পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లి) 3 ভারতী । শ্রাবণ, ১৩১৭ স্পঞ্জসংগ্রহ ও নকল স্পঞ্জ উৎপন্ন প্রণালী। পঞ্জ বা শোষণী সমুদ্র গর্ভজাত একরূপ সজীব পদার্থ। ঝিনুকের স্তায় ডুবারদিগের দ্বারাই ইহা উত্তোলিত হইয়া থাকে। স্পঞ্জের ব্যবসায় আমেরিকার যুক্তরাজ্যে অৰ্দ্ধ শতাব্দীর কিঞ্চিদধিক সময় হইতে প্রচলিত হইয়া আসিতেছে। তখন ‘কি-ওয়েষ্ট’ (Key west) নামক ক্ষুদ্র দ্বীপের চতুঃপার্শ্বস্থ সমুদ্র হইতে তৎস্থানের অধিবাসীগণ স্পঞ্জ ংগ্ৰহ করিত। ক্রমশঃ স্পঞ্জের কাটতি যত বাড়িতে লাগিল ততই নানাস্থান হইতে ইহার ংগ্রহ চলিতে লাগিল । আমরা এক্ষণে আমেরিকার যুক্তরাজ্যের সন্নিকটবৰ্ত্তী সাগর গর্ভের স্পঞ্জ সংগ্রহ সম্বন্ধে আলোচনা করিল। ফ্লোরিডার পশ্চিম উপকুল টারপান প্রীংস্ (Tarpan Springs) got foal alcoià দক্ষিণ দিকৃবৰ্ত্তা বাটাবানো (Batabano) নামক স্থানে বহুপরিমাণে স্পঞ্জ উৎপন্ন হয়। যদিও এই দুইটি স্থান পরস্পর অতি সন্নিকটবৰ্ত্তী—এমন কি ইহার একস্থান হইতে লোষ্ট্র নিক্ষেপ করিলে অপর স্থানে সহজেই পতিত হইতে পারে,—তথাপি উভয় স্থানের স্পঞ্জ সংগ্রহপ্রণালী সম্পূর্ণরূপে পৃথক । ফ্লোরিড উপকূলের স্পঞ্জ উত্তোলনপ্রণালী বর্তমান জগতের কৌশল ও বিজ্ঞানামু মোদিত। কিন্তু কিউব উপকূলে অতি প্রাচীনকালোপযোগী প্রথাতেই স্পঞ্জ সংগৃহীত হয়। কিউবা দ্বীপবাসীগণ ডোঙ্গার স্তায় একপ্রকার নৌকাযোগে সমুদ্রমধ্যে গমন করে। সেই নৌকার ‘পাটাতন’ সুপ্রশস্ত। তাহারা এই নৌকাকে চালুপ (chalupa) বলিয়া থাকে। ডুবুরিগণ সমুদ্র মধ্যে সহজে যে প্রকার অস্ত্র চালিত হইতে পারে এমত অস্ত্র সঙ্গে লইয়া প্রথমে এই নৌকায় ওঠে। এই অস্ত্র আর কিছুই নহে—এক প্রকার “নগ”। প্রত্যেক ডুবুরিকে তিনখানি করিয়া এই “নগ।” সঙ্গে লইতে হয়। এগুলি যথাক্রমে * - হস্ত দীর্ঘ। প্রত্যেকটির অগিায় তিনটি করিয়া সূক্ষ বক্রাকৃতি তীক্ষ ধার লৌহশলাকা সন্নিবিষ্ট থাকে। ঐ অস্ত্র তিমি প্রভৃতি ভয়াল হিংস্র জন্তু নিকটবৰ্ত্তী হইলে তাহাকে হনন করিবার জন্ত। উহা আমাদের দেশের অনেকটা বল্লমের অসুরূপ। এই অস্ত্র সঙ্গে লইবার প্রথা আর অধুনা দৃষ্ট হয় না। ডুবুরিগণ বহুদুর দৃষ্টিক্ষম চসম পরিয়া চালুপার সাহায্যে ধীরে ধীরে সমুদ্রগর্ভে গমন করিতে থাকে। সার্সী যে গ্লাসের দ্বারা প্রস্তুত এই চসমীও অধিকাংশ সেই গ্লাসের প্রস্তুত । যে ২০ ও ৩8 পাত্রের মধ্যে জল প্রবেশ করিতে পারে না (Water-tight-cylinder) en Tzn een