পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, সপ্তম সংখ্যা শুশুকের পাখনা, ঘোড়ার সামনের পী ও মানুষেৰ হাতের গঠনপ্রণালী একইরূপ, কেবল বিভিন্নকাৰ্য্যের উপযোগী করিবার জন্ত কাহারও হাড় ছোট, কাছারও বৃহৎ, কাহারও ছড়ান, কাহারও বা গুটান। এইরূপ ঐক্য বশতত একই শ্রেণী হইতে ক্রমান্বয়ে এই সকল জন্তুর স্বষ্টি স প্রমাণিত হইতেছে। আাধার অনেক জন্তুর এমন অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, যাহা তাহার কোনও কাজে লাগে না। মানবদেহের প্লীহার উপযোগিতা চিকিৎসকেরা এখনও দেখিতে পান না । অন্তান্ত স্তন্যপায়ী জন্তুদের (mamalia ) মত তিমি মাছের র্দাত আছে বটে, কিন্তু সে দাতগুলি কোন কাজে আসে না, কারণ তাহা মাড়ির ভিতর ফুড়িয়া ষায় নাই । একপ্রকার সরীস্বপ আছে—তাহার চামড়ার ভিতর হইতে পিছনদিকে দুইটি পা দেখা যায়, কিন্তু সে পা মাটিতে ঠেকিতে পারে না, সুতরাং কাজে লাগে না । এইরূপ অব্যবহার্য্য ইন্দ্রিয়গুলি অন্তান্ত স্তন্যপায়ী জন্তুদিগের নিকট উত্তরাধিকারীস্বত্রে পাইয়াছে বলিয়াই বোধ হয়। ভন বায়ার নামক একজন বৈজ্ঞানিক আর একটা আশ্চৰ্য্য তথ্যের উদ্যটন wfeiten l 5gen (quadrupeds ) প্রভৃতি উচ্চশ্রেণীর জীবের ভ্রণাকৃতি পুষ্ট হইবার আগে মৎস্ত সরীসৃপ প্রভৃতি নিম্নশ্রেণীর জীবের অপুষ্ট ভ্রণের আকৃতির তুল্য। যদি প্রত্যেক জীব আলাহিদা रुब्रिब्र ऋष्टे इहेऊ उांशं श्हेरण कूकून ७५&cभ মৎস্ত, সরীসৃপ, পক্ষীর আকৃতি পাইবে কেন এবং কেনই বা অপ্রয়োজনীয় ইন্দ্রিয় বা ংশগুলি ক্রমশঃ পরিত্যাগ করিৰে ? এমন বৈজ্ঞানিক জীবনী &6t? কি পুষ্ট হইবার আগে মানবের ক্রণ ও কুকুরের দ্রুণ প্রায় আকৃতিতে একইরূপ। উদ্ভিদরাজ্যেও এইরূপ ঐক্য ও পরিবর্তন দৃষ্ট হয়। এক গণভুক্ত বিভিন্ন উপগণের পার্থক্য এরূপ মিলাইয় शिंग्रां८छ् ८ष १बै कठिन । छांक्रद्देन cमथाहेब्रां দিলেন যে এই পার্থক্য এত অল্প অল্প করিয়া বাড়িয়া গিয়াছে যে - প্রকার (varieties) got good (species) মধ্যগত পার্থক্য ধরা যায় না। বিভিন্নগোলাপগাছ একজন সতের উপগণে বিভক্ত করিয়াছেন, “আর একজন তাহাজের মধ্যে পাচটির বেশী উপগণ খুজিয়া পান নাই। আবার একশ্রেণীর উদ্ভিদ জন্তুর মত (species ) ব্যবহার করে। ইহার কীটভোজী, -কীটপতঙ্গ ধরিয়া খায় । তাছাদের পাতার উপর কীটপতঙ্গ বসিলেই পাতাগুলি আপনি মুড়িয়া যায় এবং যেমন ভোজনের সময় ও পরে প্রাণীদেহে পাকরস বহির্গত হয়, কীটভোজী উদ্ভিদ হইতেও যেই প্রকাবের রস বহির্গত হওয়াতে কীটগুলিকে উদ্ভিদ শীঘ্রই হজম করিয়া ফেলে। এই जर ल खेदुिन थांबैौब्रांछा ७ ॐलुिनরাজ্যের মধ্যবৰ্ত্তাভাবে স্বঃ হইয়াছে। ডারুইন এই সকল তথ্য প্রায় বিশ বৎসর যাবৎ অধ্যয়ন করিয়াছিলেন। কত অসংখ্য পুস্তক, সাময়িক পত্র, ভ্রমণবৃত্তান্ত ও প্রাকৃতিক বিজ্ঞান সম্বন্ধীয় গ্রন্থ যে এই সময়ে তিনি পাঠ করিয়াছিলেন, তাহা স্মরণ করিয়া নিজেই ডারুইন পরে আশ্চৰ্য্যান্বিত হইতেন যে, কেমন করিয়া তিনি এত পরিশ্রম করিতে সক্ষম হইয়াছিলেন। তাহ ভিন্ন