পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఉచిత్ర یہ’’ কোশে দুই বিন্দু অশ্র ফুটিয়া উঠিল। তিনি একটা দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া গেরির কক্ষাভিমুখে চলিলেন। গেরি তখন কতকগুলা কাগজ-পত্র তাড় फब्रिब्रl ७झांझेब्रl वैशिष्ङछ्णि-श्ठां९ नवांव८क দেখিয়া তাহার হাত কঁাপিয়া উঠিল। নবাব ডাকিলেন, “পল—“ গেরি সসন্ত্রমে নবাবের দিকে ফিরিয়া नैम्निहेिण -उांशग्न मृष्टि नउ । নবাব ঘরের দ্বারটা ভেজাইয়া দিলেন, পরে কছিলেন, “তুমি চলে যাচ্ছ, পল ?” গেরি কোন উত্তর দিল না ; তাহার বুকের মধ্যে কি -একটা ঠেলিয়া ফুলিয়৷ উঠতেছিল । নবাব আবার কহিলেন, “কিন্তু একটা কথা, সত্য করে বল পল, এই ষে পারির এক কোণে আমার নামে আজ একটা কুৎসা জেগে উঠেছে, সেই শুনেই আমার উপর ঘৃণা করে তুমি চলে যাচ্ছ, না, আর কোন কারণে যাচ্ছ ? বল,— এ কথাটুকু শোনবার বোধ হয় আমার অধিকার আছে, পল-কেন না, তুমি নিজেই বলেছ, আমায় তুমি নিজের বাপের মতই ভাল বাস।” পল বলিল, তাহার চিঠিতেই সে চলিয়া ধাইবার কারণ কি তাহ খুলিয়া বলিয়াছে एठ-डांश् छ्ॉज्जां यद्देिवांझ ञांझ विउँौग्न কারণ নাই । নবাব কহিলেন, “তবে শোন পল, তোমায় এক নতুন কথা বলি। তোমার চিঠি আমি পড়েছি—এ চিঠি তোমারই যোগ্য হয়েছে। তুমি ঠিকই বলেছ, পলু, এই পারি সহক্সটাকে আমি যে রকম

छांब्राउँौ

মাখ, ১৩২১ ভাবতুম, সে রকম সে মোটেই নয়। এ যেন রাক্ষসীর মতই দিবারাত্র ই করে আছে । চারিধারে ষড়যন্ত্র-চারিধারে ফনীবাজী চলেছে । আমি এখানে এমন একজন বন্ধু খুঁজছিলুম, যে আমায় এই সব দারুণ ষড়যন্ত্র থেকে রক্ষা করে—এই সব ফন্দীবাজ লুঠের-ছাত থেকে বঁচিয়ে রাখে। ভগবান তাই তোমায় জুটিয়ে দিয়েছেন। পল, সহরের যত হতভাগা তাদের জুতোর কাদা আমার ঘরের কাপেটে এসে মুছে গেছে, সে কাদা আমায় সাফ করতেই হবে। রাজ্যের জঞ্জালে আমার ঘর ভরে আছে— সে জঞ্জাল শক্ত হাতে সরাতে হবে। কিন্তু এ জঞ্জাল সাফ করা আমার একার কাজ নয়। তাতে তোমারও সাহায্য চাই । কিন্তু কিছুদিন সবুর কর—একবার এই ডেপুটিটা হয়ে নি,—কসিকার ডেপুটি । আর সেই ডেপুটিগিরি পেতে হলে এই সব চোরগুলোকে হাতে রাখা চাই—শুধু সেই কটা দিন তুমি ধৈর্য্য ধরে থাকে, তার পর সব বোঝা-পড়া হবে । ত-ছাড়া ডেপুটি না হলেও চলবে না। কারণ আছে, শোন। তুমি জানে, বে-কে সেদিন অগাধ টাকা ধার দিয়েছি। সে টাকা শোধ করবার তার ত মতলবই নেই। সে টাকা চাওয়ায় উণ্টে সে আশি লক্ষ টাকার দাবী করেছে—বলে, এ টাকা তার ভাইকে ঠকিয়ে ভুলিয়ে আমি আত্মসাৎ করেছি—বুঝলে ? কিন্তু ভগবান জানেন, সে আমার স্তায্য পাওন কড়ি ; গতর খাটিয়ে মাথার ঘাম পারে ফেলে রোজগার করা। আমি কমিশন