পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮৯ বর্ষ, সপ্তম সংখ্যা —পুরোণে শাস্তরের পুরোণে বিধান আমরা সব বদলে দিয়ে এখন নতুন শাস্তর চালাব—ছোট মেয়ের বিরে দিলেই চোদপুরুষ কেন ছাপ্পান্ন পুরুষ নরকস্থ হবে, আমাদের নতুন শাস্তরের এই বিধান ! —ছিছি ! এমন থিষ্টানি কথা বোলে৷ না ভাই ! তোমরা হলে বামুনপণ্ডিত মানুষ, তোমার এমন কথাটা বগা উচিত झ्झ न । —আমরাই ত বলব পঞ্চদl । শাস্তর তৈরি করে ছিল যারা তারাও ত আমাদেরই মতন বামুনপণ্ডিত ছিল। তারা যেখানে যেখানে ভুল করে” গেছে, কিংবা সেকালের বিধান একালে ঠিক সুবিধার বলে মনে হচ্ছে না, সেসব বিধান ত আমরাই শুধরে তুলব। পঞ্চা জিভ কাটিয়া বলিল—ছিছি ! অমন কথা বলতে নেই ! তোমরা ছেলে মানুষ, রক্ত গরম বলে কাউকে ত মানে ন; ! ওতে যে পাপ হয় ! দেবতায় শাস্তর করেছে, সেই দেবতার অপমান হয় ! —দেবতার কালিকলম নিয়ে মানুষের জন্তে শাস্তর লেখেনি। দেবতার যে শাস্তর সে সত্যিকারের শান্তর, সব মানুষের মনের মধ্যে জ্ঞানের অক্ষরে বুদ্ধির ওপর সে শাস্তর লেখা। সেই শাস্তর ধারা ভালো করে পড়তে পারেন তাদেরকে আমাদের দেশে মুনিঋষি ৰলে। তারাও এই আমাদের মতনই মানুষ। তাদের ভুল হবে না ? *निनी, अक्षीनि बणि *शूलैौनtक्ष' बडिवष ।” S:রর বেরাল বনে গেলেই বনবেরাল হয় 2 o' শ্ৰেীভের ফুল צצר

  • क्ष्म । अभिज्ञां७ शनि हांछांब्र वहङ्ग अां८भ

জন্মাতাম তবে আমরাও তোমাদের কাছে ७कछ। ८कटेcवटे किहू रुडांभ । कांहे कि cउ|भन्न। मझिएम मझि८न्न अमर्लिङ्ग 2डियाँ গড়ে’ সি জ্বর চন্দন লেপতে । --রামঃ রামঃ ! তোমাদের সঙ্গে কে পারবে ভাই ? ভটচায্যির ছেলে যখন ইংরেজি পড়েছ তখন আর জাতধৰ্ম্ম কি थारूण ? গোরথোরের বাক্যি মুখ দিয়ে উচ্চারণ করলে কি আর ধৰ্ম্মে মতি থাকে ? নবকিশোর ঘর ভরিয়া হোহো করিয়া হাসিয়া বলিল—তুমিও ত বাকি উচ্চারণ কর পঞ্চাদ ! রেলগাড়ী, ইষ্টিসান, ইষ্টিমার, গেলাস, চেয়ার, টেবিল, টেলিগ্ৰাফ কত কি কথা বল । তার ওপরে অfবার মোছলমানের তৈরি বরফ সোডার জল থাও। তোমার ঠিক জাত গেছে । এবার বাড়ী গিয়ে তোমার জাতেদের বলে cमएव, डिन फ्रांज्ञ दूक्लि छेक ५ब्र6 श्ब्रे যাবে তোমার জাতে উঠতে । গতিক ভালো নয় দেখিয়া পঞ্চ বলিল— যা ভালো বুঝিস কর ভাই, আমরা হলাম মুরুথুথু মুরুখখু মানুষ, তাতে আবার বুড়ো ছাড়া হয়েছি, আমাদের এখন মলেই झग्न ! পঞ্চ আস্তে আস্তে প্রস্থান করিল। নবকিশোর স্মিতমুখে শয্যায় শয়ন করিয়া প্রাচীন ও নবীন সংস্কারের সমন্বল্পসমস্ত চিন্তা করিতে লাগিল । গোরুথোরের সন্ধ্যার প্রাক্কালে বিপিন তারককে সঙ্গে । করিয়া বাসায় আসিয় নবকিশোরকে দেখিয়া अनेक उल्लनिङ इहेब्र बनिण-बारक्त।