবুর কাধ বেশ দিন দিন লাভজনক হইয়া উন্নতির পথে চলিতেছিল। ইহার" অবস্থিতির জন্ত বরিশাল সহর ও বেশ সরগরম ছিল । সভা, সমিতি, কীৰ্ত্তন, বক্তৃতা প্রভৃতি ব্যাপার লাগিয়াই ছিল । তিনিও বেশ মনের মুখে বাস করিতেছিলেন, কিন্তু এত মুখ তাহার সহিল Fil 1 ইংরাজের ব্যবসায়ে ব্যাঘাত লাগিয়াছে, আর কি তাহারা চুপ করিয়া থাকিতে পারে ? ব্যবসায়ী সাহেবের যৎপরোনাস্তি জ্যোতিবাবুর বিপক্ষাচরণ করিতে লাগিল । डांश्ॉज्ञां सृ९न ८णथिव्ण cय सांख्नेौ ठाiन्न झग्न না, তখন তাহারা ভাড়া কমাইতে আরম্ভ করিল, জ্যোতিবাবুও কমাষ্টলেন। এই ক্ষতি স্বীকার করিয়াও জ্যোতিবাবু প্রতি যোগিতায় প্রবৃত্ত হইলেন। লাভ আগে যেমন হইতেছিল, এখন তেমন আর হয় ন!— তবুও তিনি দমিলেন না। এই সময়ে খুলনা হইতে মাল বোঝাই লইয়া “স্বদেশী” কলিকাতা আসিতেছিল। সারা পথ বেশ নিৰ্ব্বিম্নে কাটিয়া গেল—আলোকমালা সমুদ্ভাসিত কলিকাতা বন্দরে ও প্রবেশ করিল। কিন্তু শেষে হাওরাপুলের নীচে দিয়া যাইবার