পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/২৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, দশম সংখ্যা এবং যোগীত্রয়ও তাঁহার সহিত কথাটা आवृद्धि कब्रिtणन । शर्ष६वैिरू ७रु१७ প্রস্তরের উপর উপবেশন করিয়া বলিতে লাগিলেন এবং বৃদ্ধ যোগীত্রয় সম্মুখে দাড়াইয়। তাছার বাক্যের আবৃত্তি করিয়া যাইতে লাগিলেন। সারাদিন ধরিয়া ধৰ্ম্মযাজক মহাশয় শ্রমস্বীকার করিলেন, এক কথা দশবার বিশবার এমন কি একশত বার বলিতে হইল ; যোগীরাও আবৃত্তি করিতে লাগিলেন । র্তাহার একটা ভুল করিলে পুরোহিত মহাশয় তাহার সংশোধন করিয়া পুনরায় গোড়া হইতে আরম্ভ করাইতে ছিলেন । যে পৰ্য্যন্ত না তাহারা আপন আপনি সমস্তটুকু আবৃত্তি করিতে শিথিলেন সে পৰ্য্যন্ত ধৰ্ম্মযাজক সে স্থান হইতে নড়িলেন না । দ্বিতীয় যোগীই সর্বপ্রথম আয়ত্ত করিলেন, এবং একাকী সবটুকু আবৃত্তি করিয়া গেলেন ধৰ্ম্মযাজক তাহাকে পুনঃ পুনঃ আবৃত্তি করিতে বলিলেন ; ক্রমে অন্ত দুইজনও প্রার্থন আয়ত্ত করিয়৷ ফেলিলেন । তখন প্রায় সন্ধ্য হইয়া আসিয়াছিল ; সম্মুখে বিশাল সমুদ্র হইতে ধীরে ধীরে চন্দ্র উদিত হইতেছিলেন। এইবার পুরোহিত মহাশয় প্রত্যাবর্তনের জন্ত উঠিলেন। তাহাঁদের নিকট বিদায় লইবার সময় তিনজনেই পুরোহিতমহাশয়কে সাষ্টাঙ্গে প্রণাম করিলেন। তাছাদিগকে তুলিয়া उिनि गान्नश् हूषन ज्ञान रुब्रिम्न दणिप्णन অতঃপর তাহারা যেন তাহার প্রদর্শিত পন্থায় উপাসনা করেন। তাহার পর তিনি বোটে করিয়া জাহাজে ফিরিয়া আসিলেন। ৰোগীত্রয় పేe? বোটে উঠিয়াও তিনি স্পষ্ট শুনিতে পাইতেছিলেন দ্বীপে যোগীত্রয় মিলিত কণ্ঠে ভগবান যীশুর উপাসনা করিতেছেন। জাহাজে উঠিয় তাহদের সে উচ্চ কণ্ঠ তিনি আর শুনিতে পাইলেন ন ৰটে কিন্তু চন্দ্রালোকে, তখনও তিনি তাহাদিগকে স্পষ্ট দেখিতে পাইতেছিলেন। তখনও র্তাহারা ঠিক তাহারই ইচ্ছানুরূপ দাড়াইয়া ছিলেন ; খৰ্ব্বাকৃতি ও র্তাহার পশ্চাতে তদপেক্ষা দীর্ঘকায় যোগী সারি বাধিয়া দণ্ডায়মান ৷ ধৰ্ম্মযাজক জাহাজে উঠিবামাত্র জাহাজ ছাড়িয়া দিল । পালে হাওয়া লাগায় পার্থীর মত দ্রুত জাহাজ ছুটিয়া চলিতে লাগিল। তিনি ডেকের উপর একখানি চেয়ার পাতিয় দ্বীপের দিকে চাহিয়া বসিয়া রছিলেন। আরও কিছুক্ষণ তিনি যোগীদিগকে দেখিতে পাইলেন তাহার পর ক্রমেই তাহাদের মূৰ্ত্তি অস্পষ্ট হইয়া আসিতে লাগিল। তখনও দ্বীপটী বেশ স্পষ্ট দেখা যাইতেছিল ক্রমে তাহাও অস্পষ্ট হইয়া মিলাষ্টয়া গেল; অবশিষ্ট রহিল কেবল চন্দ্রকরোজ্জল উৰ্ম্মিমালার তালে তালে নৰ্ত্তন ! তীর্থযাত্রীরা ডেকের উপর শয়ন করিয়া নিদ্রা যাইতেছিল ; চতুর্দিক নীরব। ধৰ্ম্মযাজকের শয়ন করিতে ইচ্ছা হইল না। তিনি পূৰ্ব্বস্থলে বসিয়া সেই দৃষ্টিপথৰছিভূত দ্বীপের অভিমুখে চাহিয়া যোগীবরের কথা ভাবিতে লাগিলেন। তিনি ভাবিতেছিলেন যোগীরা আজ উপাসনাপদ্ধতি শিথিয়া নিশ্চয়ই হৃদয়ে অভূতপূৰ্ব্ব আনন্দ লাভ করিয়াছেন । এমন দেবোপম লোককে শিক্ষা