পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, দশম সংখ্যা এবং যাহারা কোন এক উপনিবেশ স্থাপন করিয়াছে, সেই প্রত্যেক উপনিবেশ তাহাদের মৰ্ম্মভাবটি রক্ষা করিতেছে।—হৌক তাহার “পুরিটান,” হৌক তাহারা নগরের “বুজোয়া” কিংবা কাঞ্চন-অম্বেষীর দল। महे প্রকার সমন্বয়ের প্রভাবেই এই জটিলতাপূর্ণ সাম্রাজ্য সংরক্ষিত হইতেছেও শ্ৰীবৃদ্ধি লাভ করিতে সমর্থ হইতেছে। কিন্তু ইংরাজের ওলন্দাজ- দিগের দৃষ্টান্ত অনুসরণ করে নাই। ইংরাজের দেশীয় লোকদিগকে সভ্য করিবার জন্ত প্রাণপণ চেষ্টা করিতেছে, এবং ইংলণ্ডের উদার প্রতিষ্ঠানাদি দ্বারাই সভ্যতা বিস্তার করিতেছে। কলম্বস্ ভাস্কো-ডি গামা, লিজারে, ছুপ্লে ইহার যেরূপ কীৰ্ত্তিসমুজ্জল অপরিসীম সৌভাগ্যসম্পদ অর্জনের চেষ্টা করিয়াছিলেন, ইংলণ্ডের উপনিবেশ বিস্তারে সেরূপ সৌভাগ্যসম্পদ অর্জিত হইল না । রিশলিউর অথবা পিটর দি গ্রেটের কল্পিত দানপত্রে যে সকল ভাবী বিরাট সঙ্কল্প সমূহের বিবরণ দেখিতে পাওয়া যায়, ইংলণ্ডের উপনিবেশ বিস্তারে, সেরূপ কোন সঙ্কল্পের আভাস পাওয়া যায় না । এই উপনিবেশ বিস্তারের কাজ—“দিন খাটুনির” কাজ, প্রতি দিনের কাজ। দার্শনিক-দৃষ্টিতে বিচার করিলে, ইহার মধ্যে বহুল অসঙ্গতি পরিলক্ষিত হয়। কখন বা নৈরাপ্তের আবেশ, কখন বা উন্মত্ত ঔদ্ধত্য ; আজ বিশ্বমানব-প্রীতি, কাল পাশব নৃশংসতা ; কিন্তু এই আত্মচেতনাবিরহিত কাৰ্য্য প্রকৃতির কাৰ্য্যকলাপকে স্মরণ করাইয়া দেয়। এই অলঙ্গড়ির মধ্যেও বলের পরিচয়, সহজ আধুনিক ভারত ఉ8రి সংস্কারগত ধ্রুবত্বের পরিচয় পাওয়৷ १ोंध्र । अछाछ छांठिब्रl, अष्ट्रक बरगंब उitद, গৰ্ব্বের ভাবে, এমন কি, স্বকীয় রাষ্ট্রনৈতিক শক্তিবদ্ধনের অভিলাষে, স্বকীয় ভাষা ༦བྱ রীতিনীতির প্রত্নাব বিস্তারের অভিপ্রায়ে, উপনিবেশ স্থাপন করিয়াছে। ইংরাজের পূর্বতন ফিনিসীয়দিগের দ্যায় উপনিবেশ স্থাপন করিয়াছে ; কেননা, ইংলণ্ডের পক্ষে, অথবা প্রত্যেক দেশান্তর-যাত্রীর পক্ষে ইহা জীবন মহণের কথা ! দক্ষিণ আফ্রিকা ও এসিয়:র সমস্ত যুরোপীয় আবিষ্কৃত দেশ, পোটুগীদের দ্বার বিজিত হইয়াছিল। পরে, ওলন্দাজের পোটুগীদের নিকট হইতে ঐ সকল দেশ কাড়িয়া লয় ; তাহারা আবার ঐ সকল দেশ ইংরাজের হস্তে সমর্পণ করিতে বাধ্য হইয়াছিল। ফলতঃ এই তিন জাতির প্রণালীই উপনিবেশের তিন বৃহৎ প্রণালী। যথা :সামরিক বিজয়-সাধন, বাণিজ্যের দ্বারা কোন দেশের ধন শোষণ, এবং দেশশাসনের সুব্যবস্থা। এই সভ্যতা বেরূপ পরপর বিকাশ লাভ করিয়াছিল, এই তিন প্রণালী সেই বিকাশের অনুরূপ । এষ্টরূপে, যে ত্তিন বিভিন্ন জাতির প্রকৃতি এই তিন বিভিন্ন সভ্যতার প্রকৃষ্ট পরিচায়ক, সেই তিন জাতিই পৰ্য্যায়ক্রমে এসিয়া ও আফ্রিকায় উপনিবেশ স্থাপন করিয়াছে। ইংরেজই শেষে অন্তান্ত যুরোপীয় শক্তিকে পরাভূত করিয়া সমস্ত জয় করিল। ফলতঃ ইংলণ্ডই ভারতের সহিত একটা বিশেষ বন্ধন স্বত্রে আবদ্ধ হইল, তাহার জন্য আবণ্ডক