পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ ] Q কাৰ্ত্তিক, ১৩২১ [ ৭ম সংখ্যা লাইক (>w ) পথে পথেই দিন কাটিতেছিল, ক্রমে বর্ষ আসিল । সন্ন্যাসিনী বলিলেন “তোমরা এইবার কোন অতিথিশালায় থাক সাবিত্ৰি ! এখন আর বারিকে লইয়া পথে ঘুরাইব Fil 1” সাবিত্ৰী বলিল, “ক্ষতি কি ! কিন্তু তোমরা বলিলে কেন মা ? তুমি কি থাকিবে না ?” “থাকিব, কিন্তু এখন কয়দিন নয় ; কাশী श्झेरठ श्रांगांब ७ॉक श्रांनिम्नांtछ्, ७ङ्गमद আমায় স্মরণ করিয়াছেন, আমি দিনকতক থাকিব না,—তাহার পরই আসিব ।” বারির মুখেও ভীতিচিহ্ন দেখা গেল কিন্তু সে - কিছু বলিল না, সাবিত্রী দৌড়িয়া তাহার নিকটস্থ হইয়া বলিল, “ন না না ? তুমি আমাদের একলা ফেলিয়া যাইও না ! মা হয় সেবারের মত পাৰ্ব্বতী মালীর নিকট চল আমরা সেইখানেই থাকিব –কিন্তু একূল কোথায় যাইও না।” সাদরে তাহার গায়ে হাত দিয়া সন্ন্যাসিনী বলিলেন,-“কি বলিতেছ মা ! এক কি তোদের কোথায় রাখিয়া যাইতে পারি? উপযুক্ত স্থান ছাড়া কি আমার বারি*ে রাখিয়া বাইতে পারি ? পঞ্চানন দ্বিবেদীর বিধবা রাণীদেবীকে ত তুমি চেন,-- র্তাহাকেই তোমাদের কথা বলিয়াছি, তিনি আগ্রহ সহকারে তোমাদের নিজের গৃহে রাথিতে সন্মত হইয়াছেন, তাহাই বলিতেছিলাম কাগই তোমরা সেই খানে চল,—পূর্ণিমার দিন আমার সেখানে ७थtप्रांछन-कांछ cशंष श्ट्रेशहे श्रांभि छणिब्र আসিব—ফিরিতে বড় জোর দেড় কি দুই মাস হইবে।” সাবিত্রী আর কিছু বলিল না, সন্ন্যাসিনী বারিকে বলিলেন, “চুপ করিয়া কেন বারি ? তোমার কোন আপত্তি আছে কি ?” বারি’ শুধু ঘাড় নাড়িয়া জানাইল“ন।” সন্ন্যালিনী একদৃষ্টি তাহাৰু মুখভাৰ