পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rసెb हहेब्रl छैठिंब्र लैंख्निोईब्र वjख झहैब्रां दलिव्, “রজনীবাবুর খাবার বন্দোবস্ত করতে হবেতো মা, তাকে বোধহয় খাওয়ান হয়নি ?”

  • কে জানে বাছা আমার আত সাতকুটুমের খপর রাখবার অবসর নেই, যাদের রস পড়েচে তার করুক গিয়ে । আমি নিজের জালায় নিজেই জলে মরচি—নেহাৎই সন্ধ্যাবেলায় ‘বাড়ি বন্ধনের তুকটি না করলে নয় তাই এই শরীল নিয়েও মরতে মরতে আসি । বলি কোনদিন আবীর চোরডাকাতে

সকলসিৎ চুটে নে যাবে।—থাকগে—যদিন আছি কেউ বুকুক না বুঝুক আমার কন্মতে আমি করি,-তাপর যার কপালের যা লেখন আছে সে ভুগবে। হরি হে দীনবন্ধু!”

  • সিদ্ধেশ্বরী গলায় অঞ্চলের প্রান্ত দিয়া নদীর দিকে মুখ করিয়া দুই হাত কপালে ঠেকাইয়৷ নদীতীরস্থ সন্ধ্যাদেবীকে প্রণাম করিতে করিতে দেখিলেন, শিবানী চলিয়া যাষ্টতেছে । এক মুহূর্বে সিদ্ধেশ্বরীর পায়ের তলা হইতে ব্ৰহ্মরন্ধ, পর্যন্ত রাগে বা বা করিয়া জলিয়া উঠিল। হতভাগা মেয়ে তাহার একটা পরামর্শ লইবে ন! আবার উলটিয়া বিশেষ করিয়াই যেন তাহার শত্রু পক্ষের সঙ্গেই মেলা মেশা অাদর আপ্যায়িত করিবে। এ পেটের শত্রুরই তাহার

সবচেয়ে যন্ত্রণার কারণ হইয়াছে। এক বাবু বুঝি যদি নিজের ভাল মন্দ নিজে দেখ। তা যখন পারবে না তখন মায়ের চেয়ে তো আর কেউ সংসারে অপেন হবে মা তা সেই মাকেই তোর লাভ লোকসান ভাববার ভার দিয়ে যা বলি তা চুপকরে মেনে যা-ত নয়! যেটিতে নিজের ক্ষতি হবে ভারতী । শ্রাবণ, ১৩১৭ সেইটিই যেন বিশেষ করেই করবে ? প্রকাশ্রে বিরক্ত কণ্ঠে তাহাকে ডাকিয়া বলিলেন “শোন শিবানী ! তোর ভাল যদি চাস এখনো বুঝে চল, ওদের এ বাড়িতে ঢোক বার পথ বন্ধ কর । না হলে এখানে তোর জায়গা হবে না ত৷ কিন্তু আমি এই দিব্যি করে বলে দিলুম,—দেখে নিস”—শিবানী যাইতে যাইতে বিদ্যুৎবেগে ফিরিয়া দাড়াইল, তাহার দুই চক্ষু প্রদীপ্ত—সে কঠিন স্বরে বলিল, “নাই বা হলে আমি এ বাড়িতে জায়গা চাইনে ৷”— সিদ্ধেশ্বরী আজন্ম ধরিয়া তাহীকে চিনিয়া আসিলেও তাহার আজিকার এই কয়টা কথায় অত্যন্ত চমকিত হইলেন । এই বাড়ি, এই দাসী চাকর, এই বাগান বাগিচা, সোনাদান, রাজ ঐশ্বৰ্য্য সে এসব চাহে না ? শিবানী বলে কি ? সে পাগল হইয়াছে ! বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন “সত্যি কি তুই তাদের জন্তে পেটের ছেলেটাকে স্থদ্ধ ফাকি দিতে চাস নাকি ?” সংসারে যে এরকম অনাস্থষ্টি বুদ্ধ থাকিতে পারে সে কথা যেন তিনি তাহার এই এতখানি বয়সের মধ্যে এই প্রথম জানিতে পারিলেন। শিবানী দৃঢ়স্বরে উত্তর করিল “হ্যা”। সিদ্ধেশ্বরী দুই চক্ষু বিস্ফারিত করিয়া গালে হাত দিলেন, এ মতের বিরুদ্ধে কোন প্রকার যুক্তি তর্ক প্রযুক্ত হইতে পারে বলিয়া তখন আর তাহার মনে হইল না। শিবানী নীরবে ঘর হইতে বাহির হইয়া পাশের সিড়ি দিয়া নামিয়া গেল। মুখে যত খান দেখাক ভিতরে ভিতরে শত্রু নিপাতে যে • সেও খুলী না হইয়৷ থাকিতে পারে নাই এমন বিশ্বাস সিদ্ধেশ্বার