পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SB8 সন্ন্যাসী মরা মানুষ বঁচাইতে পারেন। গ। ভাঙিয়া রাজ্যের নরনারী আবালবৃদ্ধবনিতা সদানদের কুটীর ঘিরিয়া ভিড় জমাইয়া তুলিল । পীড়িতের আত্মীয় স্বজন সদানন্দের চরণে পড়িয়া গড়াগড়ি দিতে লাগিল । দেখিতে দেখিতে সদানন্দের খ্যাতি দাবানলের মতে ব্যাপ্ত হইয়া পড়িল । প্রতিদিন কত দেশের বাসি মড়, গলিত কুষ্ট আসিয়া তাহার স্বারে ধন্ন দিতে লাগিল । শ্মশানডাঙ্গায় মেলা বসিল, দোকান পদার হাটে জমজমাট । কত দেশের কত লোক কত রকম মানসিক করিয়া সন্ন্যাসী বাবার চরণে আসিয়া পড়িতে লাগিল। সদনন্দের কোনো পুরুষে কেহ বৈদ্য ছিল না, অথচ বেচারাকে ঘিরিয়া দুনিয়ার রোগার সনিৰ্ব্বন্ধ করুণ প্রার্থনা দিবানিশি ধবনিত হইতে লাগিল । নাচার সদানন্দ হাতের মাথায় যtছ পায় তাহাই দেয় । সকলে ভক্তিভরে সেবন করে, মাজুলি করিয়া ধারণ করে। অনেকের রোগ বর্ষাপ্রভাত । বর্ষ এল, প্রিয়তম অসীম অম্বর সীমাগত পুঞ্জমেখে, প্রাতঃ স্বৰ্য্যকর নিরুদ্যম একেবারে মুখীর মতন, মুখামল তরুলতা, বন উপবন মৰ্ম্মর সঙ্গীত মুগ্ধ পল্লব নিচয় পবনের আন্দোলনে আজি ছন্দোময় । ঐপ্রিয়ম্বদা দেবী । छांब्रडौ । শ্রাবণ, ১৩১৭ বিশ্বাসের জোরেই সারিতে লাগিল। আর সেই সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বাবার খ্যাতি প্রতিপত্তি বাড়িয়া চলিল। যাহাদের রোগ সারিত না তাহারা বি গুণ আগ্রহে সদানন্দের চরণ চাপিয়া ধরিয়৷ বলিত “হে বাবাঠাকুর, কি পাপ দেখে আমার ওপর দয়া হল না।” সদানন্দ বেচার উত্যক্ত হইয়া উঠিল। ংসার ছাড়িয়া পলায়ন করিয়াছে বলিয়া বিশ্ববিধাতা আজ সারা সংসার ডাকিয়া তাহারই কুটীরদ্ধারে আনিয়া হাজির করিয়াছেন। সদানন্দ দেখিল এর চেয়ে সে নিজের গ্রামে নিজের গৃহে ঢের শাস্তিতে, ঢের আরামে, ঢের শাস্তিতে ছিল। তাহার বৈরাগ্যের উপর বৈরাগ্য আসিল । একদিন সকালে সকলে সবিস্ময়ে আবিষ্কার করিল—বাবা সিদ্ধপুরুষ অন্তধান করিয়াছেন । সকলে হায় হাৰ করিতে লাগিল । সিদ্ধপুরুষের অন্তর্ধানে শ্মশানডাঙ্গ ক্রমে ক্রমে আবার শ্মশান হুইয়া গেল । শ্রচারুচন্দ্র বন্ধ্যোপাধ্যায় । শতদল ৷ আজি ভরা শ্রাবণের অবিশ্রান্ত ধারে, মেঘের কাজল-কালো শুমি অন্ধকারে, অপূৰ্ব্ব-উজ্জ্বল শুভ্র বিদ্যুল্লেখা সম নিরাশা-নিক্য-কৃষ্ণ হৃদয়েতে মম জাগিছে তোমার স্মৃতি করুণ কোমল ! অসিত সরসী জলে পূর্ণ-শতদল। डौशौtब्रअनtर्ष मद्ध ।