পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३२२ ভারতী । আষাঢ়, ১৩১৭ রসমুণ্ড । প্রথম অঙ্ক । ধীরে ধীরে বলিলেন-গোলাম, আমি মদ্যপূর্ণ নরকপাল রসমুণ্ডার মুখের সন্মুখে ধরিয়া এলবিয়ন বলিলেন—নও, তোমার পিতার মাথার খুলিতে ভ’রে এই মদ এনেছি —পান কর । রসমুগু (পানপত্র শিহরিয়া )-ও ! এলবিয়ন । আমার আদেশ–পান কর । রসমুণ্ডা । ( মদ্যপান করিতে করিতে ) তুমি অধঃপাতে যাও ! দ্বিতীয় অঙ্ক । এলবিয়ন । ( প্রেমবিহবলভাবে )—প্রিয়তমে, এত বিষঃ কেন ? রসমুণ্ড । কিরূপে প্রসন্ন থাকৃব বল ? এলবিয়ন । অতীতের কথা ভুলে যাও, fests ! রাজা রসমুণ্ডার দিকে অগ্রসর হইলেন। রসমুণ্ডা। (সরিয়া যাইয়া ) যাও আমাকে ম্পর্শ করেন । দেখিয়া আতঙ্কে এলবিয়ন । রসমুগু, আমাকে তুমি ঘৃণা করছ ? রসমুগু । ঘুণ ? না ! তৃতীয় অঙ্ক । রসমুগু ছুরিকার ধার পরীক্ষা করিতেছিলেন। পরে উচ্চৈঃস্বরে ডাকিলেন— গোলাম ! পেরিডেন্স, প্রবেশ করিল এবং জানু পাতিয়া বসিয়া বলিল—মহারাণী ! রসমুণ্ডা একটু থামিয়া, পরে পেরিডেন্সের প্রতি প্রেমচকিতনয়নে দৃষ্টিপাত করিলেন, তোমাকে ভালবাসি । পেরিডেন্স, চমকিয়া কহিল—র্ত্যা, সেকি ! রসমুগু: হুঁ, এস—কাছে এস। রাণী নফরকে আলিঙ্গন করিলেন । চতুর্থ অঙ্ক । পাশ্বস্থ কক্ষে রাজা সুপ্তিমগ্ন ; তাহার নাসিকাধবনি শুনা যাইতেছিল। রসমুণ্ড পেরিডেন্সের হস্তে ছুরিকা প্রদান করিয়া ব্যগ্রকণ্ঠে বলিলেন —যাও, এই মুহুর্তে খুন কর । পেরিডেন্স, । ( ইতস্ততঃ করিয়া) রাজাকে খুন করব ? রসমুণ্ডা । হা, রাজা !—যে রাজা তোমার প্রেমের প্রতিদ্বন্দ্বী । পেরিডেন্স । তবে— পেরিডেন্স, দ্রুতপদে রাজার শয়নগৃহের দিকে গমন করিল। পঞ্চম অঙ্ক | নেপথ্যে রুদ্ধকণ্ঠে রাজা চীৎকার করিয়া উঠিলেন-রক্ষা কর । রক্ষা কর । রসমুণ্ডা ( শব্দলক্ষ্যে )—তোমার নিপাত হোক ! ( রক্তাক্ত ছুরিকাহস্তে প্রবেশ করিয়া ) পেরিডেন্স, । কাজ শেষ ! রসমুগু পেরিডেন্সের হস্ত হইতে ছুরিকা কাড়িয়া লইলেন এবং তাহার অগ্রভাগ উদ্ধে তুলিয়া ধরিয়া তীব্ৰকণ্ঠে বলিলেন–পিতা । পিতা ! এই রক্ত ! এই রক্ত পান ক’রে আজ তোমার আত্মা তৃপ্ত হোকৃ ! যবনিক । ঐকাৰ্ত্তিকচন্দ্র দাসগুপ্ত ।