tyసిట్ర যুদ্ধবিগ্রহের ফলে ড্যালমেটিয়া ক্রোটিয়া, সু্যাভেনিয়া প্রভৃতি সুJাভ প্রধান প্রদেশ অষ্ট্ৰীয়ার করতলগত হয়। বসনীয় ও হাজগভিন সম্বন্ধেও সেই কথা অনেকটা সত্য। ১৮৭৮ খৃষ্টাব্দে পূৰ্ব্বপৰ্যন্ত এই দুই প্রদেশ তুরস্কের অধিকৃত ছিল । কিন্তু তুরস্কের অত্যাচার ও অশাসন হেতু ঐ সময় স্থানীয় প্রজাবৃন্দ বিদ্রোহী হইয়া উঠিলেন । পরে বার্লিন মহাসভায় সমবেত শক্তিমণ্ডল উক্ত দুই প্রদেশের শাসন অষ্ট্ৰীয়ার উপর ন্তস্ত করেন। এই ব্যবস্থায় তুরস্কের শাসন কেবল নামে মাত্র স্বীকৃত রহিল । কিন্তু প্রজারক্ষণের যাবতীয় কর্তব্য অষ্ট্ৰীয়াই প্রতিপালন করিতে লাগিলেন। সম্প্রতি ১৯০৮ সালে অষ্ট্ৰীয়া এই দুই প্রদেশকে সম্পূর্ণরূপে আপনার অধিকারভুক্ত করিয়া লইয়াছেন । সুতরাং অধিকারস্থত্রে অষ্ট্ৰীয়ার স্বত্ত্ব নিরঙ্কুশ রহিয়াছে ইহা সুনিশ্চিত। বস্তুতঃ প্রথম অধিকার হায়তই হউক বা অষ্ঠায়তই হউক, জগতে সকল জাতিই আপনার অধিকৃত কোনও স্থানই স্বেচ্ছায় ছাড়িয়া দিতে প্রস্তুত হয় না । ফুচ্যগ্ৰেণ স্বতীক্ষেণ ভিস্ততে যাচ মেদিনী । বিনা যুদ্ধং ন দপ্তামি পাণ্ডবভ্য পিতামহ । এই কথায় ফুৰ্য্যোধন পাগুবদিগকে উত্তর দিয়াছিলেন। তাহ জাগতিক ব্যাপারে চিরদিনই সত্য । রুষলার্ভ মিত্রতায় অষ্ট্রিয়ার বিপদ এতদ্ব্যতীত আরও একটি বিষয় উল্লেখ যোগ্য। সার্ভিয়া, মন্টিনিগ্রে প্রভৃতি সূJাভরাজ্যগুলি আয়তনে ক্ষুদ্র হইলেও छांबउँौ মাঘ, ১৩২১ উপেক্ষণীয় নহে। গত বলকান সমরে তুরস্ক বিজিত হইলে পর ম্যাসিডোনিয়া প্রভৃতি প্রদেশ বিজেতাগণের মধ্যে বিভক্ত হয় । তাহার ফলে সার্ডিয়া ও মন্টিনিগ্রে আয়তন ও জনসংখ্যায় প্রায় দ্বিগুণ হইয়া উঠিয়াছে। তাহ ছাড়িয়া দিলেও আরও একটা গুরুতর কথা আছে । বলকান প্রদেশে প্রাধান্ত লইয়। অষ্ট্ৰীয়া ও রুষিয়ার বিবাদ ইতিহাসে চিরপ্রসিদ্ধ। রুষিয়ার সহিত বলকান রাজ্যগুলির কি সম্বন্ধ তাহ পরে আলোচিত হইবে। সম্প্রতি আমরা দেখিতে পাই যে সার্ডিয়া ও মন্টিনিগ্রে রুষিয়ার বলে বলীয়ান হইয়াছে এবং সেই সাহসেই তাহার। অষ্ট্ৰীয়ার অধিকৃত বসনীয়া ও হাজগভিন প্রদেশ আপন রাজ্যান্তর্গত করিতে প্রয়াসী হইয়াছে। সুতরাং সব দিক হইতেই অষ্ট্ৰীয়াকে সাবধান থাকিতে হয়। তবে বর্তমান ব্যাপারে আমরা যতদূর বুঝিতে পারি তাহাতে বোধ হয় যে বসনীয়া ও হাজগিভিন প্রদেশে আপন অধিকার শুধু অক্ষুণ্ণ রাখিয়াই অষ্ট্রীয় সন্তুষ্ট হন নাই, বরং পূৰ্ব্বোক্ত খুন ব্যাপার উপলক্ষ্য করিয়া সার্ভিয়াকে চিরদিনের মত লুপ্ত করিয়া বলকান প্রদেশে আপন প্রভুত্ব বিস্তারেই গৃঢ়ভাবে কৃতসঙ্কল্প হইয়াছেন। সুতরাং সার্ভিয়ার পক্ষে এই যুদ্ধ যে ন্তায় যুদ্ধ, তাই আমরা অবগুই স্বীকার করিব । . (R) রুষিয়া এবং বলকান রাজ্যসমূহ . রুষিয়ার সহিত বলকান রাজ্যগুলির সম্বন্ধ মূলতঃ এই | প্রথম কথা,–বলকান
পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।