পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, একাদশ সংখ্যা কেউ যদি আজ আমার সঙ্গে দেখা করতে আসে ত বলে, দেখা হবে না। অামার শরীর ভালো নেই।” সহসা বাহিরে দ্বারের পাশ্বে হাসিয়া কে কহিয়া উঠিল, “কিন্তু আমি আজ তোমার সঙ্গে দেখা না করে নড়ছি না, ফেলিসিয়া ।” স্বর শুনিয়া ফেলিসিয়া ধড়মড়িয়া উঠিয়৷ দাড়াইল। এ কি ! মিনার্ভ যে—গেরি এ সময় হঠাৎ কি মনে করিয়া ! ফেলিসিয়া ঈষৎ লজ্জিত হইল। মুখখান তাহার রাঙা হইয়া উঠিল, গালে যেন গোলাপ ফুটিল। আপনাকে সামলাইয়া লইয়া হাসিয়াই সে কহিল, “কিন্তু তুমি মিনার্ভ যে এ সময় আসতে পার, তা কে ভেবেছিল, বল , তা কি করে এলে ?” গেরি কহিল, “কেন, দরজা খেলা আছে, চলে এলেই হল ত!” “দরজা খোলা । তা কন্‌স্তার কাজই ত ঐ রকম—বিশেষ আজ আবার একজনকে নিমন্ত্রণ করা হয়েছে কি না ।” “নিমন্ত্রণ! ওঃ, ঠিক ও ঘরে তাই দেখলুম বটে, ফুলের রাশ জড়ো করা রয়েছে —যেন একথান গোট বাগানই কে তুলে এনে ও ঘরটায় বসিয়ে দিয়েছে। তা এ সৌভাগ্যটা কণর ?” ফেলিসিয়া একটা ঢোক গিলিয়া কহিল, “ও কিছু না, কিছু না। এর সঙ্গে প্রাণের কোন সম্পর্ক নেই-নেহাৎ ব্যবসাদারী ধরণের ভোজ এ। ত যাই হোক, বসে, বযে, এই পাশের ইজি-চেয়ারটায় বসে।-- ‘शमीश cनt५ खॉंौ भूमौ श्लूष।। १ौ তুমি যাও।” ইহারই সাহায্যে नबांद ১০২১ সঙ্গিনী চলিয়া গেল । পল দ্য গেরি বসিল । তাহার প্রাণের ভিতরে কেমন একটা উত্তেজনার স্রোত বহিতেছিল। ফেলিসিয়াকে গেরি আজ বড় সুন্দর দেখিল । এত রূপ । ইহার পূৰ্ব্বে এমনটি তাহাকে আর সে কোন দিন দেখে নাই ৷ সায়াহ্নের স্তিমিত আলোকে ষ্টুডিও-কামরায় সজ্জিত দৃষ্ঠাবলীর মাঝে সত্যই আজ ফেলিসিয়াকে এক অপূৰ্ব্ব সুন্দরী দেবী-প্রতিমার মতই দেখাইতেছিল। তাহার উপর কণ্ঠস্বরে কি এ লালিত্য ! যেন বীণার স্বর ! গেরিকে দেখিয়া ফেলিসিয়ারও বড় আনন্দ হইল। এতদিন কেন সে আসে নাই ? কোথtয় ছিল সে ? বোধ হয়, একমাস, না প্রায় দেড়মাস, দুইজনের দেখা হয় নাই ! কেন ? গেরি কি এ বন্ধুত্ব রাখিতে চাহে না ! এমনই কত কথা হুইল। গেরি মার্জন চাহিল—বিশেষ কাজে সে বাহিরে গিয়াছিল, তাই আসিতে পারে নাই। না আসিলেও তাহার কথা কতদিন সে কহিয়াছে—ক’ত দিন । ফেলিসিয়া কহিল, “বটে | কার সঙ্গে কথাটা হচ্ছিল, শুনি।” 離 গেরি বলিতে যাইতেছিল, “আলিনের সঙ্গে” কিন্তু কথাটা কেমন বাধিয়া গেল । কোথা হইতে লজ্জা আসিয়া মুখে চাপা দিল । কেন এ লজ্জা,—তাহাই বা কে বলিবে ? তবু কেমন লজ্জা হইল। হঠাৎ এমন সময় বিদ্যুতের মত একটা কথা তাহার मानत्व भएषा क्रमकिब्र खे?ग। cन डादिग, একটা মিথ্যা বলিবে লে। হোকু মিথ্যাসে আপনার অভীষ্ট