পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যোতিরিন্দ্রনাথের জীবনস্মৃতি (a ) এতদিনে জ্যোতিবাবু সাহিত্যক্ষেত্রে প্রবেশ করিলেন। “কিঞ্চিৎ জলযোগ” নামক একখানি প্রহসন র্তাহার প্রথম রচনা। তিনি বলিলেন যে “এ সময়ে আমি পুরাতনপন্থী ছিলাম, তাই মেয়েদের স্বাধীনতা ব্যাপার লইয়া এই গ্রন্থে একটু হাস্তরসের অবতারণা করিয়াছিলাম। প্রহসনখানি প্রকাশিত হওয়ার পর প্রায় প্রত্যহই cnfo en Indian mirror el sis, eos কিছু-না-কিছু আক্রমণ চলিয়াছে। আক্রমণকারীদের মতে বইখানি অশ্লীল বিবেচিত হইয়াছিল। প্রথম সংস্করণে পুস্তকে আমার নাম ছিল না, তবুও কি-করিয়া যেন আমার নাম প্রকাশিত হইয়া পড়িয়াছিল, তাই সমস্ত আক্রমণ আমার নামেই হইত। এই বই লইয়া—নব্যপন্থীদলে— খুব একটা হৈচৈ পড়িয়া গিয়াছিল। সমালোচনার জন্ত “বঙ্গদর্শনে” এক কাপি পাঠাইয়া দিয়াছিলাম, তাহাতে বঙ্কিমচন্দ্র খুব ভালই বলিয়াছিলেন। সেই সংখ্যা বঙ্গদর্শনেই “কিঞ্চিৎ জল যোগ” প্রহসনের এবং স্বৰ্গীয় রাজনারায়ণ বস্ব মহাশয়ের "fছন্দু ধৰ্ম্মের শ্রেষ্ঠত” গ্রন্থের এক প্রশংসাপূর্ণ সমালোচনা বাহির হয়। Christion Herald #f*Ritfsĩzia “aề প্রহসনে দুষ্য কিছুই নাই।” এই সময়ে ঐযুক্ত তারকনাথ পালিত মহাশয় (R বিলাত হইতে দেশে ফিরেন। আমি 8&n Calcutta Colleged rifoofa sea श्हेप्च्हे उिनि आमाब ७क्छन धूत्र निबौश् ভালমানুষ বলিয়া জানিতেন। কিন্তু আমার রচিত প্রহসনে খুব একটা আন্দোলনের স্বষ্টি হইয়াছে শুনিয়া তিনি “কিঞ্চিৎ জলযোগ" খানি পড়িতে চাহিলেন। পড়িয়া তিনি হাসিতে হাসিতে বলিলেন—এতে দোষের কথা ত আমি কিছুই দেখিতেছিনা। পালিত মহাশয়ের মত শুনিয়া আমি অনেকটা অশ্বিস্ত হইয়াছিলাম। আবার ইহার মধ্যেই National Theatred ostfah assays হইয়া গিয়াছিল । “এর কিছুদিন পরে মেজদাদা বিলাত হইতে ফিরিয়া আমাদের পরিবারে যখন আমুল পরিবর্তনের বন্ত বহাইয়া দিলেন তখন আমারও মতের অনেক পরিবর্তন হইয়াছিল। তখন হইতে আর আমি অবরোধপ্রথার বিরোধী নহি, বরং ক্রমে ক্রমে একজন সেরা নব্যপন্থী হইয়া উঠিলাম। তখন স্ত্রীস্বাধীনতার উপর কটাক্ষপাত্ত করিয়া আমি “কিঞ্চিৎ জলযোগ" লিখিয়াছিলাম, বলিয়া অত্যন্ত দুঃখিত ও অমৃতপ্ত হইয়াছিলাম। “কিঞ্চিৎ জলযোগের” দ্বিতীয় সংস্করণ আর আমি ছাপাই নাই। স্ত্রীস্বাধীনতার সম্বন্ধে শেষে আমি এত পক্ষপাতী হইয়া পড়িলাম যে, আমি যখন গঙ্গার ধারের কোন বাগান