পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&>br তার পর শ্ব গুরের অর্থে বিলাত যাত্র করিলাম। যাত্রা করিবার পূৰ্ব্বে যেরূপ আনন্দ হইয়াছিল, আত্মীয় স্বজনকে ছাড়িয়া যাইৰার সময় তাহ রহিল না । বন্দর হইতে জাহাজ যতই সমুদ্রের দিকে যাইতে লাগিল আমার হৃদয়ের স্নেহে ততই টান পড়িতে লাগিল। দেশের প্রতি, দেশের দশ জনের প্রতি যে ভালবাস। এতদিন আমার অজ্ঞাতসারে . অস্তরে বিলীন হইয়াছিল আজ সকস যেন সে আমার সম্মুখে আসিয়া আত্মপরিচয় দিয়া দাড়াইল । সঙ্গে যে কয়জন বাঙালী ছিলেন তাহারাই যেন আমার একান্ত আত্মীয় হইয়া উঠিলেন। বাঙলাদেশ ছাড়িয়া প্রথম বুঝিলাম, বাঙলাদেশকে কতখানি ভালবাসি—তখন বাঙলাদেশে, বাঙালীর মধ্যে সকলকেই আমার প্রিয়জন বলিয়া মনে হইল। আর আমার “অন্ধকার” ? আহ, সে-ও তো বাঙলাদেশের মাটিতে জন্মিয়াছে ! - মনে করিলাম, বিলাত পৌছিয়া তাহাকে পত্র দিব । কিন্তু সেখানে গিয়া তাহাকে পত্র দেওয়া দূরে থাক্, জন্মভূমির প্রতি আমার যে মনের ভাব ছিল, তাহারে পরিবর্তন হইয়া গেল ! পোষ্যপুত্র যেমন পালিকা মাতার বাহিরের বিভব ८मथिग्रां ऊँांशं८डहें ठांकृठे झहेग्न यांश्रृंनांद्भ স্নেহময়ী দুঃখিনী মাতাকে অবজ্ঞার চোখে দেখিতে থাকে, আমার দশাট কতকটা সেইরূপ দড়িাইয়াছিল। ইংলণ্ড আর ভারতবর্ষ ! স্বৰ্গ আর মর্ত্য ! তখন ভুলিয়া গিয়াছিলাম, ইংলণ্ডে এ স্বর্গের স্বষ্টি কাহার ধনরত্নে इहेब्राझिल ! छांब्रडौ । רצסיל ,לetisfי পড়াশুনায়, আমোদ-আহলাদে বিলাসবিভ্রমে তিন বৎসর কাটাইয়া দিলাম । বিলাতে থাকিবার সময় আমার দুই কুল ( পিতৃ ও শ্বশুর ) হইতে চিঠিপত্র আসিত । আমিও নিয়মমত সকলকে উত্তর দিতাম, ক্রট করিতাম না। আমার “অন্ধকার”ও আমায় দুইখানি চিঠি লিখিয় তাহার উত্তর ন পাইয়া আর আমায় চিঠি লিখিয়া অমৃগৃহীত করেন নাই ! আমিও তাহাতে তখন বিশেষ দুঃখিত হইয়া ছিলাম বলিয়া ত মনে হয় না। তাহার পত্রের এক স্থানে লেখা ছিল, “বাড়ী ফিরিবার আগে আমায় খবর দিয়ে।” আমি কিন্তু কথা মত কাজ করি নাই— আর করিলেই বা কি হইত ! ব্যারিষ্টার হইয়া দেশে ফিরিলাম। ফ্লোর সঙ্গে আসিবার জন্ত বড়ই ব্যস্ত হইয়াছিল, নান কারণে তাহার ইচ্ছা পুর্ণ করিতে পারিলাম না। আমার মনে হইয়াছিল যেন প্রাণের আধখান সেই শ্বেতদ্বীপে রাখিয়া আমি স্বদেশে ফিরিতেছিলাম। ফ্লোরা আমার কে ? আজ সে আমার কেহ নয় ! প্রবাস হইতে যেদিন বাঙালী বাঙলাদেশের কোলে ফিরিয়া আসে, সেদিন তার কি আনন্দ । কিন্তু আমার মত দুর্ভাগ্যের কপালে সে আনন্দলাভ ঘটে নাই! বিদেশের । লতাকে প্রাণে জড়াইয়া বিদেশেই ফেলিয়া আসিতে হইলে, বুঝি, মামুষের কপালে স্বদেশের স্নেহলভি তেমন ঘটে না ! কলিকাতায় পৌঁছিয়া দেখি, আত্মীয়স্বজনেরা আমার জন্য অপেক্ষা করিতেছেন। দেখিয়া ভাবিলাম , বাড়িতে