Rళి: অতি উজ্জ্বল জীলোক বিকিরণ করিতে থাকে। নিয়ে যে কোনো পদার্থের উপর উহা পতিত হয় তাহাই জ্বলিয়া ভস্মীভূত হইয়া যায় ; এতদ্ব্যতীত উছার উজ্জ্বল আলোকে বিমানচার রাত্রির অন্ধকারেও নিম্নের জিনিস উত্তমরূপ লক্ষ্য করিয়া গুলি ছুড়িতে পারে। বোমধান হইতে একরূপ সার্চলাইটও ৫ • • ফিট নিম্ন পৰ্য্যন্ত বুলাইয় দেওয়া হয় উহার আলোকে ব্যোমবিহারী ঠিক মত লক্ষ্য সন্ধান করিতে পারে। কিন্তু সার্চলাইটের উজ্জ্বল আলোকে দিশাহারা হইয়া নিম্ন হইতে ব্যোমযানকে কেহ লক্ষ্য করিতে পারে না। জানের আর একরূপ বোমা আবিষ্কার কবিয়াছেন এগুলি ব্যোমযান হইতে নিক্ষিপ্ত হইবামাত্র ধূমে চারিদিক আচ্ছন্ন করিয়া ফেলে এবং সেই স্বযোগে ধূমের অন্তরালে থাকিয়া অলক্ষ্যে বিমানচারী শত্রুসৈন্যের অগোচরে পলায়ন করিতে সমর্থ হয়। আরো ভয়ানক এক প্রকার বোমা নিৰ্ম্মিত হইয়াছে এগুলি বিক্ষরিত হইল যে বিষাক্ত বাপ উদগীরণ করে তাহ নিম্নে চারিদিকে বিস্তৃত হইয়৷ छjङ्गडी • মাঘ, ১৩২১ ১•• গজ পর্য্যস্ত যে কোনও প্রাণী থাকে ভাহাদিগকেই মৃত্যুমুখে প্রেরণ করে । শূন্যশত্রু নিধন কল্পে যেমন “উৰ্দ্ধমুখী কামান" (anti aircraft guns) fifís onto of জাপানীরা এই উদ্বেপ্তে একপ্রকার ৰোমাও নিৰ্ম্মাণু করিয়াছেন। টােকিও সহরের নিকট একস্থানে একটা বেলুনে একটা কুকুর রাখিয় সে বেলুন উপরে উড়াইবার পর একটী রাসায়নিক বোম আকাশে নিক্ষিপ্ত হইয়াছিল। বোমাট বেলুনটর ৩• ফিট নিয়ে বিক্ষরিত হইয়াছিল। বোম বিষ্ফরিত হওয়ার কয়েক মিনিট পর বেলুনটাকে নামাইয়া দেখা গেল কুকুরটর জীবলীলা সাঙ্গ হইয়াছে। সুখের বিষয় এই ভয়ানক বোমা ২• • • ফিটের অধিক উৰ্দ্ধে পৌছান সম্ভবপর হয় নাই। বিমানবিহারীর পৃথিবী হইতে ৬••• হইতে ১০,••• ফিট উচ্চে অবস্থান-করিয়া সহজেই এই প্রকার বোমীর হাত হইতে নিষ্কৃতি পাইতে পারে। শ্ৰীমুধাংশু কুমার চৌধুরী। নবাব দশম পরিচ্ছেদ সদম্ভ-নিৰ্ব্বাচন । 繪 *পজোনিগ্রেী । কসিকা ।” মৰ্ম্ম জুজ, আজ ক'দিন পরে আপনাকে এই চিঠিখানি লেখবার অবসর পেয়েছি । আজ পাঁচ দিন হল আমরা কলিকায় এসেছি, কিন্তু এসে অবধি এত কাগজ-পত্র দেখা, মিটিং করা, দলিল-দস্তাবেজে সই, পথ-ঘাট দেখা, মজলিস করার হাঙ্গামে মেতে আছি ষে এক ছত্র চিঠি অবধি আপনাকে লেখবার সময় পাইনি। আপনাদের সঙ্গে প্রায় দু’হপ্ত। দেখা হয়নি,—যাই হোক—আর বেশীদিন আদর্শনে থাকচি না ; শীঘ্রই ফিরবো। পরপ্ত কর্সিকা ছেড়ে একেবারে সটান্ পারিতেই যাব-পথে আর কোথাও নামতে হবে না । তারপর এই নিৰ্ব্বাচনের ব্যাপার!— সেদিকটায়, বলতে গেলে, আমাদের কাজ বেশ গুছিয়েই ফেলেছি। তবে ঐ যে এখানকার কাজ-কারবারের বিজ্ঞাপনে ওখানকার কখানা কাগজ লোককে যে রাম गन्। प्ञि cबफूोरष्इ-क्षब्र इक्केब्र (गुप्त
পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।