পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, একাদশ সংখ্যা হয় নাই। একেতো কোনো স্থায়ী জিনিস উপরে চলন্ত অবস্থায় থাকিয়া লক্ষ্য করাষ্ট অতি কঠিন, তাহার উপর এ সমস্ত স্থান সাধারণতঃ উৰ্দ্ধমুখী কামান ইত্যাদি দ্বারা উত্তমরূপে স্বরক্ষিত থাকে। . ডাসেলডফে পূৰ্ব্বে জাৰ্ম্মানগণ উর্দ্ধমুখী কামান ংস্থাপিত করেন নাই—কিন্তু একবার উহাদের আশ্রয় গৃহ বিনষ্ট হওয়ায় নুতন আশ্রয় গৃহের চতুর্দিকে অসংখ্য উৰ্দ্ধমুখী কামান সংস্থাপিত করিয়াছিলেন কিন্তু তবুও লেপ্টেনাণ্ট মেরিক্স সেডের ছাদ হইতে মাত্র ৫০০ ফিট ব্যবধানে অবতরণ করিয়া উহার উপরে বোমা নিক্ষেপ করিয়াছিলেন । তাহার "এরোপ্লেন” নানা স্থানে জখম হইয়াছিল সত্য, তবু তিনি কোনও প্রকারে যুদ্ধে ব্যোমযান ›●©ፃ সীমান্ত প্রদেশ পর্য্যন্ত প্রত্যা 16ন করিতে সমর্থ হইয়াছিলেন ; সেস্থানে স্বপক্ষীয় একটা মোটরগাড়ী তাহাকে দেখিতে পাইয়া তুলিয়া লইয়া যায়। জাৰ্ম্মানদের মত বীরজনঅনুচিত প্যারী, এন্‌টোয়ার্প এবং রম্সে সম্বরে বোমা নিক্ষেপ করিয়া ঐতিহাসিক ইমারৎ কিম্বা হাসপাতাল ইত্যাদি ধ্বংস কর। অপেক্ষ উল্লিখিত কাৰ্য্য সম্পূর্ণ বিভিন্ন । ইহাতে প্রকৃত বীবত্ব আছে । একজন বিমানবিহারী সৈনিক রুগ্ন অবস্থায় লগুন হাসপাতালে অবস্থান কালে, রাণী আলেকজান্দ্রার নিকট শুষ্ঠ যুদ্ধের ষে গল্প বর্ণনা করিয়াছিল তাহা এই – “ব্রিটিশ সৈন্ত যখন পূর্ব দিনের তুমুল সংগ্রামের পর বিশ্রাম লাভ করিতেছিল, লেপ্টেনাণ্ট ভন্‌ ছিদ্রসেন “এরোপ্লেনে" শূন্ত হইতে পারতে ৰোমা নিক্ষেপ করিয়া ফিরিতেছেন।