পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

م ٩مه ‘রবীন্দ্রনাথ কাগজ পেন্সিল লইয়া বসিতেন। জ্যোতিবাবু যেমন একটি স্বর রচনা করিলেন অমনি ইহার সেই মুরের ভাবের সঙ্গে কথা বসাইয়া গান রচনা করিতেন । একটি স্বর তৈরি হওয়ার পর জ্যোতিবাবু আরও কয়েক বার বাঙ্গাইয়া ইহাদিগকে শুনাইতেন। সে সময় অক্ষয়বাবু চক্ষু মুদিয়া বৰ্ম্ম সিগার টানিতে টানিতে মনে মনে কথার চিস্ত করিতেন। পরে যখন g ভারতী কাৰ্ত্তিক, ১৩২১ তাহার নাক মুখ দিয়া অজস্র ভাবে ধুম প্রবাহ বহিত তখনি বুঝা যাইত যে এইবার তাহার মস্তিষ্কের ইঞ্জিন চলিবার উপক্রম করিয়াছে। তিনি অমনি চুরুটের টুকৃরাটি পিয়ানোর উপরেই রাখিয়া দিয়া, ইফি, ছাড়িয়া, “হয়েছে হয়েছে” বলিয়া লিখিতে মুরু করিয়া দিতেন। রবিবাবু কিন্তু বরাবর শাস্তভাবেই রচনা করিতেন। অক্ষয় বাবুর যত শীঘ্র হইত, রবিবাবুর জ্যোতিরিন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ