৩৪শ বর্ষ, চতুর্থ সংখ্যা । করেন । আমাদের ইতিহাস এ কলঙ্কে মলিন নহে । আমাদের পুৰ্ব্বপুরুষগণ ভারতে সমস্ত অধিবাসী লইয়া একটী বিশাল জাতি গঠনের চেষ্টা করিয়াছেন ও সে চেষ্টা আজও চলিতেছে। ভারতের ইতিহাস গভীরভাবে আলোচনা করিলে আমরা এই চেষ্টার অনেক প্রমাণ পাই । কাৰ্য্যতঃ তাহা লাভ না করিতে পারিলেও তাহারা আমাদের এমন এক মহান আদর্শ দিয়াছেন যে সেই ভিত্তির উপরই আমাদের এই বিচিত্র মহাজাতি সংগঠন সম্ভব। সৰ্ব্বভূতে ঈশ্বরত্ব বেদান্তের এই শিক্ষা অামাদের বিচিত্র জাতি সমূহকে এক করিবার এক প্রধান উপায় বলিয়া মনে হয়, এবং ইহাই আমাদের জাতীয়তার এক প্রধান অবলম্বন হইবে। এই জটিল জ্ঞাতি সমস্তার সমাধানই আমাদের গৌরবের জিনিস হইবে এবং বিধাতা ইহারই জন্ত আমাদিগকে প্রস্তুত করিতে সদানন্দের বৈরাগ্য । ○8) ছিলেন । আমরা অতীত ভারতের গৌরব করিয়া থাকি, কিন্তু আমাদের পূর্বপুরুষগণ যে কার্য্যের সুত্রপাত করিয়া গিয়াছেন এবং যাহা সম্পূর্ণ না হওয়ায় আমাদের পতনের কারণ হইয়াছে সেই কার্যাকে সম্পূর্ণ করিয়া আমাদের দেশ ও জাতিকে আরও গৌরবান্বিত ও মহিমান্বিত করিতে পারিলেই আমরা সেই গৌরব করিবার অধিকারী। 崇 棗 আমাদের বিশ্ববিদ্যালয়ের স্থাপন ইতিহাস অতি বিচিত্র। একটী রমণীর ( Mrs. Stanford ) মহুদন্তঃকরণ ও উদারতীয় ইহা আজ পৃথিবীর মধ্যে সৰ্ব্বাপেক্ষা অর্থশালী বিদ্যালয় । পরীক্ষ হইয়া গেলে এ বিষয়ে একটি প্রবন্ধ পাঠ’ইবার ইচ্ছা রহিল। এই মে মাসের পর হইতে নিয়ম মত লিখিতে পারিব বলিয়া ভরসা করি । ইতি, সেবক শ্রীমুরেন্দ্রমোহন বস্ত্র । em Bossam সদানন্দের বৈরাগ্য। বাপমায়ে বড় সাধ করিয়া তাহার নাম রাখিয়াছিল সদানন্দ । পাড়ার ইষ্টলোকের তাহাদের স্নেহের ভুলটাকে সংশোধন করিয়া তাহাকে নিরানন্দ বলিত । লে ছেলেবেলা হইতেই কেমন অনাবশ্বক গম্ভীর। শৈশবে সে তাই তাই’ করিয়া হাসে নাই । বীল্যে পাঠশালায় গিয়া চঞ্চলত প্রকাশ করে নাই। এজন্ত তাহার সহপাঠীর তাহাকে গুরুমশায় বলিত । এখন সদানন্দ যৌবনপথের অনেকখানি অতিক্রম করিয়া আসিয়াছে, এখন শু তাহার না হাসিবারই श्वॆ। । সদানন্দ হাসে নাই কিন্তু তাহার যথারীতি বিবাহ হইয়াছে ; এবং গুটিকত শিশুর কলকাকলিতে তাহার গৃহ মুখর হইয়া উঠিতেছে । এইসব ব্যাপারগুল| সদানন্দের জীবনের সঙ্গে ঠিক খাপ খাইতেছিল না। প্রথম, বিবাহ ব্যাপারটাই তাহার গম্ভীর্য্যের প্রতি নিষ্ঠুর উপহাস-বাপমায়ের দারুণ ষড়যন্ত্র। ছাদনাতলায় শালাশালীতে কান মলিয়া, বাসরঘরে বিদ্রুপ করিয়া, কথায় কথায় ঠকইয়া সদানন্দের গাম্ভীৰ্য্যকে টগটলায়মান করিয়া তুলিয়াছিল।
পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।