ఫిఫిఆ বোনঝিকে নিয়ে এ বাড়ীতে থাকা তোমার আর পোষাবে না । তোমরা আপনার আপনার জায়গা দেখ ”—বলিয়াই প্রস্থান করিয়াছেন। খুড়িমা কারণ জিজ্ঞাসা করিবারও অবসর পান নাই । বিপিন যখন গেল তখন খুড়িমা ও মালতী স্তব্ধ হইয়া বসিয়া আছে। বিপিনকে দেখিয়া খুড়িমার দুই চোখ দিয়া জলধারা গড়াইয়া পড়িতে লাগিল। মালতীও নতমুখে অশ্রুদমন করিবার চেষ্টা করিতে লাগিল। বিপিনেরও সদ্যসংরুদ্ধ অশ্রু উচ্ছসিত হইয়া বাহির হইবার জন্ত বিপিনের মনের মধ্যে জড়ো হইয়া চোখ দিয়া বাহির হইবার জন্ত আকুলিবিকুলি করিতে লাগিল । সকলেই নিবাক। পরের গলগ্রহ যাহারা তাহাদিগকে বিদায় হইবার আদেশ হইয়াছে, ইহাতে কাহারে বিরুদ্ধে অভিযোগের ত কিছু নাই। সুতরাং খুঁড়িমার বিপিনকে বলিবার কিছু ছিল না। মা কি বলিয়াছেন, না বলিয়াছেন, তাহ না জানিয়া বিপিনেরও কিছু বলা শক্ত ঠেকিতেছিল। বিপিন অনেক কষ্টে অশ্রুরোধ করিয়া বলিল— খুড়িম, মা কি কিছু বলে গেলেন ? —ই বাবা, আমাদের অন্তত্ব যেতে বলে গেলেন ......আমরা কাশী যাব বাবা, শুনেছি মা অন্নপূর্ণর রাজ্যে কারো অল্পের अङॉर् झग्न न । এবার জার বিপিনের চোখের জল বাধা মানিল না । গড়াইয়া পড়িতে লাগিল । বিপিন তাড়াতাড়ি কুমালে চোখ মুছিয়া বলিল-খুড়িম, তুমি ঢের সয়েছ ; আরও छांग्रंडी ফাল্গুন, ১৩২১ এক মাস আমার জন্তে সহ কর । এই একমাসে হয় তোমার জমিদারী তোমার আমি ফিরিয়ে দেওয়াব, ময়ত তোমাদের সঙ্গে আমিও এ বাড়ী ছেড়ে বেরুব । খুড়িম অশ্রু মুছিয়া স্নেহার্দ্র কণ্ঠে বলিলেন—ছি বাবা, আমার জন্তে তুমি বাপ মার সঙ্গে কোনো রকম বিরোধ করলে আমি মুর্থী হব না । লক্ষ্মী বাব আমার, বাপ মাকে তুমি অমুখী কোরে না। আমার জন্যে তুমি ঢের করেছ ! ভগবান এই হতভাগীর ওপর বিরূপ ; তাকে রক্ষা করতে গিয়ে বাপমার অসন্তোষ ডেকে এনে না ; আমার জন্তে তোমার এতটুকু অকল্যাণ হলে আমার বুকে শেলের মতো বাজবে যে বাবা । বিপিন এবার দৃঢ়স্বরে বলিল—এ ত তোমার জন্তে কিছু নয় খুড়িমা, এ ধৰ্ম্মের জন্তে আমি করছি । এতে কাউকে দুঃখ সইতে হয় সইতে হবে! তুমি একটি মাস আর চুপ করে থাক ; তারপর দরকার হয় আমিই তোমায় কাশীতে নিয়ে যাব। লেখা পড়া শিখেছি খুড়িমা, তোমাদের দুজনকে রোজগার করে খাওয়াতে পারব, সে ভরসা আছে। বাবা যে পাপ করেছেন তার প্রায়শ্চিত্ত অামাকে করতেই হবে ; বাবাকে আমি কখনে ঋণী রাখতে পারব न! । খুড়িমার চিত্ত স্নেহরসে আর্দ্র হইয়া উঠিল। তিনি চক্ষু মুদ্রিত করিয়া ভগভানের কাছে বিপিনের কল্যাণ প্রার্থনা করিলেন। কোনো কথা তাহান মুখ হইতে নিঃস্থত হইল না।
পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।