পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ও৮শ বর্ষ, শিম সংখ্যা {३(शन् ििन्न्न निर्बु५ ग्र(९१ एशिग्रु কোলে করিয়া যখন মালতীকে ডাকিতে চলিল তখন তাহাতে বিনিরও আনন্দ ছাড়া আপত্তি দেখা গেল না । বিপিন খুড়িমার ঘরের কাছে গিয়৷ ডাকিল—খুড়িমা । 鬱 খুড়িমা বলিলেন—এস বাবা । বিপিন ঘরের মধ্যে গেল। খুড়িমা বসিয়া মালাজপ করিতেছেন, মালতী চুপ করিয়া পাশে বসিয়া আছে। মালতী একবার চকিতে বিপিনের দিকে চাহিয়া মাথা নত কঞ্চিল, তাহার গাল দুটি লাল হইয়া উঠিল । সেই চকিত দৃষ্টিতেই বিপিনের চেখে মালতীর লজ্জা ধরা পড়িল ; বিপিনেরও মুখ লজ্জায় অপ্রতিভ হইয়া গেল। বিপিন ঢোক গিলিয়া বলিল—খুড়িমা, আজ যে বড় আমার পড়া শুনতে যাওনি ? ভালো লাগে না বুঝি ? --ভালো খুবই লাগে বাবা। একে মহাভারত, তায় তোমার মুখে শোনা, ভালে লাগবে না ? কিন্তু বাবা, আমি जांब्र किडून भाषा थांकद न ; छूमि नब्र করে আশ্রয় দিয়েছ ; তোমায় প্রাতঃবাক্যে আশীৰ্ব্বাদ করে একবেল ছুটি হবিষ্যি করতে পেলেই যথেষ্ট মনে করব। খুড়িমার চোখ ছলছল করিতে লাগিল । বিপিন হাসিয়া বলিল—খুড়িমা, তোমায় আশ্রয় দিয়েছি আমি ? আগে তুমি, ন, আগে আমি । আগে তুমি এক বাড়ীতে ছিলে, একলাটি ; সেখান থেকে এসে তোমার ছেলের কাছে আছ । এই প্রভেদ । স্রোত্তের ফুল సిటరి এ বাড়াও ত তোমারই খুড়িম। এখানেও এসে একলাটি থাকবে ? তা হবে না, চল । খুড়িমা সজল স্নিগ্ধ দৃষ্টিতে বিপিনের দিকে চাহিয়া বলিলেন—আমি যাব না বাবা ; আমি এই জপ করতে বসেছি । —আচ্ছ, তুমি জপ সেরে যেয়ে । কিন্তু মালতীর ত মালাজপে তেমন অমুরগি দেখছি নে। মালতী তুমি চল । মালতী নিরুত্তরে নতমুখে বসিয়া রহিল। খুড়িম অর্থপূর্ণ দৃষ্টিতে বিপিনের মুখের দিকে চাহিলেন। বিপিন লজ্জায় লাল হুইয়া উঠিল, তথাপি জোর করিয়া সহজ ভাবেই বলিল—সেইজন্তেই ত আরে! যাওয়া উচিত খুড়িম। প্রকাশকে ভয় করে পাপ ; নির্দোষ যে সে অপবাদকে গ্রাহ করবে কেন ...চল মালতী, তোমায় যেতে হবে। মালতীর মুখখানি অরুণোদয়ে শতদল পদ্মের মতে সলজ্জস্মিতহাস্তে বিকশিত হইয়া উঠিল। সে চোখের উপর দীর্ঘপক্ষ্মরাজির অবগুণ্ঠন টানিয়া মৃদ্ধকম্পিত কণ্ঠে বলিল—আপনি চলুন, আমি যাচ্ছি । বিনি বিপিনের কোল হইতে নামিয়া মালতীর হাত ধরিয়া টানিতে টানিতে বলিল—মাতী দিদি, বলদ দাকে, তল । মালতী বিনিকে কোলে করিয়া বিপিনের পশ্চাতে ঘর হইতে বাহির হইল। খুড়িম নিম্পন্দ নিৰ্ব্বাক বসিয়া মালাজপ করিতে লাগিলেন । বিপিন ফিরিয়া আসিয়া দেখিল সকলেই অপেক্ষা করিতেছে। গিল্পিও আসিয়াছেন. বিপিন নিজের আসনে বলিয়া বলিল-কাল