পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, চতুর্থ সংখ্যা । কোন ব্যবধান নাই । কারণ অধ্যাপকগণ আমাদের নিত্য সঙ্গী ও প্রিয় বন্ধু । অন্তরঙ্গ বন্ধুর সহিত আমরা যেমন প্রাণ খুলিয়। সৰ্ব্ববিষয়ে অ{লাপ করি অধ্যাপকের সহিতও তেমনি করি। মতদ্বৈধ হইলে ক্লাসে ষথেষ্ট তর্ক আলোচনা হয় ও বাহিরে রহস্তালাপের ও অভাব নাই । ইহার কেবল অধ্যাপক নহেন একপ্রকার সমপাঠী ও বন্ধু। আমেরিকা প্রবাসীর পত্র । vවිඵණු আমেরিকার বিশ্ববিদ্যালয়ে মেয়ে ও ছেলে একত্র পড়েন ; একই ক্লাস, একই অধ্যাপক । কেবল ছাত্রদিগের ও ছাত্রীদিগের ডৰ্ম্মিটরি অর্থাৎ শয়নাগার স্বতন্ত্র । আমেরিকা রমণীর দেশ,—র্তাহীদেরই একাধিপত্য ; সেজন্ত কি শিক্ষা কি চরিত্রগুণ কি কাৰ্য্যতৎপরতা অনেক বিষয়েই ইহঁর পুরুষকে পশ্চাতে ফেলিয়াছেন । পড়ায় ক্লাসে ইহাদের ছাত্রদিগের ডর্মিটরি । সহিত অঁাটিয়া উঠা সহজ নহে। সাধারণতঃ ইহারা সাহিত্য, ইতিহাস, সমাজনীতি, কলা, শিক্ষাশাস্ত্র, দর্শন, মনোবিজ্ঞান, অঙ্কশাস্ত্র প্রভৃতি বিষয় বেশী অধ্যয়ন করেন। এক এঞ্জিনিয়ারীং বিভাগ ছাড়া জ্ঞানের সমস্ত বিভাগই ইহারা আক্রমণ করিয়াছেন ও সে জন্ত পুরুষকে তাহার! সদাই সজাগ ও ব্যতিব্যস্ত রাখেন। হতভাগ্য অমিয়া কোনও প্রকারে ছাত্রীদিগের ডর্মিটরিও এইরূপ। ক্লাসে টি কিয়া থাকি, কারণ প্রতিদ্বন্দিতায় ইহাদেরই জিত ! - এখানে দুই টাৰ্ম্মে কলেজের একবৎসর। অগষ্ট হইতে ডিসেম্বর পর্য্যন্ত প্রথম টাৰ্ম্ম ও জানুয়ারি হইতে মে দ্বিতীয় টাৰ্ম্ম । প্রথম টাৰ্ম্মে ভৰ্ত্তি হওয়াই প্রশস্ত। তবে দ্বিতীয় টাৰ্ম্মেও ভর্তি হওয়া যায়। গ্রীষ্মের ছুটী তিন মাস ও বড়দিনের একমাস আনাজ।