পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮ঞ্জ বর্ষ, দশম সংখ্যা कि उItण भएन झ्म्न न : अन्न भूष्ट्रिभो पि লেখাপড়া জানতেন তা হলে তার জমিদারী তিনি নিজেই দেখতেন, অন্ত কাউকে কষ্ট করতে হত না । মালতী ও খুড়িমার প্রতি র্তাহীদের দুর্ব্যবহারের কথা প্রকারান্তরে স্মরণ করাইয়া দেওয়াতে গিল্পি বিপিনের প্রতি বিরক্ত হষ্টয়া বলিলেন—তোর ত রাতদিন শুধু খুড়িমা আর মালতীরই চিন্তা ! সকল তাতেই তাদেরই তুলনা ! তুই তাদের নিয়েই তবে থাক, তাদেরই লেখাপড়া শেখা, আমাদের নিয়ে টানাটানি করিস কেন ?— বলিয়া গিন্নি মুখ ভার করিয়া বসলেন । বিপিন হাসিয়া বলিল—ওঁদের তু শেখাবই, কিন্তু তোমাদেরও টনাটানি করতে ছাড়ব নাকি । আমি তোমারই ত ছেলে, জান ত তোমারই মতন একগুঁয়ে ! বিপিনের একটু মেহের স্পর্শে গিরি আবার প্রসন্ন হুইয়া বলিলেন—তুই কি চিরকাল ছেলেমানুষই থাকবি ? জয় গিল্পকে প্রসন্ন দেখিয়া বিপিনের প্রসন্নতা লাভ করিবার জন্ত বলিল-আচ্ছা বিপিন, আমি ত বিধবা মানুষ, আমি তোমার কাছে পড়ব, আমার ত কোনো ভয় নেই। বিপিন ঘৃণাভর দৃষ্টিতে শুধু একবার তাহার দিকে তাকাইয়া মুখ অন্ত দিকে ফিরাইয়া লইয়া বলিল-ক্ষমা, তোদের পড়তে হবে । বুঝলি ? কাল থেকেই। তোৰ কে কতদুর পড়েছিলি, একটু . আধটু কিছু গানিস, না, একেবারে ক খ থেকে আরম্ভ सिमएउ श्रव । স্রোতের ফুল att বিপিনের উপেক্ষা গ্রাহ না করিয়া জয়৷ বেশ স প্রতিভ ভাবেই বলিল—আমি আর দিদি পেরথম ভাগ থেকেই আরম্ভ করব । আর সবাই একটু আধটু তবু জানে। বিপন বলিল—কাল থেকে আমারের পাঠশাল খোলা যাবে। বেীর ঘনি আমার কাছে পড়তে লজ্জা করে তবে তাদের মালতী পড়াবে ...মালতী তুমি কি পড়বে ? তোমার যে বই দরকার হবে যখন খুলি আমার ঘর থেকে, নিয়ে এসে পড়বে। এমনি জোর করিয়৷ বিপিন মালতীর সহিত আপনার পরিচয়টা সহজ করিয়া তুলিতে চাহিতেছে বুঝিয় মালতী ঈষৎ ঘাড় নাড়িয়া সম্মতি জ্ঞাপন করিল। বিপিন তথন উৎফুল্ল ভাবে মহাভারত পাঠ আরম্ভ করিল। এমন সময় রোহিণী আসিয়া বলিল— মা, দু৭েজি বলে মাইজীকে বল ঘরামি এসেছে । —স্থ, ঐ গোয়ালঘরের পাশে একখানা চালা তৈরি করে দিতে বলগে। বিপিন জিজ্ঞাসা করিল—ওখানে চালা কি হবে মা ? —আঁতুড় হবে । পাচুর মার হবে কিনা তাই । পচুর মা আর একটু ঘোমটা টানিয়া মাথা নত করিল ৷ বিপিন বলিল—কি সৰ্ব্বনাশ ! এই আজ বাদে কাল ছেলে হবে, ঐ স্যাত কুঁড়ে ঘরে, গোয়ালের পাশে, পুকুর পাড়ে, বাড়ীর বড় নর্দমাটার ধারে! এ ধে একেবারে মেরে ফেলবার ব্যবস্থা ! ছেলে