s৮শ বর্ষ, একাদশ সংখ্যা ভরি তোমার ওপর, অবহেলা কোরে না । নবকিশোর বিপিনের হাত ধরিয়া বেগে বাহির হইয়৷ চলিয়৷ গেল। মালতী স্তম্ভিত নির্বাক একাকী দাড়াইল্প রহিল । • মালতী কিছুক্ষণ পরে বাহির হইয় আসিয়া দেখিল, বাড়ীময় একটা কি যেন অমঙ্গল-আশঙ্কার ছায় পড়িয়াছে। সকলেরই মুখ বিষন্ন, দৃষ্টি চকিত, বাক্য স্তব্ধ । আনন্দ-উৎসবের সূত্রপাতেই সমস্ত পণ্ড হইয়া গেল। রাধুনি রাধিতে রাধিতে রাল্লা নামাইয়া বসিয়া আছে ; যে তরকাবি কুটিতেছিল সে বঁটী কৰ্ণত করিয়া উঠিয়া দাড়াইয়াছে ; জয় পুজার জোগাড় করিতে করিতে চন্দনমাখা হাতেই দৌড়িয়া আসিয়া গিল্লিকে বলিতেছে-বেী বেী, গোবৰ্দ্ধন ত পুজো করতে করতে কিশোবের মুখে বাপের নাম গুনেই দৌড় দিয়েছে, ঠাকুর টাটের ওপর বসানোই আছেন! পূঙ্গে করবাব, ভোগ দেবার কি হবে ? গিন্নি শুনিয়াও কাঠের মতন শক্ত হইয় নিরুপায়ভাবে দাড়াইয়া রঙ্গিলেন । সমস্ত লোকের প্রাণচেষ্টা যেন মন্ত্র প্রভাবে সংরুদ্ধ স্তম্ভিত হইয়া গিয়াছে ! দেখে ষেন কর্তব্য ভূই-কুমীর । পণ্ড জগতে যেমন এক শ্রেণীর জীব উদ্ভিদ খাইয়াই জীবন ধারণ করে। কীট জগতেও তেমনি এক শ্রেণীর জীবের উদ্ভিদই জীবনসম্বল। - পশু জগতে যেমন অন্ত একশ্রেণীর জীব কেবল মাংস খাইতে ভালবাসে তেমনি কীট-রাজ্যেও অন্ত এক জল বিশেষ ভাবে আমিঘ-ভোজী। 8 তুই-কুমীর
- Rసెసి
পিনিও আজ অনর্গল বকিতেছে না, সে একলাটি এককোণে পী ছড়াইয়। বলিয়। তাহার রং-ওঠা গা-ফাট কাঠের পুতুলটিকে আস্তে আস্তে চাপড়াই ঘুম পাড়াইতেছে, কিন্তু ঘুমপাড়ানিয়া গান আজ মুখে সরিতেছে ন । - বিনোদ ও আজি অকারণে এ-ঘর থেকে ও-ঘরে লাফাইয় বেড়াইতেছে না। সেও বিনির কাছে চুপ করিয়া বসিয়া আছে। মালতী আসিয়া বিনিকে কোলে করিল। বিনি তাহার ' গল জড়াইয়। চুপিচুপি বলিল—মাতী দিদি, তুপ তুপ, দাদাঠাকুল আগ কলেছে, মালবে। মালতী বিনোদেৰ হাত ধরিয়া তুলিয়া মৃত্যুম্বরে বলিল—চল তোমরা আমার ঘরে, আমরা খেলা করিগে । বিনি জোর করিয়া মালতীর গলা জড়াইয়া তাহাকে গমনে বাধা দিয়া বলিল—ন না, মাতী দিদি, আবাল দাদাঠাকুল আছৰে । মালতী তাহদের লইয়া সেইখানেই বসিল । গিন্নি অর্থহীন উদাস দৃষ্টিতে, তাহীদের দিকে চাহিয়া দাড়াইয়া রহিলেন । ( ক্রমশ: ) চারু বন্দ্যোপাধ্যায় । পশু জগতের অমিয ভোজী জীব গুলি যেমন অত্যন্ত তৎপর ও ফন্দীবাজ কীট জগতের মাংস ভোজী জীবগণও তেমনি ধূৰ্ত্ত ও তৎপর। কীট-রাজ্যে মাংসভোজী অনেক শ্রেণীর কীট আছে—অদ্য যে কীটের বিষয় বলিতে যাইতেছি—তাহাকে ইংরাজীতে "The Ant-lion" te 1 totar" sêts