৩৮শ ঘূর্ব, একাদশ সংখ্যা थकभङ भूछ उष्णेन श्ब्र । ननांझ१ প্রণালীতে শূন্ত হইতে সংবাদ প্রেরণ করা হইরা থাকে। তারশূন্ত টেলীগ্রাফির ব্যবহার আজো তত সুবিধা মত হইতে পারিতেছে না। নানা প্রকার আলোর সাহায্যে অনেক স্থলে সঙ্কেতে সংবাদ অবগত হওয়া যায় । সাধারণতঃ নিম্নে এক ব্যক্তি দূৰবীক্ষণ যন্ত্র নিয়া সঙ্কেত-বার্তা গ্রহণের জন্ত প্রতীক্ষা করিতে থাকে ; অন্ত এক ব্যক্তি খালি চোখে দেখে ঠিক নিজেদের ব্যোমধানটা হইতেই সঙ্কেত গ্রহণ করা হইতেছে কি না। অনেক সময়ে একই স্থানে একাধিক ব্যোমযান উডডীন থাকায়—এ সম্বন্ধে নানারূপ গোলযোগ উপস্থিত হওয়ার পূর্ণ আশঙ্ক। তাই এ বিষয়েও বিশেষ সতর্কত অবলম্বন করা আবশুক । - প্রথমতঃ ঠিক লক্ষ্য অভিমুখে গোল বর্ষিত হইতেছে কি না তাহাই নির্ণীত হয় । দিক্ স্থির হইরা গেলে নিম্ন হইতে "এবোপ্লেন”কে সঙ্কেতে বলা হয়—“এইবাব ‘olfHi’ ( range ) নির্ণয় কর ।” કાફે ংবাদ প্রাপ্তি মাত্র ব্যোমবিহারী আবখ্যক মত যন্ত্রেব মুখট যুবাইয়া লয় এবং কামানের “পাল্লা” নির্ণয় করে। “পাল্লা নির্ণীত হওয়ার পর ব্যোমবিহারী সঙ্কেত-বার্তা প্রাপ্ত হইয়া অগ্নিপর্ষণেব নিভ্রান্তি পৰ্য্যবেক্ষণের প্রতি মনোযোগী হয়। অনেক সময় পৰ্য্যবেক্ষণ বৃত্তান্ত কাগজে লিপিবদ্ধ করিয়া নিম্নে স্থান মত নিক্ষেপ করা হইয়া থাকে ; আবার “আলোক-সঙ্কেতেও” সংবাদ প্রেরণ করা হইয়া থাকে। Sass &to Field Artillery যুদ্ধে ৰোমধান
- ఖ\లిషి
Training Book 4 "atonto-Mosso" নিম্নলিখিত প্রণালী লিপিবদ্ধ আছে । “এরোপ্লেন” হইতে নিয়ে আলোক সাহায্যে নিম্নলিখিতরূপে সঙ্কেতে সংবাদ জানান হষ্টবে। ( ক ) অগ্নিবর্ষণের পূৰ্ব্বে ঃ একটি শাদ আলোক-অামি লক্ষ্যের উপরে অবস্থান করিতেছি। একটি সবুজ আলোক—আমি অগ্নি বর্ষণ পর্য্যবেক্ষণের জন্ত প্রস্তুত হইয়া আছি । (খ ) পাল্লা এবং দিক নির্ণয় করিবার সময় : আলোক সঙ্কেত | দিকনির্ণয় . পাল্লা একটা লাল আলোক দক্ষিণে দূরে দুইটী লাল অনেকটা অনেকটা * আলোক দক্ষিণে দুরে একটা সবুজ আলোক বামে বেশী কাছে দুইটা সবুজ অনেকটা অনেক বেশী 可忆牙t夺 द्tभ कttछ् একটা লাল, ঠিক লক্ষ্য 蜗 একটা সবুজ অভিমুখে পাল্লা ঠিক আলোক হইয়াছে হইয়াছে একটা সবুজ, একটী লাল আ:লোক দেখি নাই দেখি নাই লক্ষ্য হইতে ৮ ডিগ্রির বেশী দক্ষিণে কিম্বা বামে গোল পতিত হইলেই "অনেকটা দক্ষিণে” কিম্বা “অনেকটা বামে” সঙ্কেত করিতে হয় | १छ किन्न चांदब्रां