পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

०y४ ‘२ं, कांश्च गृ९९]| বসিয়াছিল। ধৰ্ম্মযাজক মহাশয়ও ডেকের উপর বেড়াইতেছিলেন। পদচারণা করিতে করিতে পুরোহিত মহাশয় দেখিলেন কতক গুলী লোক একটা জেলেকে ঘিরিয়া বসিয়া কি শুনিতেছে এবং জেলেট মধ্যে মধ্যে সাগরের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়৷ কি দেখাইতেছে । পুরোহিত মহাশয় দাড়াইয় জেলের নির্দিষ্ট সমুদ্রের দিকে দেখিলেন, —কিন্তু বিশেষ কিছুই দেখিতে পাইলেন না। সৌরকরশ্নাত উৰ্ম্মিমালা প্রেমভরে একের উপর অন্তে আসিয়া পড়িতেছে এইমাত্র দেখিলেন । তিনি জেলের কথা শুনিবার জন্ত তাহার নিকট আর একটু সরিয়া আসিয়া দাড়াইলেন ; কিন্তু লোকট। র্তাহাকে দেখিবামাত্র টুপী খুলিয়া নীরব হইল । তাহার দেখাদেখি সমবেত অন্ত সকলেও টুপী খুলিয়া পুরোহিত মহাশয়কে প্রণাম করিল । পুরোহিত মহাশয় তাহদের নীরব হইতে দেখিয়া বলিলেন,—“না না আমি তোমাদের বিরক্ত করতে আসিনি তোমরা কি বলছিলে তাই শুনতে এসেচি ।” সমবেত লোকগুলির মধ্যে একজন বণিক সাহস করিয়া বলিল,—“জেলে আমাদের যোগীর গল্প ব’লছিল।” পুরোহিত মহাশয় রেলিংএর কাছে একটা বাক্স দখল করিয়া প্রশ্ন করিলেন,— "কোন যোগী ? বল না কি ব’লছিলে, শামীর যে ভারি গুনতে ইচ্ছে হচ্ছে । আচ্ছ, তুমি দেখাচ্ছিলে কি ? আঙ্কে, ঐ যে দ্বীপ খানা”—এই বলিয়া জেলে সন্মুখে ঈষৎ দক্ষিণ পাশ্বে একটা যোগীত্রয় ఫిe') কৃষ্ণ বর্ণ দাগের দিকে অঙ্গুলি নির্দেশ &f&g |–“& –& &t* fę&qq qt? আত্মার নিৰ্ব্বাণ কল্পে তপস্ত করে ।” পুরোহিত তাহার নির্দেশ মত চাহিয়াও কিছু দেখিতে পাইলেন না ; বলিলেন,— "কই হে দ্বীপ . কোথা ? আমিত কিছু দেখতে পাচ্ছি না !”

  • আমার কাছে দাড়িয়ে সোজা দেখলে দেখতে পাবেন,—ঐ—ঐ দুরে । আচ্ছা একটা মেঘের মত কিছু দেখতে পাচ্ছেন ? ঠিক ওর নীচেই, একটু ব্যদিকে, দ্বীপের একটা অস্পষ্ট রেখা দেখা যাচ্ছে।—ঐ—ঐ খানটায় দ্বীপ ।”

ধৰ্ম্মযাজক মহাশয় বহুক্ষণ সেইদিকে চাহিয়া রহিলেন কিন্তু তাহার অনভ্যস্ত চক্ষুদ্বয় স্বৰ্য্যকরোজ্জল সমুদ্রোৰ্ম্মি ব্যতীত আর কিছুই দেখিতে পাইল না। "কই না বাপু আমি কিছুই দেখতে পেলুম না। যাক, আচ্ছ। এ যোগীরা কে ?” “ভারি পুণ্যাত্মা লোক ঠাকুর । অনেক দিন লোকের মুখে তাদের কথা শুনেছি কিন্তু দেখা আর ঘটে ওঠেনি ; এই গেল বছর তাদের স্বচক্ষে দেখে এসেছি ।” ७झे दणिब्रl cखएक श्रोझ श्रांज्ञख कब्रिज, —“একদিন মাছ ধরতে ধরতে রাত হ’য়ে গেল, আমি ত বেগতিক দেখে ঐ দ্বীপে গিয়ে উঠলুম ; যোগীদের আস্তানা কোথায় তা আমি কিছু জানতুম না । কোথায় যে উঠেছি তাও ঠাওর পেলুম না । সকাল বেলা জায়গা দেখবো ব’লে বেরুলুম ; पूबरङ पूबरङ ७को माम्ब्रि पूँज़्ज़ कांग्रह এসে দেখি একজন যোগী দাড়িয়ে আছেন ;