পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و ۵ ۹ একটু চিন্তা করিয়া দেখিলাম এমন নিরক্ষর প্রবাসীরও স্বদেশের প্রতি আস্তরিক টান রহিয়াছে ; যেহেতু প্রতি মাসে প্রত্যেকে অন্ততঃ চারি টাকা দেশে পাঠাইতে পারিবে বলিয়া জাপানস্থ ভারতীয় ছাত্রদিগকে সে সাজঘাই আসিতে পরামর্শ দিতেছিল । বাস্তবিক প্রবাসী প্রত্যক্ষভাবে দেশের কাষে যোগ দিতে না পারিলেও তাহার মন डांब्रडौ। আষাঢ়, ১৩১৭ যে নিরস্তর স্বদেশের দিকে আকৃষ্ট ভtহাতে আর সন্দেহ নাই। প্রবাসী হাজার মাইল দূরে থাকিলেও জন্মস্থানের উদ্দেশে স্বপ্নে ও জাগরণে বলে कॉभिनौब्र कभनौब्र क%छूषांश८ब्र স্থ্যতিমান মধ্যমণি যেমন সুন্দর সেইরূপ সমুদায় মেদিনী মাঝারে আছে দিব্যস্থান এক অতি মনোহর । ( ক্রমশ: ) । ঐযদুনাথ সরকার। আদেশ পালন । পরীক্ষায়, বহুবার ফেল হইলে ছাত্র যেমন সিদ্ধিলাভে হতাশ হইয় পড়ে, আমার বিবাহের বিস্তর সম্বন্ধ ভঙ্গিয় যাওয়ায় উহাতে সিদ্ধিলাভ সম্বন্ধে আমিও সেইরূপ সন্দিহান হইয়াছিলাম। যাহা হউক বহুকাল পরে হঠাৎ একদিন একটি নূতন সম্বন্ধ আসিয়া উপস্থিত। ঘটুকী রূপ: বর্ণনা করিবার পূর্কেই আমি মনে-মনে পাত্রীর ছবি আঁকিয় ফেললাম-ত্রয়োদশ বর্ষীয় বালিকা—রঙটুকু চাপা ফুলের মত—এক পিঠ কালে চুল, তার কতকগুলি গণ্ড বহিয়া বক্ষে পড়িয়া বাতাসে সপশিশুর মত খেলা করিতেছে—সুন্দর নিটোল ললাট, যেন আধখান চাদ ফুটিয়া আছে,—তুলিটান বঙ্কিম ভ্ররেখার নিম্নে দুইটি ডাগর চক্ষু—মধ্যভাগে “শুকচঞ্চুজিনি নাসা”—তার নীচে দুইখানি গোলাপের পাপড়ি–কিন্তু, হায় । অামার কল্পনার ছবিটুকু শেষ না করিতেই ঘটকঠাকুরাণী তার ব্যবসা-ধর্মের বিরুদ্ধাচরণ করিয়া বলিলেন,-“পাত্ৰীটি স্বত্র নয়, তবে দেবে-থোবে ঢের, জামাইকে বিলেত পাঠাবে।” আমার বুক্‌টা যেন ধড়াস্ করিয়া উঠিল । সুত্র নয়, অর্থাৎ তবে রীতিমত কুৎসিত ? 'দেবে-থোবে ঢের, জামাইকে বিলেত পাঠাবে’ এই কথাট। কিন্তু আমার অভিভাবকের কাণে বড় মিষ্ট লাগিল। বধুর রূপ লইয়। বাড়ির সকলে কি ধুইয়া খাইবে ? টাকা ! অল্প-স্বল্প নয়—"বিলেত পাঠাবে জামাইকে P অন্ততঃ দশ বাবে হাজার টাকা ! শুধু তাই ? আবার এক থানা বাড়ি ! তার পর সে এক শুভ দিনে শুভ লগ্নে আমার বিবাহ হইঃ গেল—সেই কাল কুৎসিত মেয়েটার সহিত। একটি জীবন্ত অন্ধকারকে আমি বিবাহ করিয়া আনিয়া ঘর কালো করিয়া তুলিলাম । আকাশের অন্ধকারে আছে, আমার “অন্ধকারে” গহনার শোভা ছিল। অন্ধকার রাত্রে লোকে আকাশের দিকে চাহে অন্ধকার দেখিতে নয়, তারা দেখিতে, আমাদের বাড়ীতেও যে उtद्रांद्र c*ांड