পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, সপ্তম সংখ্যা পরিবাধগত অত্যাচীর নিজকৃত অপরাধ মনে করিয়া উত্তেজিত হইয়া বলিল,--অকল্যাণের আধর্জন দূর করতে আগুন যদি জালতে হয় ত জগিব। আর অন্তায়ের প্রতিকার যদি না করতে পারি তবে সে আগুনে নিজেরাই পুড়ে মরব--পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছাড়ব । ভাবপ্রবণ বিপিনকে উত্তেজিত দেখিয়া নবকিশোর সস্তুষ্ট হইয়া বলিল,—সম্পর্ক ছাড়লে চলবে কেন ? মা বোন ত ছাড়বার নয় ; তাদের সঙ্গে সম্পর্ক রেখেই পরিবারের মধ্যে নুতন উন্নত আদর্শ প্রতিষ্ঠা করেত হবে। বিপিন অল্পক্ষণই চুপ করিয়া থাকিয়া বলিয়া উঠিল—আচ্ছা কিশোর, মালতীর বিয়ে দিলে হয় না ? নবকিশোর হাসিয়া বলিল—পাত্র ? বিপিন হাসিয়া বলিল—তুমি। শ্রোতের ফুল ፃ» ላ নবকিশোর হাসিতে হাসিতে বলিলআগে মালতীকে একবার দেখ, তারপর পার যদি পরের নাম কোরে । বিপিন হাসিতে লাগিল । তারক চোখমুখ লাল করিয়া বলিয়া উঠিল—এ্যা ! তোমরা কি এমনই অধঃপাt छु Cष ব্রহ্মচারিণী বিধবাকে নিয়ে রহ - ! জেনো তোমরা—হিন্দুসমাজ এখনো মরে নি। সেই বিপুল প্রকাণ্ড শক্তিকে তোমাদের বিরুদ্ধে উত্তেজিত করে’ তুলে না. তে কল্যাণ হবে না, হবে না, হবে না, এ বলে রাখছি । তারক আবেগেয় তাড়নায় বেগে ঘর হইতে বাহির হইয়া চলিয়া গেল । নবকিশোর ও বিপিনের উচ্চ হাস্য তাহার পশ্চাতে তাড়া করিয়া ছুটিতে লাগিল । 雷 চারু বন্দ্যোপাধ্যায় । ইউরোপের সমর-অভিনেতৃগণ রাসিয়ার প্রধান সমর-সচিব (General Soukhomlinoff) রালিয়ারফেরেণ মিনিষ্টার fİM Sazrrırf m