পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, সপ্তম সংখ্যা রচুঙ্গাপন ; মধ্য-এশিয়ার বর্বরগণ কর্তৃক এই সকল রাষ্ট্রের উচ্ছেদসাধন ; বৰ্ব্বর জাতিসমূহ ও প্রাচীন জাতিসমূহের সন্মিলনে নুতন জাতির সংগঠন ; সামন্ত তন্ত্র; কেন্দ্রীভূত বড় বড় রাজ্যের সংস্থাপন ; তাহা হইতে আভ্যস্তরিক শান্তি, অপেক্ষাকৃত ল্পায়সঙ্গত বিধিব্যবস্থা, বাণিজ্য ও শ্রমশিল্পের পরিপুষ্টি । তাছাড়া, ঐ উভয় সভ্যতার মধ্যেই, ঐতিহ্য ও প্রথানুবৰ্ত্তিতার প্রাদুর্ভাব ছিল । যে সকল গুণ অধুনা প্রাচ্য মানসপ্রকৃতির নিজস্ব বলিয়া বিবেচিত হয়, তাহার অধিকাংশই মধ্যযুগের অথবা পুরাকালের যুরোপীয়দিগের মধ্যেও পরিলক্ষিত হইত। এই গুণগুলি, তাবৎ মানবসমাজের ক্রমবিকাশেরই একটা সাময়িক অবস্থা । তাহার পর, আবার যদি, ষোড়শ শতাব্দীর শেষভাগে এসিয়া যুরোপের মধ্যে তুলনা করা যায়, তাহ হইলে দেখিবে এসিয়ার নিকৃষ্টত স্পষ্টরূপে উপলব্ধি করা भाँध्न न! । আকৃবরের শাসনাধীনে ভারতের, Mangsদিগের শাসনাধীনে চীনের, To Kugovaদিগের শাসনাধীনে জাপানের একটা শাসনতন্ত্র ছিল, একটা রাজস্বসংগ্ৰহ পদ্ধতি ছিল, দৈন্তমণ্ডলী ছিল, রাস্ত ছিল, ডাকের ব্যবস্থাও ছিল ; এবং এই রাস্তা ও ডাক যুরোপীয় রাষ্ট্রদিগের সমতুল্যই ছিল। পুরোপ অপেক্ষ ঐ সকল দেশের মধ্যবিত্ত শ্ৰেণী কম ধনশালী ও কম শিক্ষিত ছিল সত্য ; जांधूनिक ●ब्रtउब्र भडाँडा 粤 .ఆ क्रुि, बै जकण cमएलब्र हेऊब्रगाँषांब्रह** झुईथ कटे कम हिण । नश्डिा ७ निtझब्र অনুশীলনে উহারা সাফল্য লাভ করিয়াছিল। সেই সঙ্গে বাণিজ্যের উন্নতি হইয়াছিল, শ্রমশিল্প পরিপুষ্ট হুইয়াছিল, সামুদ্রিক প্রদেশ হইতে অভিযান হইত, উপনিবেশের বিস্তার হইত। (১) ● সপ্তদশ শতাব্দীতুে এই তুলনা এসিয়ার পক্ষে ততটা অমুকুল নহে। কিন্তু সে যাহাই হউক, এই দুই মহাদেশের সভ্যতার ক্রমবিকাশ হইতে সদৃশ ফলই উৎপন্ন হইয়াছে। শা-জাহান ও ঔরংজেব ভারতে, এবং য়েমিতম জাপানে, স্বেচ্ছাতন্ত্র রাজ্য প্রতিষ্ঠিত করিয়াছিলেন। মঞ্চুদিগের বিজয়াভিধানে, চীনের স্বাভাবিক উন্নতি কিয়ৎকালের জন্ত অবরুদ্ধ হইলেও ঔরংজেব ও য়েমিৎস্কর রাজত্বের সহিত কাং-হীর রাজত্বের তুলনা হইতে পারে। এই সমস্ত রাষ্ট্র শক্তিশালী ও সুশাসিত ছিল। কিন্তু শিল্প ও সাহিত্যে অনুকরণের ভাব, শাসন কার্য্যে বাধা-নিয়মের অনুসরণপ্রবৃত্তি, আসন্ন অবনতি বিজ্ঞাপিত করিল। যদিও রাজকরের আদায়ের পরিমাণ বেশী হইল, কিন্তু দেশ সমৃদ্ধ হইল ন, বাণিজ্য ও শ্রমশিল্প অবসাদগ্ৰস্ত হইল । আর সে সামরিক খ্যাতি প্রতিপত্তি রছিল না ; উপনিবেশের বিস্তারও রহিত হইল । অষ্টাদশ শতাব্দীতে এই বৈসদৃগু আরও বেশী করিয়া চখে পড়ে। ভারত অরাজকতার মধ্যে নিমগ্ন, জাপান বুহিজগৎ হইতে (*) একটি মাত্র জাতির উপনিবেশ বিস্তায় বাস্তবিকই কৌতুহলজনক । ষোড়শ শতাব্দীতে জাপানীর ইমে ও ফরমোজার উপনিবেশ স্থাপন করে।