৩৪শ বর্ষ, তৃতীয় সংখ্যা । নাই ? ক্যাজটি একটি মুগভীর দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিলেন তারপর সহসা একটা নুতন চিন্তা তাহার যন্ত্রণা-পীড়িত মস্তিষ্কের মধ্যে বিদ্যুতের মত চমকিয়া উঠিল, “আঃ, এই পথ, এই একমাত্র উপায়ে ব্যর্থ জীবন এবং যন্ত্রণার উপশম হইবে, এই অসাধারণ ত্যাগের মহিমাম্বারাই সোফির অন্তরে তাহার স্মৃতি উজ্জল বর্ণে অঙ্কিত রাখিলে। মনুষ্যত্বের ও বীরত্বের এই শৃঙ্খল দিয়া তাহাকে নিজের কাছে বাধিয়া, রাখিবার লোভ, ক্যাজটি সম্বরণ করিতে পারিলেন না । বক্তা ও কবির কল্পনা র্তাহাকে এ উংসর্গেব দিকে সবলে আকর্ষণ করিতে লাগিল। কলেব পুতুলের মত ক্যাজটি বলিলেন, “মশায়, আপনি মঞ্চের উপর যান। লিমোইন কুমারি, আপনার কাজ আরম্ভ করুন। আমার দ্বারা যেটুকু সাহায্য হতে পারে, তা করব । এই ছাড়পত্র, —ইহার সাহায্যে আপনার পালাতে পারবেন। এখন আমি চল্লেম, হয়তো আর আসতে পারবো না ।” পর্দা সরাইয়া ক্যাজটি সুইস গার্ডের লাল পোষাকটা সংগ্ৰহ করিয়া লই লেন। তার পর এক বার শুধু সোফির মুখের দিকে চাহিয়া তার শীতল হস্তে একটিমাত্র ব্যগ্র চুম্বন অঙ্কিত করিয়া দ্রুতপদে ঘর ছাড়িয়া চলিয়া গেলেন । দ্বার বন্ধ হইল। হেনরি লেসট্রেঞ্জ মঞ্চের উপর আসিয়া দাড়াইল, কিন্তু তরবারিখানা এবার খাপ হইতে খুলিয় রাথিল, জিজ্ঞাসা করিল “লোকটাকে বিশ্বাস করবো কি, সোফি ?” চয়ন—সুইস গার্ড। ROరి "হুঁ, আমি জানি, ক্যাজটি আমার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। “ কিন্তু কি করে এত অল্প সময়ের মধ্যে আমার লাল পোষাকটা লুকিয়ে ফেলবে, আমি ভেবে পাচ্চি না, যদি ওগুলো ধরা পড়ে, তাহলে এ বাড়ির প্রত্যেক ইট মুদ্ধ খসিয়ে তারা অনুসন্ধান করতে ছাড়বে না । ঐ শোন । তারা সিঁড়ি দিয়ে উঠছে !” *ভয় কি হেনরি ? সাহস আনে৷ ” —সোফির কণ্ঠরোধ হইল, দারুণ আতঙ্কে দুই জাদুর মধ্যে মুখ লুকাইয়। সে কঁাপিতে লাগিল । দ্বারের সম্মুখে বহু লোকের পদধ্বনি শুনা গেল, শব্দটা সরিয়া গেল । তার পর উচ্চ চীৎকার, “রাজা দূরে দীর্ঘজীবী হোন” এবং বন্দুকের গর্জন ঘরটাকে কঁপাইঃ তুলিল। সেই সঙ্গে একটা গুরু বস্তু পতনের শব্দে সোফি মূচ্ছিতা হইল । সৈনিক সোফিকে আসন হইতে তুলিয়া তার হাত ধরিয়া দ্বারের সম্মুখে আসিয়া দাড়াইল, কিন্তু সেবার কেহই প্রবেশ করিল না, বরং তাহারা শুনিল হত্যকারীগণ বিকট চীৎকারে জয়ধ্বনি করিয়৷ রাস্তায় বাহির হইয়া পড়িতেছে । তাহাদের প্রতিহিংসা কিসে চরিতার্থ হইল ? চিত্রশালার দ্বার হইতে কিছু দূরে লাল পোষাক পরা মৃত জীন কাজটির দেহু পড়িয়া আছে। তাহার অসংখ্য ক্ষত হইতে শোণিতধারা প্রবাহিত হইয়া সিড়ি বাহিয়৷ পড়িতেছিল । প্যারিসের প্রসিদ্ধ বক্তা, চিরদিনের জন্য, আজ নীরব হইয়া গিয়াছেন । শ্ৰীঅনুরূপ দেবী।
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/২৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।