இக் এবং অন্তান্ত ছোটখাট উপহারও কিছু কিছু দেওয়া হয় । আমাদের দেখিতে যাইবার বড়ই আগ্রহ হইল। গিয়া যে দৃপ্ত দেখিলাম তাহা জীবনে কখনও ভুলিব না। সহরের অনতিদূরে বিস্তীর্ণ প্রান্তরের মধ্যস্থিত শালবনের মধ্যে এই আশ্রম স্থাপিত হইয়াছে। সহরের প্রাস্ত হইতে বৃক্ষাভ্যস্তরস্থিত সুদৃগু কুটিরাবলী সহজেই দৃষ্টি আকর্ষণ করে এবং উন্নত্ত্ব শাল তরুরাজির পশ্চাৎ হইতে একটি গির্জার উচ্চ চূড়৷ দূর হইতে দেখা যায়। সহরের সঙ্গে এই ক্ষুদ্র গ্রামের বিশেষ কোনও সম্বন্ধ নাই । কারণ এখানে কুণ্ঠরোগীদের জন্ত স্বতন্ত্র বাজার ইস্কুল ডাক্তার থান গির্জ। সমুদায়ই আছে ; এবং বিশেষ সুব্যবস্থার সহিত এখানকার সমুদায় কাৰ্য্য পরিচালিত হয় । এখানকার অধিবাসী কুষ্ঠরোগীর সংখ্যা সাতশতেরও অধিক । দুই শত বিঘা জমির উপরে ইহাদেব জন্ত ৭৫ খানি গৃহ নিৰ্ম্মি । হইয়াছে। এই সকল গৃহ, জলাশয়, কৃপ ও পয়ঃপ্রণালী ইত্যাদি প্রস্তুত কবিতে লক্ষ টাকা ব্যয় হইয়াছে । রাস্তার উভয় পাঁশ্বে পুরুষ ও স্ত্রীলোকদিগের জন্ত স্বতন্ত্র বিভাগ। মধ্যে ঔষধালয়, বাজার এবং গির্জা । তাহার একদিকে পুরুষ এবং বালকদিকের জন্ত এবং অপরদিকে স্ত্রীলোক ও বালিকাদিগের জন্ত স্বতন্ত্র স্বতন্ত্র গৃহ । পুরুষের স্ত্রীলোকদিগের অংশে যাইতে পারে না এবং স্ত্রীলোকেরা পুরুষদিগের অংশে আসিতে পারে না। পুরুষদিগের অংশে ২২টি বাসগৃহ এবং ৩টি বালকদিগের লোর্ডিং আছে এবং স্ত্রীলোকদিগের অংশে ১৮টি বাস গৃহ এবং বালিকাদিগের জন্ত ৩টি বোডিং আছে। প্রত্যেক গৃহে ১৫ হইতে ১৮ জন করিয়া থাকিবার নিয়ম । ইহা ভিন্ন ১১টি বিদ্যালয় এবং একটি হাসপাতাল - আছে । ই সপাতাণে র কুণ্ঠরোগীগণের আমোদ প্রমোদ
পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।