২৮শ বর্ষ, দশম সংখ্যা বালী অধিকাংশ লোকই স্যাভজাতীয় । রুষ সেই সুগভঙ্গতির সর্বপ্রধান শাখা। দেশ কাল ও দূরত্ব নিবন্ধন বহু পার্থক্য বিদ্যমান থাকিলেও স্ল্যাভজাতীয় জনসাধারণের ভিতর এক প্রবল স্বজাতীয়তা নিরস্তর প্রবাহিত আছে । এই আভ্যন্তরীণ ভাবের ztfą; 2:5èstor Pan slav movement বলে । সু্যাভজাতীয় সকল লোকের মধ্যে সৌহার্দ্য ও একত্ব সম্পাদনই এই আন্দোলনের উদেণ্ড । এখন স্বাধীন যুভ রাজ্যগুলির ভিতর রুধিয়াই সৰ্ব্বাপেক্ষ প্রতাপশালী । সুতরাং রুষিয়া সহজেই এই সুtভ আন্দোলনের নেতা হইয়াছেন এবং বলকান প্রদেশস্থ স্ল্যাভবংশীয়গণ এই জন্তই কৃষিয়ার মুখাপেক্ষী। সমধৰ্ম্মও এই সৌহার্দ্য বন্ধনকে অধিকতর সুদৃঢ় করিয়াছে। রুষ ও বলকানবাসীগণ উভয়েই গ্রীকচর্চ নামক খৃষ্টীয় সম্প্রদায়ের অনুবৰ্ত্তী। এই কাবণেও তাহদের সম্পর্ক এত নিকট । এস্থলে আরও একটী বিষয় বিচারণীয় । উনবিংশ শতাব্দির প্রারম্ভে সমস্ত বলকান দেশ তুরস্কের অধিকৃত এবং সমস্ত বলকান জাতি তুরস্কের প্রজা ছিল। রুমানিয়া, সার্ভিয়া, মন্টিনিগ্রে, গ্রীস বা বুলগেরিয়া কাহার ও স্বাধীন অস্তিত্ব ছিল না। তাহাদের স্বাধীনতা লাভ কতক আপন চেষ্টায় এবং কতক রুষের সহায়তায় সাধিত হইয়াছে। গঠ শতাবিতে রুষের সহিত তুরস্কের তিনটা যুদ্ধ হয়। প্রথম যুদ্ধের ফলে গ্রীস * गार्डिंग्राम दाशैनङां डूबन्न कटुंक बौकृङ ং দ্বিতীয় যুদ্ধে ইংলণ্ড ও ফ্রান্স তুরস্কের বপক্ষ হওয়ার রুষ পরাজিত হয়। কিন্তু বর্তমান ইউরোপীয় সমর yసి* এই পরাজয় সত্ত্বেও দুই বৎসরের মধ্যে মোলডেভিয়া ও ওয়ালচিয়া মিলিত হইয়৷ রুমানিয়া রাজ্যে পরিণত হয় । তাহার পরই ১৮৭৭-৭৮ অব্দে রুষ-তুরস্ক যুদ্ধ। ইহার ফলে সার্ভিয় ও গ্রীসের রাজাবৃদ্ধি এবং বুলগেরিয়ার স্বাধীনতা লাভ কৃষিয়া কর্তৃক সংঘটিত হয়। বিগত বলকান যুদ্ধেও রুষিয়া স্বয়ং যোগদান না দিয়াও সু্যাভজাতীয় রাজ্যগুলির পরম উপকার সাধন করিয়াছিলেন । কারণ তাহারই জন্ত সার্ভিয়া, মন্টিনিগ্রে প্রভৃতির রাজ্যবৃদ্ধি সম্বন্ধে অষ্ট্ৰীয়া বিরোধী হইতে পারেন নাই । পরিশেষে আমরা দেখিতে পাই যে রুষিয়ার সহিত বলকান রাজ্য সমূহের সম্বন্ধ অতি নিকট । তাহার রুষিয়ার একজাতীয় একধৰ্ম্মাবলম্বী এবং অনেকেই স্বীয় স্বাধীনতা লাভে রুষিয়ার নিকট চিরঋণী । এ দিকে বহিঃস্থ শক্ররও অভাব নাই। অষ্ট্ৰীয়া রুষিয়ার বিরোধী এবং বলকান রাজ্য গুলিরও সহিত র্তাহার বিরোধ উপস্থিত হইয়াছে। সুতরাং অষ্ট্ৰীয়া সার্ডিয়াকে আক্রমণ করিলে ব্যাপার কতদূর গড়াইবে তাহা অনেকে পূর্বেই বুঝিতে পারিয়াছিলেন। ফলতঃ সার্ভিয়া আক্রান্ত হইবামাত্র রুষিয়া সশস্ত্র দণ্ডায়মান হইলেন। মন্টিানগ্রে সমজাতি সার্ভিয়ার সহিত যোগ দিলেন । এমন কি রুমানিয়া ও বুলগেরিয়াও আপন আপন ক্ষুদ্র বিবাদ মিটাইয়া এই স্বজাতিযুদ্ধে যোগ দিবেন বলিয়া বোধ হয় । (o) জৰ্ম্মণি, অষ্ট্ৰীয়া ও রুষিয়া অতঃপর জন্মণি কেন অষ্ট্ৰীয়ার সহায়
পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।