পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4۔4 : եֆե হুইয়াছেন দেখিতে হইবে। ইতিহাসে দেখিতে পাই যে অষ্ট্রীয় ও প্রসিয়া পরম শত্রু ছিলেন । তখন জৰ্ম্মণি নামে কোনও স্বতন্ত্র রাষ্ট্র ছিল না । তৎকালে জৰ্ম্মণভাষী জনসমূহ বহুসংখ্যক স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। তাহীদের মধ্যে প্রাধান্তহেতু অষ্ট্রীয় ও প্রমিয়ার প্রবল দ্বন্দ্ব উপস্থিত হয়। বিসমার্কের রাজনীতি কৌশলে এবং মণ্ট কির রণদক্ষতায় প্রসিয়া বিজয় লাভ করিলেন। তখন উত্তর, জৰ্ম্মণির সমুদয় রাজ্যগুলি প্রসিয়ার প্রাধান্ত স্বীকার করিলে North German confederation offès. হয় । দক্ষিণ জৰ্ম্মণিস্থিত রাজ্যগুলিও এই যুক্তরাজ্যের সহিত সখ্য স্থাপন করি - লেন। ফলতঃ জৰ্ম্মণ দেশে প্রসিয়া সৰ্ব্ব প্রধান হইলেন এবং অষ্ট্রীয় পূৰ্ব্বাধিকার হইতে বহিস্কৃত হইলেন। ইহাতে অষ্ট্ৰীয়া ও প্রসিয়ার মধ্যে চিরবিরোধ হইবারই কথা । কিন্তু কাৰ্য্যতঃ তাহ হইল না। বিসমার্কের দ্যায় কুশলী রাজনৈতিক জগতে অতি বিরল। তিনি অষ্ট্ৰীয়াকে মিত্রভাবাপন্ন করিতে সচেষ্ট হইলেন। কালক্রমে র্তাহার সাহায্যে বলকান. প্রদেশস্থ বসনীয়া ও হাজগভিন অষ্ট্ৰীয়ার করতলগত হইল। পরিশেষে অষ্ট্ৰীয়া পূৰ্ব্ব শত্রু তা বিসর্জন দিয়া জৰ্ম্মণির পরম মিত্র হইয়া দাড়াইলেন। উনবিংশ শতাব্দির পূৰ্ব্বাদ্ধে অষ্ট্ৰীয়ার সহিত রুধিয়ার সৌহার্দ্য সংস্থাপিত হইয়াছিল। কিন্তু ক্রীমীয় যুদ্ধের সময় যখন রুষিয়া ইংলণ্ড, ফ্রান্স ও তুরস্ক কর্তৃক এককালে আক্রান্ত হইলেন, তখন মিত্ররাজ অষ্ট্ৰীয়ার সহায়তা প্রত্যাশা করিয়া আশাহত হন। अबउँौ دهه در ইহাতে রুষের মনে অষ্ট্ৰীয়ার উপর বিদ্বেষসঞ্চার হয়। পরে ১৮৭৮ সালে রুম তুরস্ক যুদ্ধের অবসানে অষ্ট্ৰীয়া বস্নীয় ও হাজর্গভিন অধিকার করিয়া বসিলেন। কিন্তু অশেষ লোকক্ষয় ও অর্থব্যয় করিয়াও রুষিয়ার তেমন কিছু লাভ হইল না। এই ঘটনা হইতেই রুষ ও অষ্ট্ৰীয়ার মধ্যে শক্রতার স্বত্রপাত হইল। পরে অষ্ট্রীয় ও রুষিয়া উভয়ই বলকান দেশীয় রাজ্যগুলির উপর স্বকীয় প্রাধান্ত বিস্তার করিতে যত্ন আরম্ভ করিলেন। শীঘ্রই উভয়ের মধ্যে সংঘর্ষ উপস্থিত হইল। কিন্তু রুযিয়া অতিশয় প্রবল প্রতাপ । সুতরাং অষ্ট্ৰীয়া জৰ্ম্মণির সহায়তা ক্রমশঃ অধিকতর আবশু্যকীয় মনে করিতে লাগিলেন । অপর দিকে আরও একটা পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত হইল। প্রসিয়৷ প্রথমতঃ অষ্ট্ৰীয়াকে বহিষ্করণ পূৰ্ব্বক উত্তর জৰ্ম্মণীর রাষ্ট্রসমূহের একীকরণ করিলেন (১৮৬৬ )। তাহার চারি বৎসর পরেই ফ্রান্সের বিজয় সাধন হইলে উত্তর ও দক্ষিণ জণিস্থিত সমুদয় রাষ্ট্রের একীকরণ সংঘটিত হইল। তখন জৰ্ম্মণ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হইয়া ইউরোপের স্থলভাগে অদ্বিতীয়তা লাভ করিল। রুষিয়ার তৎকালীন সম্রাটু দ্বিতীয় আলেক্জান্দার জন্মণ সম্রাটের পরম বন্ধু ছিলেন। তিনি বিপক্ষ হইলে জৰ্ম্মণ সাম্রাজ্য কখনই প্রতিষ্ঠিত হইত না। কিন্তু কিছুকাল গত হইলে রুষিয় বেশ, বুঝিতে পারিলেন যে ইউরোপে জৰ্ম্মণির সাৰ্ব্বভৌমত্ব বাঞ্ছনীয় নহে। পরে বলকান ব্যাপাণে জৰ্ম্মণি রুষিয়ার বিপক্ষে অষ্ট্ৰীয়াকে সাহায্য