পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ੋੜੀ | ৩৪শ বর্ষ ] জ্যৈষ্ঠ, ১৩১৭ [ ২য় সংখ্যা । · কণারক । ভুবনেশ্বরে, যাহার গঠন, জগন্নাথে তাহ পুষ্ট এবং কণারকে তাহা পরিণত। ভুবনেশ্বর দেখিলে মনে হয়, সৌন্দৰ্য্যঘন নিখিল স্বৰ্গ যেন এই পুণ্যভূমিতে নামিয়া আসিয়া মানুষকে আপনার বক্ষে টানিয়া লইয়াছে। জগন্নাথে সৌন্দৰ্য্য বড় নাই, কিন্তু তাহার সুবিশাল আয়তনে এবং অখণ্ড গাম্ভীর্য্যে, দর্শককে স্তব্ধ করিয়া দেয় । শুনিয়াছি, কণারকের অর্ক-মন্দির এই দ্বিবিধ ভাবেরই প্রসাদ বিতরণ করিত। সৌন্দর্য্যে তাহা অদ্বিতীয় এবং বিশালতায় তাহা অভাবনীয় ছিল। কণারকের বিশালত এখন কালগর্ভে, সৌন্দর্য্য ও প্রায়-বিগত । পুরী হইতে কণারকের অর্ক-মন্দিরের ব্যবধান আঠারো মাইল । মধ্যে বালু আর বালু আর বালু! সহর নাই, গ্রাম নাই, মুক্তজনতা নাই, খাদ্য নাই, দেবতা নাই ! লুব্ধ তীর্থযাত্রীর ভক্তির ভাণ্ডার জগন্নাথেই c*रु श्झेब्र यांग्र (* কণারকের শিল্পিগণ কবিত্ব ও সৌন্দর্য্যদৰ্শিতার যতটা পরিচয় দিয়াছিল,—শিল্পিস্থলভ অতিজ্ঞতার, ততটা দিতে পারে নাই । অর্কমন্দির এমন স্থানে স্থাপিত হইয়াছিল, যে সাগরের ধবল ছান্তমুখর উৰ্ম্মিমালা তাহার চরণে উচ্ছসিত হইয়া গড়াইয়া পড়িত। শিথিল বালুকাভিত্তির উপরে দণ্ডায়মান হইয়া, একটা মেঘভেদী মন্দির সাগরের আমুরিক উপদ্রব কতকাল অটলভাবে সহ করিবে ? ইহাই অৰ্কমন্দিরের পতনের প্রধান কারণ । আর একটি এমন ব্যাপার ঘটিয়া গেল, যাহাতে কণারকের উপরে ধ্বংসের ভীমকর অনধিককাল মধ্যেই প্রসারিত হইল । সম্মুখে, সাগরগর্ভে কতকগুলি গুপ্তশৈল অনেক তরণীর সর্বনাশ সাধন করিয়াছিল । অর্কমন্দির শিখরে, এক খণ্ড চুম্বক-পাথর ছিল। বিপন্ন জাহাজের কুসংস্কার-অন্ধ মুসলমান নাবিকেরা স্থির করিল, ঐ পাথরের আকর্ষণেই এখানে জাহাজ ডুবিয়া যায়। নাবিকের বলপূর্বক মন্দির শীর্ষ হইতে চুম্বক পাথরখানি বিচ্ছিন্ন করিয়া দিল। তখন হইতে, দেবায়তনের আরতি রাগিনী অীর বিশ্বছন্দের সহিত সুর গাথিয় দিত না । তখন কোথায় গেল পূজার ঘট, শ্লোকের ছটা, পুষ্পের ডালি, নৈবেস্কের থলি, অগুরূচন্দনকলাপ এবং জপগহনার আলাপ ! কারণ ? যবনের ম্পর্শে দেবমহিমা ক্ষুঃ হইয়াছে ! হা দেবতা ! মানবের হস্তে এত অল্পে তুমি অপবিত্র হও ! উড়িষ্যার দ্বাদশ বর্ষের রাজস্বে, কণারকের

  • শুনিতেছি, পুরী হইতে কণারক যাইবার জগু রেলপথ निश्रादर्भब अखाद इशउररु । शनि इग्न, उॉश হইলে অনেকেই এই অতীব গৌরবের শেষ-চিহ্ন দর্শন করিবার সুযোগ পাইবেন।