পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, সপ্তম সংখ্যা, किहूउहै कृङकांर्षी शहैऊ न श्रृंग्निब्र অবশেষে উপরিতন কৰ্ম্মচারীর নিকট এই ংবাদ প্রেরণে বাধ্য হইলেন। ভাগলপুরের তদানীন্তন বিভাগীয় কমিশনার সাহেব স্বয়ং কৰ্ম্মস্থলে উপস্থিত হইয়া তিনিও প্রথমে পাহাড়ে উঠতে পাবেন নাই ; কারণ পাহাড়িয়াগণ বলিল, যে এ সকল পাহাড় ত তাহাদের নিজস্ব, তবে কেন উহারা তাহt জরীপ করিবে ? সাঁওতাল এবং পাহাড়িয়াগণকে রক্ষা করিবার নিমিত্ত গভর্ণমেণ্ট এই অংশকে সাধারণ দেশ হইতে সম্পূর্ণরূপে অন্ত ভাবে শাসন করিয়া থাকেন। ইহার নিয়ম কানুন त्राझेन त्रांलांशङ नृतहे शङञ्च-नद३ ईशांज्ञ অধিবাসীবর্গের উপযোগী। সাধাৰণ পুলিসের এলাকার মধ্যে এস্থান গণ্য নহে। ইহাদের প্রত্যেক গ্রামে নিজেদের পঞ্চায়েৎ, মস্তাগির, চৌকিদার, চাকলাদার এবং সৰ্ব্বোপরি একজন পরগণায়েৎ Headman স্বরূপ অনেকগুলি মৌজার উপর কর্তৃত্ব করিয়া থাকে। মহাকুমা-ম্যাজিষ্ট্রেটের বিশেষ অনুমতি ব্যতীত ব্যবসা বাণিজ্য বা অন্ত কোনও উদেণ্ড লইয়া কোনও লোকের এই প্রদেশে প্রবেশ করিবার অধিকার নাই। বাস্তবিক, ইহারা অতি স্বাধীন, উদ্বেগশূন্ত, উদেণ্ডহীন, স্বাস্থ্যপূর্ণ, সহজ, সুন্দর জীবন অতিবাহিত করে । - নিসর্গ মুনারীর প্রিয়ভম নিকেতনে যাহারা আজীবন বৰ্দ্ধিত, প্রকৃতির চির নুতন চিত্র মন্মর দৃশ্বে যাহাদের চক্ষু স্থতিকাগার रहेष्ठ अङाख, चक्र चाशैौन भार्फङा সমীরণ যাহাদের জীবন হর্ঘ্যের পুষ্ট সাধনে দামিন-ই-কো అనA 蟻 কল্লোলময়ী स्रुक्षणं त्रि সহায়তা করিতেছে, উপলভরা গিরিনদী সৰ্ব্বদাই যাহাদের করিতেছে, প্রভাত সন্ধ্যায় বনবিহঙ্গের স্নমধুর কাকলধ্বনি যাহাদের কর্ণকুহরকে পরিতৃপ্ত করিতেছে, প্রিয়দর্শন বৃত্তাকার গিরিপাদশোভী শুiমল গহনবনরেখা বাছাদের অফুরন্ত শীতল সমীরণের ভাণ্ডার হইয়া রহিয়াছে—সে দেশের দুঃখ কি ? যে দেশের অধিবাসীরা কৃত্রিমভা জনে না, যাহাদের হৃদয় উচ্চাকাঙ্ক্ষার অনলে দগ্ধ হয় না, যাহাঁদের শীর ও মন বিলাপ লালসায় কলুষিত হয় নাই সে দেশের প্রজাদের দুঃখ কি ? যাহারা সারাদিন মাঠে মাঠে গোধন চরাইয়া, বাণী বাজাইয়া পরিতৃপ্ত इ, बशब जो পুরুষে সম্বৎসর কৃষি কার্য্যে লিপ্ত থাকিয়া অপার আনন্দ অনুভব করে, যাহার দীর্ঘ দিবসের কৰ্ম্মাবসানে গোধূলি আলোকে, সারি বাধিয়া সমতাল বিক্ষেপে "ঝুমূর” গাহিতে গাহিতে নিজেদের কোলাহলবিরল শান্তিময় পাৰ্ব্বত্যগ্রামে প্রত্যাগমন করে, সেই চির প্রফুল্প, চিরমুখী, চির উৎসাহী জাতির দুঃখ কি ? যে জাতির শরীরে ব্যাধি নাই, মনে অশান্তি নাই, হৃদয়ে উদ্বেগ নাই, কৰ্ম্মে আলস্ত নাই ; দুর্দিনের বর্ষা,—জুঃখের অন্ধকার কুহেলিকা তাহদের জন্ত স্থষ্টি হয় নাই। বাস্তবিক এই সাঁওতালদিগের শরীরের স্বাস্থ্য এবং মনের প্রফুল্লত। দেখিলে যথেষ্ট আনন্দিত হইতে হয়। शी बारब यषन हेशज्ञां बहतूब इहेष्ठ নিজেদের ক্ষেত্রশষ্য বেচাকেনা করিত্তে