পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ8ఆ গিয়া দেখিল টোলের ঘরে একখানি শতরঞ্চ বিছাইয় নবকিশোর বসিয়া পড়িতেছে। বিপিন বুঝিল বিক্ষুব্ধ চিত্তকে শান্ত করিবার এই আয়োজন । --> -- বিপিনকে দেখিয়া বই বন্ধ করিয়া হাসিয়া নবকিশোর বলিল—শুনেছ ? —শুনেছি। কিন্তু ব্যাপার কি ? —বস । বলছি। বিপিনকে পাশে বসাইয়া নবকিশোর আছোপাস্ত সমস্ত বলিল শুনিয়া বিপিন হাসিয়া বলিগ—এই ! আমি মনে করলাম না জানি কি মহামারী ব্যাপার । কিন্তু যাই হোক, আমাদের এই প্রথম মোহুড়ায় একটা এরকম বাধা ওঠা সুবিধের হল না । তুমি অতটা না করলেই পারতে ; কিন্তু স্থান কাল বিবেচনা করে কাজ করা তোমার কুষ্ঠিতে লেখে না জানি । তবু অল্পে অল্পে রইয়ে সইয়ে আমাদের মত প্রচার করলে ভালো হত । নবকিশোর জোর দিয়া বলিয়া উঠিল— ককৃখনো না । ভগবানের স্বরূপের মধ্যে প্রথমেই ঋষির নির্দেশ করেছেন যে তিনি সত্যং। এই সত্যকে জীবনে স্বীকার করতে না পারলে কিছুই হল না। যা সত্য তা চিরকাল খাটি, খোলাখুলি সাদাসিধে ; তার সঙ্গে আধাআধি রফা করা চলে না। ষে রফা করে’ সকল দিক বঁচিয়ে চলতে চায় সে কখনো সত্যকে ত পায়ই না, অধিকন্তু যে অসত্যের খাতিরে সত্যের সঙ্গে রফা করে সেই অসত্য उां८कहे श्रांर्थम्न করে বেঁচে থাকে কেবল তাকেই লজ্জা আর ধিক্কার দেবার জন্তে । छांब्रउँौ মাধ, ১৩২১ নবকিশোরের বজ্রনিনাদ শুনিয়া বিপিন ক্ষণেক স্তম্ভিত হইয়া থাকিয়া বলিল—তা ঠিক । জ্যাঠা মশায়ের মধ্যে যে এতখানি উদারতা প্রচ্ছন্ন ছিল তা আজ তোমার দ্বারা উদঘাটিত হল। নবকিশোর হা হা করিয়া হাসিয়া বলিল-ই আমি যে একটুও উদার হতে পেরেছি, তার আদি কারণ আজ আবিষ্কার হল । বিপিন বলিল-বাবা তোমাদের একঘরে করেছেন ; কিন্তু আমি ত তোমাদের ত্যাগ করতে পারব না ; আমি ত তোমারই দোসর ! আমি তোমার সঙ্গে এসেই একঘরে হয়ে থাকব । নবকিশোর বিপিনের কাধের উপর হাত দিয়া বলিল-দুর পাগল ! এত নিস্ক্রিয় ভাবে একঘরে হবার সাধ কেন ? যে ব্রত গ্ৰহণ করেছ করে যাও । আপনিই একঘরে হবে, কিছু চেষ্টা করতে হবে না।—বলিয়া নবকিশোর উচ্চরবে হাসিতে লাগিল । বিপিন বলিল—চল একবার জ্যাঠমশায় জ্যেঠিমকে প্রণাম করে যাই। —যেয়ে, এত তাড়াতাড়ি কেন ? একঘরের ঘরে বেশিক্ষণ থাকতে ভয় হচ্ছে ?—বলিয়া নবকিশোর আবার জোরে হাসিয়া উঠিল। বিপিন লজ্জিত হইয়া বলিল-দ্যাংটার আবার বটুপাড়ের ভয় কি! কিন্তু মালতী তোমার খবর পাবার জন্তে বড় উৎকণ্ঠিত হয়ে আছে। সে সত্যি তোমায় খুব ভালোবাসে ।