পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సరిత, সহজেই অনুমান করিয়া লইতে পারে। যে সকল ভূমিতে গরু ঘোড়া ইত্যাদি তৃণজীবি.পশু চড়িয়া বেড়ায় সে সকল ভূমি সমতল এবং বোম্যান নামাইবার প্রকৃষ্ট স্থান বলিয়া উপর হইতেই জানিতে পারে। যখন এই শ্রেণীর পশুর একদিকে মুখ করিয়া চরিতেছে দেখা যায় তখন বুঝিতে পারে— হয় সে ভূমি একদিকে বিশেষ ঢালু অথবা প্রবল বাত্য একদিক হইতে প্রবাহিত হইয়| আসিতেছে । এইরূপ স্থলে বিমানবিহারীর অবতরণ তত নিরাপদ নহে। মাঠের প্রান্তদেশে নদী- কিম্ব। বনভূমি ব্যোমচারীর নিকট বিপদের চিহ্ন। কারণ এরূপ স্থান ঢালু হওয়ার আশঙ্ক,—সে স্থানে অবতরণ করতে গেলে—ব্যোমযান ভাঙ্গিয়া টুকরা টুকরা হইয়া যাইবার সম্ভাবনা । সুতরাং দেখা ভারতী মাধ, ১৩২১ যাইতেছে—অভিজ্ঞতা না থাকিলে বিপদ প্রতি পদে । দৌত্য এবং পর্য্যবেক্ষণ "এরোপ্লেনের" প্রধান কাৰ্য্য। এতদুদ্দেশ্যে বিমানবিহারী-সৈন্তদিগকে কিরূপ যত্বের সহিত শিক্ষা প্রদান করা হয় তাহ উপরে লিথিয়ছি। বোমানের পরিচালন, বায়ুর স্বভাব নির্ণয়, যন্ত্রপাতির ব্যবহার ইত্যাদি শিক্ষা করা ভিন্নও উহাদিগকে জল ও স্থলযুদ্ধ সম্বন্ধেও পূর্ণ পাণ্ডিত্য অর্জন করিতে হয়। শূন্যে বহু উচ্চে অবস্থান করিয়া শত্রুসৈন্যের গতিবিধি নির্ণয় করিতে হয় বলিয়৷ ইহাদের সম্পাদ্য কাৰ্য্য অত্যন্ত কঠিন । শূন্যে শূন্যে এক দেশ হইতে অন্য দেশে গমন করিতে হইলে ৩• • • হাজার ফিট পৰ্য্যন্ত উপরে উঠিলেই চলে কিন্তু শত্রুসৈন্যের উপর অবস্থান করিতে विभtनविशन्नैौब्र হাইড়ে এরোপ্লেন জলে নামাইয়া শূন্তে উড়াইবার আয়োজন হইতেছে। ৬• • • ফিট উচ্চে পৰ্য্যন্ত অবস্থান করিয়াছিলেন--তিনি হইলে অন্ততঃ ৬• • • ফিট উপরে সর্বদাই থাকিতে হয় নতুবা বিশেষ বিপদের আশঙ্ক। বৰ্ত্তমানকালে কোনো কোনে “উৰ্দ্ধমুখী কামান" ( High-angle gun or Anti-aircraft gun) &W3 to প্রণালীতে নিৰ্ম্মিত হইয়াছে যে শত্রুসৈন্যের উৰ্দ্ধে অবস্থিত বিমানবিহারীকে এই সকল কামানের আঘাত হইতে নিরাপদ থাকিতে হইলে অন্ততঃ ১১,০০০ ফিট পৰ্য্যস্ত উপরে উঠতে হয়। বর্তমান" যুদ্ধে কাপ্তান জলওয়াল্ড খণ্ট দুই জৰ্ম্মান সেনার বলিয়াছেন যে জাৰ্ম্মানদের কয়েকটি গোলা উtহার ব্যোমযানেরও ৩,৩০০ ফিট উপরে বিস্ফোরিত হইয়াছিল। ব্যোমযান যথেষ্ট পরিমাণ নিয়ে ( ভূমি হইতে প্রায় এক মাইল উপরে) অবস্থানকালেও তথা হইতে গর, ঘোড়া এমন কি সমুদ্রস্থিত প্রকাগু প্রকাগু যুদ্ধ জাহাজ গুলিও কাল কাল বিন্দুর ন্যয় প্রতীয়মান । হয় । বর্ণের পার্থক্য ত একেবারেই চোখে পড়ে না। যাহা হউক, এই সমস্ত অল্পবিধ দুধ