পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩২ আপনার হাট নিয়ে এই বেলা আমার সঙ্গে অীক্ষন, আমায় সকলে চেনে— এখনও আপনাকে রক্ষা করবার সময় আছে, কিন্তু মডেলটকে এইখানেই ছেড়ে যেতে হবে” । “ত আমি পারব না, কিছুতে না, ক্যাজটি মশায়, আপনি আমাদের রক্ষা করুন। আপনি—” ক্যাজটি তীব্রম্বরে বলিয়া উঠিল, “এ আপনার কে ?” সোফি মস্তক নত করিল, মৃত্নস্বরে উত্তর করিল, “এ আমার স্বদেশী, তারা একে হত্যা করবে।” হেনরি লেসট্রেঞ্জ মঞ্চ হইতে নামিয়া পড়িয়া দ্রুত কণ্ঠে কহিল, “লিমোইন-কুমারি, আমার জন্ত তুমি আত্মরক্ষায় পরায়ুখ হয়ে না! আমায় ফিরে যেতে অনুমতি দাও, সব সমস্ত দূর হোক। মশায়! আপনাকে কিছু বলবার নাই, যারা আমার সহচর, বন্ধুদের হত্য করেছে, আপনি তাদেরি দলের লোক, অস্ত স্থানে আপনার সঙ্গে দেখা হলে বড় মুখী হতেম, কিন্তু তা অসম্ভব, আমি আমার মৃত্যুকে বরণ করতে চল্লেম । যুদ্ধ করে মরবো, এবং আমার হত্যাকারীদের সঙ্গে নিজের পোষাকেই সাক্ষাৎ করতে যাবে। বিদায়, সোফি ! তোমার করুণার জষ্ঠ শত ধন্তবাদ । কিন্তু মিনতি করে বগচি, তুমি এই ভদ্রলোকের সঙ্গে যাও, ঈশ্বরের নিকট আমার শেষ প্রার্থনা, তুমি মুখী হও ।” সোফিকে অভিবাদন করিয়া সে পর্দার দিকে অগ্রসর হইতে গেল। কিন্তু সোফি দুই হাতে তাহাকে ধরিয়া রাখিল, “হায়, হেনরি ! সেদিন নিজের হৃদয় না বুঝে তোমায় বিদায় দিয়েছিলাম, কিন্তু এতদিন डांब्रडी । আষাঢ়, ১৩১৭ পরে আজ যখন এসেছ, আর আমায় ছেড়ে যেও না, অমুক তারা, আমরা এক সঙ্গে মরবো ।” হেনরি সোফির মৃত্যু বিবর্ণ অধরে চুম্বন করিল, রুদ্ধকণ্ঠে বলিল, “কি আনন্দ ] কি বিজয় ! কিন্তু প্রাণের সোফি, আমরা ফাসি কাঠের নীচে দাড়িয়ে আছি । আমি তোমাকে আমার মৃত্যুর সঙ্গী করতে পারব না, আমায় ছেড়ে দt ও, যেতে দাও ।” কাজটির উপস্থিতি তাহারা ভুলিয়া গিয়া ছিল | রিপবলিকান ক্যাজটি প্রস্তর মূৰ্ত্তির মত দাড়াইয়া বিস্ময়ব্যাকুল নেত্রে তাহাদের দিকে চাহিয়াছিলেন । সোফিকে সত্যই তিনি প্রাণের সহিত ভাল বাসেন, আজ আপনার সম্মুখেই তাহাকে অন্যের বাহুবন্ধনে বদ্ধ দেখিয়৷ তাহার প্রশস্ত বক্ষ যেন চুর্ণ হইয়া গেল । যাহাকে ভালবাসেন, আর কয় মিনিট পরেই তাহাকে তাহার প্রেমাম্পদের পাশে দলিত পুষ্পের মত ছিন্ন-বিচ্ছিন্নভাবে পড়িয়া থাকিতে দেখিবেন । তাহার মস্তিষ্ক জলিয়া উঠিল । এখন ইহুদিগকে কিছুতেই কি বিচ্ছিন্ন করিতে পারিবেন না । এদিকে ক্রুদ্ধ সমুদ্রতরঙ্গের মত বিপুল জনসঙ্ঘ বাড়ির উপর আসিয়া পড়িয়াছে। ক্যাজটি নিজে এখানে উপস্থিত থাকিলে বিপদে পড়িবেন । কিন্তু কেমন করিয়া ইহাদিগকে ত্যাগ করেন । সৈনিকট মরিলেবt'চলে তাহার সমানই ক্ষতি, সোফি চিরকালের জন্য তাহার নিকট হইতে চলিয়া যাইবে । কখন তো সে তাহার দিকে এমন করিয়া চাহে নাই। কখনও ত সোফির হৃদয় তাহার জন্য এমন ব্যাকুল হয়