পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৩৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Se?8' शंख्न, १७२s সুবীর ও তাহার ভগিনীদ্বয় “ছ’থান কাপড় পেলুম'ছ বেীকে দিলু (ছয়টি “ হইয়৷ পুতুল ছয়টি বে' ) (কঁাপিতে কঁাপিতে ) আপনি মরি জাড়ে কলা গাছের আড়ে।” সুবীর গাইল, “কলা পরে টুপ-টাপ, বুড় খায় গুপ, গাপ.।” ". তার পর, দুইজনেই হাসিয়া গড়াগড়ী ! খাতাতেও এমনি একটি ছবি আছে। বুড়ী কলা গাছের নীচে উপবিষ্ট। কলা পড়িতেছে পাশে ছয়টি বেী দাড়াইয়া আছে, অদূরে একটি বালক হাত ছানিয়া রৌদ্র আহবান করিতেছে। এইরূপ প্রায় ২৭ ॥২৫টি কবিতা পড়া গিয়াছিল। জ্যোতিবাবু নিজে আবাল্য সঙ্গীতানুরাগী এই জন্য সঙ্গীতকেও তিনি শিশুদের শিক্ষার পর্য্যায়ভুক্ত করিয়া দিয়া কৌশলে, হাসি-তামাশা গান-নাচের মধ্য দিয়া অধ্যাপনার প্রণালী আবিষ্কার করিয়াছেন। জ্যোতিবাবুর ছাত্রেরাও অল্প দিনের মধ্যে অনেকটা শিথিয়াছে । বেশ বুঝা গেল, শিক্ষাশালায় শুধু বেত ও নীরস বানান মুখন্থের স্থান একটুও নাই। ( সমাপ্ত ) - • শ্ৰীবসন্তকুমার চট্টোপাধ্যায়।