পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి" ভারতী খৃঃ অব্দে নিৰ্ম্মিত হয় ।* কণারকের কালনিরূপণে গোলমাল আছে। অনেকে অনেক প্রকার বলিয়াছেন। অন্তের মতে, ইহা ৭৩০ বৎসরের পুরাতন । ঐ কথা সম্রাট আকবরের যুগে। এখনকার কালহিসাব করিলে, ইহার নিৰ্ম্মাণকাল অনেকদিনকার হইয় পড়ে। পণ্ডিত ফার গুসান ঐ মতের প্রতিবাদ করিয়াছেন। তিনি বলেন—“ইহা এত পুরাতন নয়। কণারক মন্দিরের আদর্শ দেখিয়া বলা যায়, ইহা নবম খৃঃ অব্দের শেষভাগে নিৰ্ম্মিত { আবার হাণ্টারসাহেব কহেন, জগন্নাথদেবের মন্দিরের ৫০ বৎসর পরে, কর্ণারকের মন্দির নিৰ্ম্মিত হয় । ইহার নিৰ্ম্মাণকাল ১২৩৭ ও ১২৪২ খৃঃ অব্দের মধ্যভাগে ॥৯ অপর এক জনের মতে, এই মন্দিরের নিৰ্ম্মাণকাল, ১২৪১ খৃঃ অবদ হইতে ১২৬১ খৃঃ আব্দ পৰ্য্যন্ত বিশ বৎসর ৭ বাঙালী-গৌরব রাজা রাজেন্দ্রলাল মিত্র ও ঐ সম্বন্ধে অনেক আলোচনা করিয়াছেন । কিন্তু তাহাতেও কিছু ঠিক হয় নাই । কেহ কেহ বলেন ইহার নিৰ্ম্মাণকাল >> * > *zo (Temple Annals ) & পুস্তকে লিখিত আছে লাঙ্গুল্য নরসিংহদেব ৪৫ বৎসর রাজত্ব করেন। (ইহাকে “tailed king Narsing Deb” gali z H t ) Rzfrisz দেব, অর্কক্ষেত্রে একটি মন্দির নিৰ্ম্মাণ করেন। মন্দির-নিৰ্ম্মণবিষয়ক উক্তিগুলি ডাক্তার রাজেন্দ্রলাল, ইংরাজীতে অনুবাদ করিয়াছেন ঃ

  • Asiatic Researches. Vol.

§ Statistical Account of Bengal. xv.p. 327. জ্যৈষ্ঠ, ১৩১৭ “The lord of the earth, the tailed King Narasingha, erected a temple for the ray-garbanded God in the Sak year twelve hundred.” পুরুষোত্তম চন্দ্রিকায় উক্ত হইয়াছে। রাজা নরসিংহের রাজত্বকাল ১১৫৯ হইতে ১২০৪ শক । কিন্তু মন্দিরনিৰ্ম্মাণকালসম্বন্ধে চন্দ্রি কী নীরব । দেখা যাইতেছে, ষ্টালিং ও হাণ্টারসাহেবের মত, প্রায় একরূপ, য।’ দু’এক বছরের (qso effo I of ot: “List of Ancient of Bengal ”az NS 9 এই মতেরই কাছ দিয়া যায় । ফারগুসান সাহের অনেক পিছাইঞ্জা গিয়াছেন এবং আইন-ই-আকবরী লেখক আবুল ফজল আরো foret A | Tcmplc-Annals est<<tC3 আগাইয়া গিয়াছে। কোন মতট যে সত্য, তাঙ্গা ঠিক করিয়া বলা বড় কঠিন। তবে ইহার নিৰ্ম্মাণকাল,—১২৫০ খৃঃ অব্দের পরেই আরম্ভ হইয়াছিল বললে—অযুক্তি পূর্ণ হইবে না। ফারগুসনে সাহেব, যে নিম্মাণপদ্ধতি ও আদর্শ দেখিয়া, কালনিরূপণের কথা বলিয়াছেন,—তাহাতে নির্ভর কর কঠিন। হিন্দুস্থাপত্য, একান্ত রক্ষণশীল। বিশেষতঃ উৎকল-স্থাপত্য উড়িষ্যায় সহস্ৰ সহস্র মন্দির নিৰ্ম্মিত হইয়াছে। তাহীদের কাহারে কাহারো নিৰ্ম্মাণব্যবধান দু’তিন শতাব্দী। কিন্তু আলোচনা করিয়া দেখিলে বুঝিবে, এই সুদীর্ঘকালের মধ্যে নিৰ্ম্মাণপদ্ধতি অতি Monuments + অইন-ই আকবরিকর ।

  1. History of Indian and Eastern Architecture.
  • List of Ancient Monuments of Bengal. (1895)