পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 е е & হয়। ১৪১৫ বৎসর মাত্র পূর্বে ফ্রান্স ও রুষিয়ার সহিত ইংলণ্ডের যুদ্ধ সম্ভাবনাই সকলের বিচারণীয় ছিল। কিন্তু অল্প কালের মধ্যেই রাজনৈতিক জগতে এক বিপৰ্য্যয় উপস্থিত হইল। জৰ্ম্মণি ইংলণ্ডের সহিত এক প্রবল ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বি তা আরম্ভ করিলেন। জৰ্ম্মণির আপন উপনিবেশ সংস্থাপনের ইচ্ছা হষ্টল। কিন্তু তদুপযোগী নাতিশীতোষ্ণ স্থানগুলি পূর্বেই ইংলণ্ডের অধিকৃত হওয়ায় জৰ্ম্মণির মনোরথ অসিদ্ধ রছিল। কালক্রমে জৰ্ম্মণি বুঝিলেন যে স্থলভাগে তাহার শক্তি অব্যাহত হইলেও জলে র্তাহার তদুপযোগী শক্তির অভাব হইয়াছে। তখন জাৰ্ম্মণি রণপোত-নিৰ্ম্মাণে বদ্ধপরিকর হইলেন। ইংলণ্ডকেও সতর্ক হইতে হইল। জৰ্ম্মণির শক্রতার সম্ভাবনা বিবেচনা করিয়া ইংলণ্ডের রাজপুরুষগণ ফরাসী ও রুষের সহিত বিবাদ মিটাইতে छांबउँौ মাঘ, ১৩২১ ও প্রতিপত্তি কমিয়া গেল। ফলে ফ্রান্স ও রুষিয়ার মিলিতশক্তি জৰ্ম্মণি-অষ্ট্ৰীয়া-ইটালি হইতে অপেক্ষাকৃত দুৰ্ব্বল বলিয়া প্রতিপন্ন হইল । সুতরাং উভয়েই ইংলণ্ডের মিত্রত। বাঞ্ছনীয় মনে করিলেন । ইংলণ্ডও তাহাতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। ১৯০৪ সালে ইংরাজের সহিত ফরাসীর এবং ১১০৭ সালে ইংরাজের সহিত রুষের যাবতীয় বিবাদ মিটান হইল । অতঃপর এই তিন রাজ্যের মিত্র ত৷ বৰ্দ্ধনশীল হইলে জৰ্ম্মণি ঐ স্বত্র ছিন্ন করিবার জন্য অবিরত চেষ্টা করিতে লাগিলেন। ১৯০৬ সালে মরোক্কো, ১৯০৮ সালে বসনিয়া হাজগিভিন এবং সালে পুনরায় মরোকো লষ্টয়া শক্তিসমুহের পরস্পৰ বিবাদ উপস্থিত হয়। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও ইংরাজ ফরাসী ও রুযের সখ্যতা ছিন্ন করিতে জৰ্ম্মণি অসমর্থ হন । আজ সেই মিত্রতাস্বত্রে এবং আপল্প বেলজিয়ামের 为忘}>> সচেষ্ট হইলেন। এদিকে রুষিয়া সেই সময় রক্ষার নিমিত্তই ইংলণ্ড যুদ্ধে ব্যাপৃত জাপানের নিকট পরাজিত হইয়া বিশেষ হইয়াছেন । ক্ষতিগ্রস্ত হইলেন। ইউরোপে তাহার প্রতাপ শ্ৰীকৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়। যোগীত্রয় (কাউণ্ট টলষ্টয় লিখিত গল্পের অনুবাদ ) আরচেন্‌জেল হইতে একজন ধৰ্ম্মপ্রচারক জাহাজে করিয়া সোলোভেটুস্কের মঠে যাইতে ছিলেন । সেই জাহাজে আরও কয়েকজন তীর্থযাত্রীও যাইতেছিল। • সমুদ্র পথে জাহাজখানি বেশ নিৰ্ব্বিবাদেই অগ্রসর হইতেছিল । বাতাস অনুকুল এবং প্রকৃতি শাস্ত থাকায় জাহাজের গতির কোন বিঘ্ন হয় নাই।: তীর্থযাত্রীরা ডেকের উপর বসিয়া কেইবা ভোজন করিতেছিল কেইবা পাঁচজন লোক লইয়া একটা গল্প ফাদিয়া