৩৮শ বর্ষ, একাদশ সংখ্যা ৭•• লোক প্রভোকে নুতন কাপড় পরিয়াছে, এবং এই ৭০০ লোককেই উপহার দেওয়া হইল। কুষ্ঠরোগীরা খোল করতাল বাজাইয়৷ কীৰ্ত্তন করিল এবং নানারূপ ক্রীড়া কৌতুক করিয়া আনন্দ প্রকাশ করিল। ছোট ছেলে মেয়েদের অতি মুন্দর সুন্দর খেলান, পুতুল বই ইত্যাদি দেওয়া হইল। বয়ো প্রাপ্ত দিগকে গরম কাপড় মোজা কল্ফার্টার ইত্যাদি দেওয়া হইল। দেখিলাম ইহাদের মধ্যে কয়েকজন অন্ধও আছে। সেদিনকার দৃপ্ত দেখিয়া সে সময় মনে যে ভাবের উদয় হইয়াছিল তাহ বর্ণণাতীত। উপহার বিতরণের পর তাহাদিগকে কিছু বলা হইল। দুঃখের বিষয় এই ; উহাদিগকে যে সকল উপহার প্রদান করা হইল, তন্মধ্যে একটিও আমাদের দেশের লোকের দান নয়। সমস্ত জিনিষই বিদেশীয় মহিলারা নিজ হাতে প্রস্তুত করিয়া এবং বুনিয়া এই হতভাগাদের জন্ত পঠাইয়াছেন। অষ্ট্রেলিয়া দেশবাসী একটি ২৫ বৎসর বয়স্ক ভদ্র মহিল—তিনি চিবরুগ্ন এবং শয্যাশায়ী ; তথাপি নিজের রোগ যন্ত্রণ ভুলিয়া ইহাদের জন্ত ভাবিয়াছেন। শয্যায় গুইয়া নিজ হাতে শেলাই করিয়া অনেকগুলি গরম জামা ইত্যাদি প্রস্তুত করিয়া পাঠাইয়াছেন। Revd wagner zitURF CRțïx Etrg জিনিষগুলি কত স্নেহে কত ভালবাসাব সহিত তুলিয়া দিতেছিলেন, ঘৃণা বা ভয়ের লেশ মাত্র নাই ! এত দিন মনে করিতাম রোগীদের সকলকেই বুঝি খৃষ্টিয়ান করা श्ब्र किछु रॐनिणाम हेझॉcमज्ञ म८५ा अtनcक शृंटेिंबान बtश् । पञ्च ईशानब्र जीवन । ५ई পুরুলিয়া কুষ্ঠাশ্রম 就b" বিশ্বাসও সার্থক। ইহাদের এই আত্মত্যাগ ও নীরব সেবা দেখিয়া আত্মধিক্কার জন্মে । এই সুবৃহৎ অনুষ্ঠানের পরিচালনা যে কিরূপ ব্যয়সাধ্য ব্যাপার তাহা সকলেই বুঝিতে পারেন। আমরা তত্ত্বাবধারক মহাশয়ের মুখে শুনিলাম আশ্রমের সমুদায় ব্যয় নিৰ্ব্বাহ করিতে র্তাহীদের বৎসব ৪৫০০০ হাজার টাকা আবশ্যক হয়। আমাদের সদাশয় গভর্ণমেণ্ট এই নিমিত্ত বৎসরে ১৫০০০ হাজার টাকা এবং ঔষধের নিমিত্ত ১০০ শত টাকা সাহায্য করিয়া থাকেন। তদ্ভিন্ন ক্ষুদ্র দান ইত্যাদি হইতে সামান্ত কিছু টাকা আদায় হয় অবশিষ্ট সমুদায় টাকা যুরোপ হইতে আসিত। আমরা অবগত হইলাম বৰ্ত্তমান যুদ্ধ আরম্ভ হইবার পর হইতে যুরোপ হইতে সমুদায় টাকা আসিতেছে না এবং সেইজন্ত আশ্রমের পরিচালকগণকে কষ্টে পড়িতে হইয়াছে। যাহাঁদের মস্তকের উপর এই ৭০০ শত নিরাশ্রয় আতুরের প্রতিপালনের গুরু ভার রচিয়ছে তাহারা আজ এ অবস্থায় কিরূপ চিন্তিত তাহ বোধ হয় সকলেই অনুভব করিতে পরিবেন। এই সঙ্কটে তারি একমাত্র ভগবানের উপর নির্ভর করিখ ठ[८छ्ने । আমাদের দেশে অনেক সহৃদয় ব্যক্তি আছেন র্যাহাদের হস্ত নানারূপ মঙ্গল কাৰ্য্যে নিযুক্ত রহিয়াছে এবং র্যাং দের প্রাণ দুঃখী আতুরের জন্য ব্যথিত । আমি কাতরে তাছাদের এবং আমাৰ দেশবাসী সকলকে জানাষ্টতেছি যে র্তাহার ধেন এই সঙ্কটের
পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।