পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, তৃতীয় সংখ্যা। ১৯ বৎসর বিশেষ দক্ষতার সহিত কৰ্ম্ম করেন। রাজপুত্র হইলেও তাহার অন্তর এতই উদার ও অমায়িক ছিল যে তিনি তদীয় বিভাগের কোন কৰ্ম্মচারীকে তাহার প্রতি রাজসন্মান প্রদর্শন করিতে দেখিলে বিশেষ অসন্তুষ্ট হইতেন ; এমন কি তাহাকে রাজপুত্র বলিয়া সম্বোধন করিতে পৰ্য্যন্ত তিনি নিষেধ করিতেন । আহার বিহার আনন্দে সকলের সহিত সমভাবে যোগদান করিয়া সৰ্ব্বদা সাধারণ ব্যক্তির দ্যায় কালাতিপাত করাতেই তিনি আনন্দবোধ করিতেন । পৃথকের মধ্যে র্তাহার নিজের লেখাপড়ার জষ্ঠ জাহাজের মধ্যে একটি কামরা থাকিত মাত্র। যুবরাজের পদে প্রতিষ্ঠিত ইহবার পূৰ্ব্বে তিনি “নাবিক প্রিন্স” নামেই সকলের নিকট পরিচিত ছিলেন । ১৮৯১ সালে তাহার জ্যেষ্ঠ ভ্রাত প্রিন্স এলবার্ট ভিক্টরের সহিত প্রিন্সেস মে অফ টেফের বিবাহ স্থির হয় । দুর্ভাগ্যবশতঃ ইহার একমাস পরেই যুবরাজের মৃত্যু হয়। সুতরাং সেই শোকের মধ্যেই প্রিন্স জর্জ যুবরাজের পদে প্রতিষ্ঠিত হইলেন । এবং দুই বৎসর পরে জ্যেষ্ঠের মনোনীত প্রিন্সেস মের সহিত যুধরাজের বিবাহ হইল। . যুবরাজ জর্জ সম্রাট জর্জ হইয়া কিরূপে রাজ্যশাসন করিবেন এই বিষয় লইয়া আজকাল বিলাতের প্রায় সকল সংবাদ পত্রেই আলোচন চলিতেছে । এ বিষয়ে ভবিষ্যদ্বাণী করা কাহারও পক্ষেই ঠিক নিরাপদ नश् ि।। ८षेोवङ्गांश्च श्रेंटड श्रावitबाघ्र ६tग्निस् স্বন্ধে লইলে মনুষ্য যে কতজুর পরিবর্তিত হওয়া সম্ভব, তাছার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত আমরা স্বর্গগত ভারতের নূতন সম্রাট । き、2意 সম্রাটেই দেখিয়াছি। তবে আপাততঃ ইংলণ্ডের লোক এইরূপ কল্পনা করেন যে, আমাদের নূতন সম্রাট তাহার স্বর্গগত পিতার দ্যায় ইতর ভদ্র সৰ্ব্বসাধাবণের প্রিয় হইবেন কি না তাঙ্কা সন্দেহ। ইহার স্বৰ্গীয় পিতা লোকের মনোহরণে সিন্ধহস্ত ছিলেন এবং ক্ষণজন্ম পুরুষ ছিলেন বলিলেও অত্যুক্তি হয় না । এই সঙ্গে এ কথাও বলা যাইতে পারে যে পঞ্চম জর্জ দেশের শক্তিবান মন্ত্রীসমাজের ক্রীড়াপুত্তলি হওয়া কোন মতেই সম্ভব নহে। রাজনৈতিক হইতে সামাজিক পৰ্য্যন্ত সাম্রাজ্যের সকল বিষয়েই র্তাঙ্কার নিজেই একটা নির্দিষ্ট মত আছে এবং তাহ প্রকাশ করিতেও তিনি কোন দিনই কুষ্ঠাবোধ করেন নাই। এ সকল বিষয়ে তাহার অভিজ্ঞান অসাধারণ । দেশে যখনই কোনও বিশেষ আন্দোলন উপস্থিত হইয়াছে যুবরাজ জর্জ সৰ্ব্বাস্তঃকরণে ভাহার সকল দিক জানিবার চেষ্টা করিয়াছেন । দিনের পর দিন তিনি পালামেণ্টে স্থাইয়া দেশের সকল সম্প্রদায়ের মতামত মনোযোগের সহিত শ্রবণ করিতেন। সাম্রাজ্য সম্বন্ধেও র্তাহার অভিজ্ঞতা অসাধারণ। নৌবিভাগে থাকিয় তিনি পৃথিবীর চতুর্দিকে যেরূপ ভ্রমণ করিয়াছেন, সেরূপ কোনও ভাবীরাজার अनृप्टेइ गळ्ब्राप्तत्र घएँ न । ७क गभरब বক্তৃতাকালে তিনি বলিয়াছিলেন—“যদি আপনাদিগকে এ কথা বলি ষে এখানে এমন কোন ব্যক্তিই উপস্থিত নাই খিনি আমার দ্যায় বিভিন্ন ব্রিটিশ রাজ্যে পদার্পণ করিয়াছেন, তাহা হইলে সেটা বোধ হয় আমার পক্ষে খুব অন্তীয় গৰ্ব্ব হইবে না। এত ভ্রমণের