পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দ্বিতীয় সংখ্যা । শিবানী একথা শুনিয়াই শাস্তির হাত দুখীন দুইহাতে শক্ত করিয়া চাপিয়া ধরিল, বলিল “আমি তোমায় যেতে দে{লন শান্তি । বরং ওই গাড়ি করে চুপে চুপে আজ তোমরা অামায় বিদায় করে দাও, আমি তোমাদের সব অমঙ্গল মুছে নিয়ে যাই।” রুষ্টস্বরে হেমেন্দ্র ও তৎক্ষণাৎ বলিয়া উঠিল “শান্তি, শাস্তি উঠে এসো, আমি তোমার হুকুম করচি তুমি ঐ মায়াবিনী স্ত্রীলোককে স্পর্শ করোনা শীঘ্র এসে ।” শাস্তির চারিদিকে অন্ধকার কাপিয়া কাপিয়া উঠিতে লাগিল, সে উচ্ছসিত তুমি এল । S) কণ্ঠে কাদিয়া কাদিয়া বলিল “একবার জ্যেঠামশায়ের কাছে যেতে দাও। ওগো, তোমার পায়ে পড়ি একটিবার আমায় যেতে দাও।” হেমেন্দ্র অবিচলিতভাবে কহিল, “এজন্মে আর সেটি হচ্চেন। অবাধ্য স্ত্রীকে বাধ্য ক ৰ্ব্বার অধিকার ও ক্ষমতা এখনও আমার কাছে। সেটুকু আমার প্রয়োগ করতে বাধ্য করে তুলেন ; উঠে এসো ! তোমার জ্যেঠামশাই তোমার চেয়ে হাজারগুণ আtদরের জিনিষ পেয়েছেন, তিনি আর তোমার জন্ত ব্যস্ত ন’ন ।” তুমি এস । ওগো তুমি এস, নবীন বরযে নভোনীল হ’তে আপন হরিয়া—নাfময় এস । নদী হ'য়ে কত চলিৰে বহিয়া, ইন্দ্ৰধনুর বরণ অকিয়া গগনে গগনে উদ্দেশহীন। चमि८य कठ-छ्ॉम्नां ब्र वड ? এস এস ওগো তপন হইতে,—নমিয়া এস, আলোকে পুলকে আমার আঁধার জীবনে হাস। ওগো তুমি, নন্দন হইতে লুটিয়া গন্ধ মন্দ সমীর বাহুি’ এসগো আনন্দে পলকে ছুটয়া স্বধাসরে অবগাহি । গ্রহ তারা হ’তে গীতি শিখি নিও, चभिश्च मलिएण ७ष्ठे भूबि७, রচিও গতিটি বিচিত্র ছনে शब्लग छtब्र-चांशांझ उtग्न : মুৱতি ধরিয়া বtfহরে এসগে,—মানস বাহি’, স্বপনেতে নয় আজি যে তোমায়,—জীবনে চাfছ । জীবনে আমার বহিছে আজিকে,—পাগল ঝড়, গরজে অশনি চিরিছে দামিনী,—বক্ষ-কুহর । টুটিয়া পড়িছে ফুল-পল্লব, চারিদিকে শুধু গর্জন-রব, বিদ্রোহী-সিন্ধু ফুলিয়। উঠিছে ভীষণ রঙ্গে—সমীর সঙ্গে : ওগে, তুমি আসি’ সুধীরে শাস্তির,—মন্ত্র পড়, লুটাবে চরণে নীরব মরণে,-ভীষণ ঝড়। জীবনে আমার আজো ফুটে নাই,—ঙ্কত যে ফুল, কত বা ফুটিয়া টুটিয়া গিয়াছে,—নাহিক কুল , অলোক-পরশে ফুটাও কোরকে, সাজাইয়। ধাও তরু বাকে বাকে, রোমাঞ্চ-পুলকে জিয়াইয়া তোল ग़उ शtन'-*फ़-छौदन-शंब्रl ? ও:গ৷ তুমি আসি তোলগে হাসা'য়ে,-“শুকান ফুল, সব মিলাইয়ে মালিক রচিয়ে,—সাজাও চুল । ওগো তুমি কোথা ? নয়ন স্বমুখে,—দাড়াও হাসি, জীবনের কল-কলোলে উঠুক,—সঙ্গীত ভালি', বাধি" দাও বী৭ে ছিন্ন তন্ত্রীগুলি, মুক রাগিণীতে ফুটাও গে বুলি, শিথিল গ্রন্থি বেঁধে তুল ওগো বিপুল বন্ধে,—ভয় আনন্দে ; মন্ত্র পড়িয়া টানিয়া আনগো,—পল্লব রাশি, শত বিচিত্রে গড়গো আমারে,-জীবনে আদি’ । बैौश्चंद्रक्षन ब्रांश्च ।